নাটক রিভিউ :- বাপের সম্পত্তি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (১২ - ০৬ - ২০২৩)

Screenshot_2023-06-12-10-47-34-632_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" বাপের সম্পত্তি " নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
নাটকের নামবাপের সম্পত্তি।
পরিচালকফারুক হোসেন
অভিনয়আ,খ,ম হাসান, এমিয়া এমি, হান্নান সেলি,
দৈর্ঘ্য৩৪ মিনিট ৫২ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ৩০মে ২০২২ ইং।
নাটকের সারসংক্ষেপ ।


IMG_20230612_104105.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এই নাটকের শুরুতে দেখা যায়, আখম হাসান সাইকেলে চড়ে রাস্তা দিয়ে আসছিল। সাইকেলের পিছনে ছোট একটা বস্তা ছিল। সেটা নিয়ে এসে বাড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ সামনে দুইটা ছেলে একসাথে দেখা হয়। তারা বলে ভাই আপনার সাইকেলের তো বাতাস কমে গেছে আমরা তো বাজারে যাচ্ছি আপনার সাইকেলেটাকে আমাদের কাছে দেন। আসার সময় সাইকেলে বাতাস দিয়ে আনবো। সে সহজ সরল মানুষ তাই সহজে বিশ্বাস করে তাদের কাছে সাইকেলটা দিয়ে দিল।

IMG_20230612_104048.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এদিকে নাটকের নায়িকা রাত্রে ঘরে বাইরে বসে থাকে। তার ছোট বোন এসে বলে কি ব্যাপার আপু, তুমি ঘরে বাইরে বসে আছো কেন? আর যেভাবে তুমি হাসছো তোমার বিয়ের ফুল ফুটেছে তার জন্য নাকি। এ কথা শুনে সে লজ্জা পেয়ে যায় আরও বেশি।

IMG_20230612_104032.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এখানে আখম হাসান তার নিজের কিছু টাকার জন্য তার একটি ছাগল তার গ্রামের চাচার কাছে বিক্রি করে দেয়। যদিও ছাগলটির দাম তিন হাজার টাকা হয়। তার চাচা তাকে দুই হাজার টাকা দেয় এবং বলে পরে আর এক হাজার টাকা নিয়ে যেও।

IMG_20230612_104013.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

আসলে তার ছোট ভাই দোকানে তিন হাজার টাকা বাকি করে রাখে। সেই দোকানদার তাকে বলে, আর এজন্য ওই ছাগলের টাকা দে তার ছোট ভাইয়ের বাকি পরিশোধ করে।

IMG_20230612_103957.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

যদিও বাড়িতে এ বিষয়টি কেউ জানে না। সে তার যে চাচার কাছে ছাগল বিক্রি করছিল, তার সেই চাচা, তার বাবার সাথে দেখা করে এবং বলে ছেলে বয়স হয়ে গেছে বিয়ে দিবে না। তখন তার বাবা বলে, ভাই আপনার যে মেয়েটা আছে সেই মেয়েটার সাথে আমার ছেলেটার সাথে বিয়ে দিবেন। এতে উভয় তারা রাজি হয়ে যায়।

IMG_20230612_103942.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এরপর তাদের বিয়ে হয়ে যায়। আখম হাসান তার নিজের সব কথা তার স্ত্রীকে বলে। তার স্ত্রী শুধু শুনেই যায় কোন কথা বলে না। অবশেষে আখম হাসান বলে আমার কথা তো সবই তোমাকে বললাম তুমি এবার কিছু একটা বলো? এভাবে তাদের বাসর রাত শেষ হয়।

IMG_20230612_103924.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

সকাল বেলায় তার ছোট ভাই তার বাবার সাথে ঝগড়া করে। তার বড় ভাইকে বলদ হিসেবে আখ্যায়িত করে। তার বাবার সামনে এটা আখম হাসান শুনে রেগে যায় এবং তাকে বলে যে এই ব্যাগ নিয়ে এবং টাকা নে তুই বাজার, সংসারের সব কাজ তোর। এই বলে তাকে ধমক ও গায়ে হাত তোলে মারতে যায় এবং তাকে তাড়িয়ে দেয়।

IMG_20230612_103910.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

যখন বুঝতে পারে তার ভাই কোন বাকি করে নাই। তখন আখম হাসান দোকানদারের কাছ থেকে সেই টাকা ফেরত আনতে যাই।। এবং বলে ব্যাটা ফাজলামি পাইছো তুমি। আর সামনে বসে থাকা সেই দুই ছেলে যে তার সাইকেলের বাতাস দেয়ার জন্য নিয়ে যায়। তাদেরকে ৩০ মিনিটের মধ্যে তার বাড়িতে সাইকেল পৌঁছে দেয়ার কথা বলে।

IMG_20230612_103857.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

আখম হাসানের স্ত্রী ছাগল পোষা অনেক শখ। তাই সে বাজার থেকে ছাগল কিনে আনে এবং তার স্ত্রীকে বলে ছাগলটা নাও। শুধু ছাগলকে ভালবাসলেই হবে তোমার স্বামীর দিকে একটু খেয়াল রাখবে না। এর মধ্যে তার শালী চলে আসে এবং এটা দেখে তারা উভয়ে লজ্জা পেয়ে যায়।

IMG_20230612_103842.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

রাস্তার মধ্যে আখম হাসানের ভাই এবং তার স্ত্রীর বোনের সাথে দেখা হয়। তারা দুজন একে অপরের সাথে বিবাদে জড়ায়। আখম হাসানের ভাই একটু দুষ্ট তাই সে বলে তোর বোন কিভাবে আমার ভাইয়ের ভাত খায় সেটা আমি দেখে নিবো।

IMG_20230612_103824.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

আখম হাসানের স্ত্রীর বোন তাদের বাড়িতে বেড়াতে আসে। এদিকে তার ছোট ভাই তার সাথে একটু খারাপ আচরণ করে। আর এটা হওয়ার পরে তার বোন ঘর থেকে দৌড়ে উঠানে চলে আসে। সবাই একত্রে জড়ো হয়ে যায় এবং তার ভাইকে অনেক বকাঝকা করে এবং পরিশেষে সে তার ভাই তার স্ত্রীর, স্ত্রীর বোন এবং বাবার কাছে ক্ষমা চাই। এবং সকলেই তাকে ক্ষমা করে দেয় আর এখানে নাটকটি শেষ হয়ে যায়।


ব্যক্তিগত মতামত
প্রতিটা সমাজে ভালো মানুষ থাকে। আর এই মানুষগুলো কারো ক্ষতি করে না কিন্তু মানুষ তার সরলতার সুযোগ নাই। সবাই ভাবে এই লোকটি পাগল। কিন্তু সেও তার প্রয়োজনের তাগিদে এক সময় কঠিন হতে বাধ্য হয়। আর ছোট ভাইকে যদি ছোটকাল থেকে আদর দেয়া যায় তাহলে বড় হলে সত্যি সে বাদর হয়। তাই ছোটকাল থেকেই সব রকম শিক্ষা দেওয়াটাই নৈতিক দায়িত্ব আমাদের। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।
ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.৯ দিবো।

Source

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg


আমি তুহিন, আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। এছাড়াও আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকি। আমি ছবি আঁকতে পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ওয়াও ভাই অসাধারণ একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যি বলতে আ খ ম হাসানের নাটক আমার অনেক ভালো লাগে।আর আপনার নাটক এর রিভিউ পড়ে বোঝা গেল নাটকটি অনেক হাস্যকর এবং মজার ধন্যবাদ ভাই। নাটকটি দেখার চেষ্টা করব ধন্যবাদ।

 2 years ago 

আসলে নাটকটি অনেক চমৎকার ছিল। দেখে বেশ ভালো লেগেছে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

দারুন একটা নাটকের রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। এই নাটকটা আমি বেশ কিছুদিন আগেই দেখেছিলাম খুবই ভালো লেগেছিল আমার কাছে। আপনিও দেখছি দারুন ভাবে নাটকের ভিডিওটা শেয়ার করতে সক্ষম হয়েছেন।

 2 years ago 

এই নাটকটি আজকে সকালে দেখলাম। দেখে অনেক ভালো লাগলো। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাংলাদেশের নাটক গুলো দেখতে আমার কাছে দারুন লাগে। সেজন্য সময় পেলে নাটক দেখে এই নাটকটি এখন পর্যন্ত দেখা হয়নি। আপনার রিভিউ পড়ে ভালো লাগলো দেখার চেষ্টা করব।

 2 years ago 

যেহেতু নাটকটি আপনি এখন পর্যন্ত দেখেনে তবে সময় পেলে নাটকটি দেখে নেবেন। নাটকটি দেশের অনেক ভালো লাগবে ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাপের সম্পত্তি নাটকটার রিভিউ পোস্ট পড়ে খুব ভালো লেগেছে আমার কাছে। আপনি খুবই সুন্দর একটা নাটকের রিভিউ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আখম হাসানের নাটকগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। আর আখম হাসানের অভিনয়ও খুবই সুন্দর হয় সব সময়। আসলেই ছোটকাল থেকেই সব সময় শিক্ষা দেওয়াটাই নৈতিক দায়িত্ব আমাদের। সবাই ভাবে লোকটি পাগল। কিন্তু সেও তার প্রয়োজনের তাগিদে কঠিন হয়। বেশ ভালোই উপভোগ করলাম সম্পূর্ণ নাটকের রিভিউ।

 2 years ago 

আসলে আপু সন্তানের যদি ছোটকাল থেকে নৈতিক শিক্ষা না দেওয়া যায় তাহলে বড় হলে সে উশৃংখল হয়ে যায়। তখন কোন কিছুতেই শেয়ার বাগ মানে না।

 2 years ago 

মামা আপনি আমাদের কাছে দারুন একটি নাটক রিভিউ করেছেন।বাপের সম্পত্তি নাটকটি দেখতে কিন্তু বেশ দারুণ। এর আগে আমি এই নাটকটি দেখেছিলাম। আপনি প্রায় প্রতি সপ্তাহে আমাদের মাঝে একটি করে নাটক রিভিউ পোস্ট করে থাকেন আসলে নাটক গুলো বেশ অসাধারণ। ধন্যবাদ মামা এত সুন্দর একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করার জন্য।

 2 years ago 

যেহেতু তুমি নাটকটি দেখেছো সেহেতু নাটকের বিষয় ভালই বুঝতে পারছো নাটকটি কতটা মজার।

 2 years ago 

আখম হাসানের নাটকগুলো দেখলে আমার অনেক হাসি পায় কিন্তু এই নাটকটার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। সময় পেলে নাটকটা দেখব। অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন ভাইয়া তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আখম হাসান নাটক আমার কাছে দারুন লাগে। এই কারণে আমি বেশি বেশি আখম হাসানের নাটক গুলো রিভিউ করে থাকি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বর্তমান সমাজে মানুষ সরলতাকে অনেক বেশি বোকা মনে করে সরল মানুষকে সকলেই ভাবে লোকটি হয়তো অনেক বেশি বোকা। কিন্তু এই সরল মানুষগুলো যখন একটা সময়ে অনেক বেশি কঠোর হয়ে যায় তখন তাদের থেকে পাষণ্ড আর কেউ হতে পারে না। আসলেই বাসার ছোটদেরকে আদর বেশি দিলে তারা একটা সময় বাঁদর হয়ে যায় তাই আমাদের সকলেরই উচিত ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। ভালো লাগলো আপনার আজকের এই নাটক রিভিউ, ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই বর্তমান সমাজের সহজ সরল মানুষদেরকে পাগল বলা হয়। আসলে এরা পাগল নয় এরা সত্যি কারের মানুষ। আর তাই সমাজের কাছে মানুষ দেশের কাছে এদের কোন মূল্য থাকে না।

 2 years ago 

আ,খ,ম হাসানের নাটক গুলো আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও নাটকটি এখনো দেখা হয়নি। সময় করে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব। এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি নাটকটি দেখলে আপনার বেশ ভালো লাগবে ধন্যবাদ সুন্দর মন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 116439.64
ETH 4478.81
SBD 0.86