ক্রিকেট বিশ্বকাপ:- পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ।

in আমার বাংলা ব্লগ11 months ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।


ম্যাচের কিছু খেলার কভার ফটো

খেলার রিভিউ


নিউজিল্যান্ড টিমের লাইন আপ



পাকিস্তান টিমের লাইন আপ


প্রথম ইনিংস

বর্তমান সময়ে নিউজিল্যান্ড যথেষ্ট ফর্মে রয়েছে। নিউজিল্যান্ডের ওপেনিং এ ব্যাট করতে নেমেছে ডেভিড কর্নওয়ে এবং রবীন্দ্রা। নিউজিল্যান্ডের এই দুই ব্যাটিং প্রতিটা ম্যাচে ওপেনিং এ ভালো একটা ভিত করে তুলেছে প্রতিটা ম্যাচে। যেহেতু আজকের এই ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য ডু অর ডাই ম্যাচ বলা যায় কারণ এই ম্যাচ হারলে অনেকটাই ছিটকে পড়বে বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ড। যে তেরা দুইজনে টপর মাঝে তাহলে আশা করা যায় তারা ভালো কিছু করবে।


খেলা দেখার আগেই বুঝতে পারছিলাম এর একটা ভালো ভিত তৈরি করবে কারণ যে পিচে খেলা আছে এ পিছে রান আসবে। প্রথম ১০ ওভার পাওয়ার প্লে তে নিউজিল্যান্ড কোন উইকেট হারিয়েছে ৬৬ রান করে। পাওয়ার পেলে পাওয়ার পরে ডেবিট কর্নয়ে আউট হয়ে যায় তখন নিউজিল্যান্ডের স্কোর ছিল ৬৮ রান।


এদিকে রবীন্দ্রা সে নিয়মিতভাবেই খেলে যাচ্ছে এই বিশ্বকাপে অলরেডি থাক 2টা সেঞ্চুরি হয়েছে। আজকের এই সেঞ্চুরিতে এই বিশ্বকাপে এসে তার সেঞ্চুরি সংখ্যা তিন। যেভাবে খেলা করছে তারা আশা করা যায় রাত সাড়ে তিনশোর উপরে যাবে।


যেহেতু নিউজিল্যান্ডের ধারন ভাবে গড়ে তুলেছে এরপর থেকে যে এসেছে সেই মারছে এভাবে চলে গেছে। এখন দেখে মনে হচ্ছে যে নিউজিল্যান্ডের রান ৪০০ পার হয়ে যাবে। মিসেল মার্ক চ্যাম সবাই খুব অল্প বলে অনেক রান করে চলছে।


শেষ পর্যন্ত ৫০ অফারে নিউজিল্যান্ডের রান সংখ্যা দাঁড়ায় ৪০১। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকিস্তানকে বড় একটা টার্গেট দেয় নিউজিল্যান্ড। এখন দেখার বিষয় পাকিস্তানি টার্গেট উপেক্ষা করে যেতে পারবে কিনা। পাকিস্তান কেউ এই ম্যাচে অবশ্যই যেতে লাগবে না হলে তারা অনেকটা ছিটকেই পড়বে বলা যেতে পারে। কারণ এই হারে তাদের সম্ভাবনা পুরোটাই হারিয়ে যাবে।


দ্বিতীয় ইনিংস

পাকিস্তানি ওপেনিং এ এসেছে ফখর জামান এবং আব্দুল্লাহ শফিক। ইমামুল হকের জায়গায় এসেছে থাপার জামান যদিও গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফখর জামা ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিল। দ্বিতীয় ওভারে আসাদ শফিককে কে হারিয়ে ফেলে পাকিস্তান। আর তাতেই বোঝা হয়েছিল কোনো ভাবেই সম্ভব না এই ম্যাচে জিতা পাকিস্তানের। যদিও এই বিশ্বকাপে যথেষ্ট ফর্মেই রয়েছে।


আসাদ শফিক দ্রুত আউট হয়ে গেলেও এরপরে ক্যাপ্টেন বাবা রাজন এবং ফখর জামান বেশ ভালো একটা ভিত তৈরি করে ফেলে। খুব অল্প বলে তারা এক ধরনের পার্টনারশিপ খেলেন। ফোকর যেমন ছিল খুবই ভয়ঙ্কর। যখন পাকিস্তান খেলতে থাকে ঠিক শহরের আগেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং খেলা বন্ধ থাকে। পাকিস্তান এই মুহূর্তে যে খেলা করছে তাতে মনে হচ্ছে পাকিস্তান আতুরার নিচে টপকে জিতে যেতে পারে।


বৃষ্টি হওয়ার কারণে ডি এল এস ম্যাথডে পাকিস্তানকে টার্গেট দেয় ৩৪২ রানে। যেহেতু পাকিস্তানের হাতে এখনো নয় উইকেট রয়েছে তাতে মনে হয়েছিল যে পাকিস্তান এই ম্যাচ অবশ্যই জিতে যাবে। পরে চার ওভার খেলা হয় এই চার ওভারে পাকিস্তান ৪২ রান করে থাকে। আর এইরানের সংখ্যা দিয়ে পাকিস্তান ২১ টা রানে এগিয়ে যায়। পরবর্তীতে আবারো বৃষ্টি হয় আর এই বৃষ্টির হওয়ার কারণে পাকিস্তানকে ২১ জয়লাভ করে।


পোস্ট বিবরণ

শ্রেণীস্পোর্টস
ডিভাইসpoco M2
স্ক্রিনশট সোর্সA sports live
লোকেশনমেহেরপুর


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

ভাইয়া এই ম্যাচটা আমি দেখেছিলাম। পাকিস্তানের মত বলারদের নিউজিল্যান্ড দল এমন ভাবে মেরেছে যা বলার অপেক্ষা রাখে না। তবে দুঃখের বিষয় হলো বৃষ্টির কারনে ম্যাচটা নিউজিল্যান্ড দল হেরে যায়। পাকিস্তান দলও খুব মেরে খেলেছিল। ধন্যবাদ।

 11 months ago 

আপনি এই খেলাটি দেখেছেন জেনে ভীষণ ভালো লেগেছে ভাই। আমিও খেলাটি পুরোপুরি দেখেছিলাম ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

গতকালের ম‍্যাচ নিয়ে আমার বলার কিছু নেই। বৃষ্টি টা একেবারে পাকিস্তানের জন্য যেন আর্শীবাদ হয়ে আসে। তাছাড়া পাকিস্তান যত ভালোই ব‍্যাট করুক ৪০০ রান চেজ করে জেতা সম্ভব ছিল না। কী অসাধারণ ছিল ফখর জামান এর ব‍্যাটিং। আর নিউজিল্যান্ডে হেরেছে যেন পুরোপুরি কপালের জন্য। তবে ম‍্যাচটা বেশ ছিল। ব‍্যাটিং দেখে মজা হয়েছে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনি ঠিকই বলেছেন ভাই খেলাটি দেখে খুবই মজা পেয়েছি। কিন্তু খেলার যে অবস্থা ছিল তাতে আমার মনে হয়েছিল পাকিস্তান এক ওভার বাকি থাকতে এই রান করে ফেলত। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

পাকিস্তান বনাম নিউজিল্যান্ড এর ম্যাচটি সত্যি অনেক উপভোগ্য ছিল খেলাটি।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের খেলা সত্যি চোখে পড়ার মতো বাউন্ডারি আর ওভার বাউন্ডারির ঝলকে খেলা জমে উঠেছিল।
৪০০ করে পাকিস্তানকে লিড দেয় তবে পাকিস্তানও এদিন শুরুটা ভালো করতে না পারলেও পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছিল দুর্দান্ত খেলা খেলেছে বিশেষ করে ফাঁকার জামান।
আমার মনে হচ্ছিল বৃষ্টি আইন না হলেও এদিন পাকিস্তান জিতে যেতো যেমন মার মুখে ব্যাট করতেছিল।
আপনি অনেক সুন্দরভাবে ম্যাচটি রিভিউ করেছেন খুবই ভালো লাগলো।

 11 months ago 

নিজেরা এবং পাকিস্তানের মধ্যাকর ম্যাচটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার মনে হয় এই বিশ্বকাপে এটাই সব থেকে একটা ভালো ম্যাচ হয়েছে যে খেলাটা দেখে সবাই খুব আনন্দ করেছে। ধন্যবাদ ভাই সুন্দরবন করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের রিভিউ তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। প্রথমে যখন নিউজিল্যান্ড পাকিস্তানকে রানের টার্গেট করে দিয়েছিল তখন ভেবেছিলাম এটা হয়তো পাকিস্তানের দ্বারা প্রায় অসম্ভব হয়ে যাবে কিন্তু তারা যে এত ভালোভাবে কাম ব্যাক করতে পারবে সেটা কখনোই কল্পনা করিনি। অবশেষে 21 রানে পাকিস্তানের জয়। ধন্যবাদ এত সুন্দর একটি রিভিউ তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

৪০২ রানের টার্গেট এটা পাকিস্তানের জন্য কখনোই সম্ভব নয়। কিন্তু পাকিস্তান শুরু থেকে যে তান্ডব চালিয়েছিল তো মনে হয়েছিল বৃষ্টি না হলেও পাকিস্তান এই ম্যাচটা জিতে যেত। আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আগে থেকেই শুনেছিলাম যে এই খেলাতে বৃষ্টি হানা দিতে পারে। তাই দুটি দলে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করেছিল প্রথম থেকেই। এত বড় রানের টার্গেটে ও পাকিস্তান যে জিতে গেল এটা দেখে খুবই ভালো লেগেছে।

 11 months ago 

আক্রমণাত্য ক্রিকেট খেলার কারণেই কিন্তু এই খেলাটি এত ভালো লেগেছিল এবং শেষ পর্যন্ত পাকিস্তান জয়লাভ করেছে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60968.19
ETH 2367.91
USDT 1.00
SBD 2.56