অন্যের জন্য করা গর্তে নিজের পড়তে হয়

in আমার বাংলা ব্লগ25 days ago (edited)
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা মানুষ হিসেবে দিন দিন যেনো অতিরিক্ত হিংস্র স্বভাবের হয়ে যাচ্ছি।সে কারণেই সব সময় এমন একটা ধান্দা তে থাকি যে, কি করে অন্যের খারাপ করা যায়। কিন্তু আমরা এটা সব সময় ভুলে যাই যে। প্রকৃতি তার শোধ কখনোই রেখে দেন না। প্রকৃতি তার শোধ সব সময় ফিরিয়ে দেন। ঠিক তেমনটাই একটি ব্যাপার হলো, অন্যের জন্য খারাপ কিছু ভাবলে, সেই খারাপটা কিন্তু প্রথমে নিজের সাথেই হয়।

কিন্তু দুঃখের বিষয় হলো, আমার সাথে যে খারাপ হচ্ছে। সেটা আসলে আমি খুব একটা বুঝতে পারি না। অর্থাৎ আমি এটা সকলের কথায় বলছি। এর কারণেই কিন্তু মানুষ অন্যের ক্ষতি করাটাও বন্ধ করে না।

কখনো যদি নিজের জীবনটাকে একটু ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে ঠিক যে যে মুহূর্তে আপনি অন্যের ক্ষতি করার চেষ্টা করেছেন। ঠিক সে সে মুহূর্তে কিন্তু আপনার নিজের জীবনেও এমন সব ক্ষতি হয়েছে। যেগুলো হয়তো আপনি তখন টের পাননি কোনো কারণে,যে আপনার সাথে সে খারাপ ঘটনা গুলো ঘটেছে। কিন্তু পরবর্তীতে যখন টের পেয়েছেন। তখন দেখবেন যে আপনি অন্যের সাথে যে খারাপটা করার চেষ্টা করেছেন। তার চেয়ে বহু গুণ বেশি খারাপ আপনার সাথেই হয়েছে ।

এটাই আসলে প্রকৃতি নিয়ম। তাই সবসময় অন্যের জন্য গর্ত করার আগে এটা একটু হলেও বিবেচনা করা উচিত যে, আপনি সেই গর্তে পরতে যাচ্ছেন কি না। কারণ সৃষ্টিকর্তা অন্যের ক্ষতি করার বিষয়টি একেবারেই সহ্য করেন না। আর আমরা মানুষ হিসেবেই কেনো জানি সৃষ্টিকর্তা যেটা মানা করেছেন। সেটা করতেই বেশি পছন্দ করি এবং ঠিক এই কারণটাতেই কিন্তু আমাদের জীবন থেকে দুঃখ, দুর্দশা,সমস্যা,জটিলতা যেনো যেতেই চায় না। আর আমরা যদি এ ব্যাপারটা বুঝতাম না,তাহলে আসলে আমাদের এতো ক্ষতির মুখে পরতেও হতো না।কারণ দুনিয়ায় যে ক্ষতি করতে চায় তার ই সবচেয়ে বেশি ক্ষতি হয়।সৃষ্টিকর্তার বিশেষ আদেশটি হলো অন্যের ক্ষতি না করা।আর আমরা যদি বিশেষ আদেশ ই অমান্য করি।তবে শাস্তি তো পেতেই হবে?আসলে আমরাও অদ্ভুত, সব ভুল কাজ করেও ভাবি যে কেনো জীবনটা সুন্দর নয়!
Sort:  
 22 days ago 

অন্যের ক্ষতি করার জন্য যে গর্ত করা হয় সে গর্তে কোন না কোন ভাবে নিজেকেই পড়তে হয়। অন্যকে বিপদে ফেলা সৃষ্টিকর্তা কোনভাবেই সহ্য করে না, বিষয়টি সত্য বলেছেন। মানুষের অতিরিক্ত হিংসা বিদ্বেষ এর মূল কারণ। আমরা একে অন্যকে সহযোগিতা করে এগিয়ে গেলে সেটিই সৃষ্টি কর্তার কাছে সবচেয়ে সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 22 days ago 

এটা অবশ্যই ঠিক, অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়ে যায়। কারণ সৃষ্টিকর্তা সবকিছুই দেখেন এবং তিনি সময়মতো বিচার করেন। হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না কেনো আমাদের এই বিপদটা হলো,সেই বিপদটা হলো। সুতরাং অন্যের ক্ষতি করার চেষ্টা না করে,আমাদের উচিত অন্যের উপকার করার চেষ্টা করা। এতে করে সৃষ্টিকর্তা আমাদের উপর সন্তুষ্ট হবেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65306.74
ETH 3488.89
USDT 1.00
SBD 2.51