ডাই পোস্ট:- কাগজ দিয়ে ফুল তৈরী।

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
আজ আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের একটি কাগজ দিয়ে ফুল তৈরি করে দেখাবো। কাগজ দিয়ে বিভিন্ন রকম ডিজাইনের ফুল তৈরি করতে আমার খুব ভালো লাগে। এই কাজটা দেখতে অনেকটা সহজ মনে হলেও তৈরি করার সময় আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে একটুখানি অসাবধানতার জন্য পুরো ফুলের ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে। তাই কাগজ দিয়ে ফুল তৈরির ডিজাইন গুলো খুব সাবধানতা এবং ধৈর্য সহকারে করতে হয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কাগজ দিয়ে ফুলের ডিজাইন করা যায়। আশা করি কাগজ দিয়ে ফুল তৈরির ডিজাইনটি আপনাদের পছন্দ হবে।


IMG_20231006_110603-removebg-preview.png

IMG_20231006_110603.jpg

উপকরণ :

IMG_20231006_104502.jpg

• কাগজ
• কেঁচি
• কলম

ধাপ সমূহ
ধাপ-১

IMG_20231006_104729.jpg

প্রথমে আমি একটি কাগজ নিয়েছি। এই কাগজটিকে কোনাকুনি ভাবে ভাজ করে নিয়েছি।


ধাপ-২

IMG_20231006_105002.jpg


কোনাকুনি ভাজ করার ফলে কিছু কাগজের বাড়তি অংশ থাকবে, সেই বাড়তি অংশটুকু আমি কেঁসি দিয়ে কেটে নিয়েছি।


ধাপ-৩

IMG_20231006_105358.jpg

কেঁচি দিয়ে কাটার পরে ওই কাগজটি আমি পুনরায় আবারো কোনাকুনি করে ভাজ করে নিবো।

ধাপ-৪

IMG_20231006_105719.jpg

এখানে ভাজ দেয়া কাগজের কোনার এক সাইডে হাতের দ্বারা চেপে ধরে এমন ভাবে ভাঁজ দেবো যেন এটি ত্রিকণা বিশিষ্ট হয়।

ধাপ-৫

IMG_20231006_110207.jpg

এরপরে আমি এখানে জেল পেন দিয়ে ফুলের আর্ট তৈরি করে নিয়েছে। এবং সেটিকে কেঁসি দিয়ে কেটে নিয়েছি।


ধাপ-৬

IMG_20231006_110345.jpg

সম্পূর্ণরূপে যখন ফুলের আর্ট তৈরির কাগজটি কেটে নেয়ার পরের অংশটি দেখতে ঠিক এমন লাগবে।


ধাপ-৭

IMG_20231006_110603.jpg

এখানে কাগজের ভাজ গুলো খোলার পরে সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলো কাগজ দিয়ে ফুল তৈরি ডাই পোস্ট।


IMG_20231006_110603-removebg-preview.png

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি কাগজ দিয়ে ফুল তৈরী।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

খুব সুন্দর কাগজের ফুল তৈরি করেছেন। কাগজের ফুল তৈরি করে ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে। যদিও ফুলগুলো তৈরি করতে সময় কম লাগে। কিন্তু তৈরি করার ক্ষেত্রে খুব সাবধানে তৈরি করতে হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাগজের ফুল তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

আপনি ঠিক বলেছেন আপু যদিও ফুল কাটিং তৈরি করতে বেশি সময় লাগে না তবে সাবধানতা অবলম্বন করতে হয়। আর এইসব ফুল গুলো ঘরে সাজিয়ে রাখলে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 
 last year 

এভাবে কাগজ কেটে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় বিভিন্ন ডিজাইনের। আপনি অনেক সুন্দর একটা ডিজাইন এর মাধ্যমে আজকে ফুল তৈরি করেছেন কাগজটা কেটে। এরকম ভাবে নকশা তৈরি করে ঘরের মধ্যে লাগালে দেখতে অনেক ভালো লাগে। আগে কিন্তু এরকম নকশাগুলো দেখা যেত। দক্ষতাকে কাজে লাগিয়ে এটা করেছেন যা দেখে বোঝা যাচ্ছে।

 last year 

একটা সময় এভাবে কাগজ কেটে বিয়ের ঘরের সাজনা সাজাত। এ সমস্ত দিনগুলো কোথায় হারিয়ে গেল। ধন্যবাদ আপু আপনার চমৎকার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

এই ফুলের ডিজাইনটি আজকে গ্রীন আপু করেছে। সকালেই দেখেছিলাম আর এখন আপনারটা। দুটো কাজই অসাধারণ হয়েছে। অনেকগুলো ভালোবাসার প্রতিক। আপনার কাজ থেকেআরো কাজ চাই এমন।

 last year 

আপু গ্রীন আপুর সাথে আমার আর একটা মিল রয়েছে উনি পকো এম টু মোবাইল ব্যবহার করে আমিও একই মোবাইল ব্যবহার করি। যাহোক দুই ভাই বোনের একই পোস্ট করেছি। এটা অবশ্য আমার জানা ছিল না,আপনার কাছ থেকেই জানতে পারলাম ভালো লাগলো ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

দুজনের মিল দেখে বেশ ভালো লাগলো।

 last year 

কাগজের তৈরি যেকোন জিনিস আমার ভীষণ ভালো লাগে। এই কাজগুলো যতটা সহজ মনে হয় আসলে করতে গেলে এতো সহজ নয়। যাইহোক কাগজের ফুলটি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 last year 

কাগজ কেটে এভাবে ফুল তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে ভাই। তবে অনেকদিন পর আজকে চেষ্টা করেছি পুনরায়। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

কাগজ দিয়ে অনেক সুন্দর একটা ফুল তৈরি করেছেন, যেটা দেখতে আমার কাছে ভালো লেগেছে। লাভ আকৃতির হওয়ার কারণে এই ফুল টা দেখতে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি কাগজটা কেটে ফুল তৈরি করেছেন। এই ফুলটা তৈরি করার পদ্ধতি দারুন ছিল।

 last year 

চেষ্টা করেছি ভাই কাগজ কেটে সুন্দর করে ফুল তৈরি করার জন্য। আপনার মন্তব্য পরে বুঝতে পেরেছি যে আমি কাগজ কেটে ফুল তৈরি করতে ভালোভাবে সার্থক হয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করেছেন।

Posted using SteemPro Mobile

 last year 

কাগজের ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। কাগজ কেটে সুন্দর করে ফুল তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। সাদা কাগজ দিয়ে দারুন একটি নকশা তৈরি করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুণভাবে কাগজ দিয়ে ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি কাগজের ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে প্রতিটা লাভ আপনি বেশি দারুন ভাবে তৈরি করেছেন কাগজের মধ্যে। ধন্যবাদ মামা এত সুন্দর একটি ভাই পোস্ট তৈরি করার জন্য।

 last year 

আসলে ভাগনের চেষ্টা করেছি এই ফুলের এর মধ্যে দিয়ে লাভ ফুলের ডিজাইন তৈরি করতে। এটা করতে আমি সক্ষম হয়েছে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

কাগজ দিয়ে ফুল তৈরী দেখে খুবি ভালো লেগেছে। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

একটু এদিক সেদিক হলেই ডিজাইনগুলো অন্যরকম হয়ে যায় এগুলো। এজন্য নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করতে হয়। আপনি নিখুঁতভাবে ডিজাইনটি করেছেন ভাইয়া

 last year 

এই ডিজাইনটি তৈরি করা খুব সহজ ভাই কিন্তু নিখুঁতভাবে তৈরি করতে হবে। কাটার সময় একটু এদিক ওদিক হলেই নষ্ট হয়ে যাবে। আবার পুনরায় আপনাকে তৈরি করা লাগবে। ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65669.27
ETH 2668.58
USDT 1.00
SBD 2.87