টার্গেট ডিসেম্বর সিজন - ৪" ১০০ স্টিম পাওয়ার আপ।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহ
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন। আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি (০২- ০৩- ২০২৪)


Source


আমি প্রথমে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই,প্রিয় @rex-sumon ভাইকে।আমাদেরকে পাওয়ার আপ করার উৎসাহিত করার জন্য।তিনি খুব সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন।আর এই উদ্যোগ গ্রহণের মাধ্য দিয়ে আমরা পাওয়ার আপ করে যাচ্ছি।
আজ আমি ১০০ স্টিম পাওয়ার আপ করছি।পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। এই প্লাটফর্মে দীর্ঘ মেয়াদে কাজ করতে হলে পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। আর তাই আমি "টার্গেট ডিসেম্বর সিজন-৪ নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা নিয়ে সামনের দিকে এগুনোর জন্য মনস্থির করেছে। আর তাই আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করবো। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আমি যেন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি। এই বছরে আমার লক্ষ্য মাত্রা ৮০০০ এসপি।

এ-সপ্তাহে আমার ওয়ালেটে ১৩৪ স্টিম ছিল। ১৩৪ স্টিম থেকে ১০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম। আজ আমি যে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি তা পর্যায়ক্রমে ধাপ গুলো নিম্নে দেওয়া হলঃ-

পাওয়ার আপ পোস্ট করার আগে আমার স্টিমেট ওয়ালেট এর স্কিনশট।

পাওয়ার আপ পোস্ট করার সময় আমার স্টিমেট ওয়ালেট এর স্কিনশট।

পাওয়ার আপ পোস্ট করার শেষে আমার স্টিমেট ওয়ালেট এর স্কিনশট।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বড় পরিসরে পাওয়ার বৃদ্ধি করেছেন, ১০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া এগিয়ে যান।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পাওয়ার আপ করে নিজের একাউন্টের শক্তি বৃদ্ধিতে আপনি বেশ কিছুটা এগিয়ে গেলেন। আজ বড় একটা এমাউন্ট পাওয়ার আপ করে। ধীরে ধীরে নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করে যাচ্ছি আপু কম বেশি যাই হোক পাওয়ার আপ এর মধ্য দিয়ে নিজের সক্ষমতাকে একটু বৃদ্ধি করার জন্য। দোয়া করবেন যেন পৌঁছাতে পারে নিজের লক্ষ্যে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার বৃদ্ধি করার কোন বিকল্প নাই। বেশ ভালো একটি অ্যামাউন্টের স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন । ১০০ স্টিম দেখে অনেক ভালো লাগলো ৷ এভাবে আপনি নিজেকে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন। আসলেই পাওয়ার আপ করা মানেই নিজের অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা ৷ পাওয়ার আপ আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

 2 years ago 

সব সময় হয়তো বা এত বড় বেশি এমাউন্টের পাওয়ার আপ করতে পারব না। তবে চেষ্টা করে যাচ্ছি ভাই নিজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যত বেশি পাওয়ার আপ তত বেশি ক্ষমতার অর্জন, অনেক বড় এমাউন্ট পাওয়ার আপ করলেন। নিজেকে ক্ষমতাবান করতে প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন। এই পাওয়ার আপের মাধ্যমে আপনার শক্তি অনেক বৃদ্ধি পাবে। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নিজে ক্ষমতাবান না হলেও নিজের একাউন্টের ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করছি পাওয়ার এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভীষণ ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন।
পাওয়ার আপ ছাড়া এখানে কোনভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনি বেশ বড় একটা একাউন্টের পাওয়ার আপ করেছেন, যা দেখে সত্যিই খুশি হলাম। আশাকরি এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবেন। শুভ কামনা রইল অদূর ভবিষ্যতের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সাথে আমিও পুরোপুরি একমত এই উদ্যোগ ছাড়া কোনভাবে সামনে এগিয়ে যাওয়া আমাদের সম্ভব না। শুধু পাওয়ার আপের মধ্য দিয়ে নিজের সক্ষমতা অর্জন করা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন ভাই। চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা। এভাবেই পাওয়ার আপের মাধ্যমে এগিয়ে যান। আশাকরি এভাবে পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় করলে খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি ভাই। জানিনা নিজের টার্গেট পূরণ করতে পারব কিনা তবে সর্বোচ্চ চেষ্টা করবো, আর বাকিটা আল্লাহ ভরসা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতা অর্জন ।আপনি প্রতিনিয়ত বেশি বেশি পাওয়ার বৃদ্ধি করেছেন দেখে অনেক ভালো লাগলো ।
এ সপ্তাহে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনি আরো একধাপ এগিয়ে গেলেন ।
অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

দোয়া করবেন ভাই যেন এভাবেই প্রতি সপ্তাহে নিজের পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তারপর ডিসেম্বর সিজন ৪ এ আপনি এত বড় এমাউন্টের পাওয়ার আপ পোস্ট করেছেন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ১০০ স্টিম পাওয়ার আপ পোস্ট দেখলে অনেকেই পাওয়ার আপ এর প্রতি উৎসাহিত হবে অনেক বেশি। আমি নিজেও অনেক বেশি উৎসাহিত হয়েছি আপনার পাওয়ার আপ পোস্ট দেখে। ধারাবাহিকতা বজায় রেখে যদি প্রতিনিয়ত এরকম ভাবেই পাওয়ার আপ করে যান। তাহলে খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এসব ক্ষমতা বৃদ্ধির জন্যও কিন্তু পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।

 2 years ago 

আমার পাওয়ার আপের মধ্য দিয়ে আপনি যে নিজেও উৎসাহিত হয়েছেন আপু এটা জেনে ভীষণ ভালো লাগলো। চেষ্টা করে যাচ্ছি আপু নিজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কমিউনিটিতে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের অবস্থান যতটা বেশি শক্ত করা যায় সেটা অন্য কোন মাধ্যমে আর সম্ভব নয়। আপনার এই ধারাবাহিকতা প্রতি সপ্তাহে অব্যাহত রাখবেন তাহলে লক্ষ্যে পৌঁছে যেতে বেশি সময় লাগবে না। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার সাধ্যমত আমি চেষ্টা করব ভাই ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.035
BTC 116035.38
ETH 4499.69
SBD 0.86