আমার তোলা রেনডম কিছু ফটোগ্রাফি।
আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
০৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ।
১০ জমাদিউস আউয়াল ১৪৪৫ হিজরি। ২৪ অক্টবর ২০২৩ খ্রিস্টাব্দ।
শীতের মৌসুমে বিভিন্ন সবজি পাওয়া যায়। এসব সবজিগুলো অবশ্যই ফুল থেকে তৈরি হয়ে থাকে। এমন একটি সবজি তা হল শিম। আমি আমার একাত্তের বাসায় বেড়াতে গিয়েছিলাম গিয়ে দেখে তারা শিম গাছ লাগিয়েছে। লক্ষ্য করে দেখলাম অনেক গুলো ফুল ফুটেছে। ফুল দেখতে বেশ সুন্দর লাগছিল তাই এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করালাম আশা করি আপনাদের ভালো লাগবে। যদিও এই ফুল গুলো এখনো ফল পরিণত হয়নি। প্রতিটা ফুলের ভিন্ন ধরনের সৌন্দর্য বহন করে থাকে ঠিক তেমনি শিমের এই ফুলটির তার নিজস্ব সৌন্দর্য তুলে ধরেছে।
এই ফুলটির নাম আমার এই মুহূর্তে মনে আসছে না। তবে এই ফুলটি আমি অনেক ছোটবেলা থেকেই চিনে থাকি। এই ফুল দিয়ে অনেক মালা গেঁথেছি। অবশ্য এই মেলা রাতে কোন সুতা লাগেনা। এই ফুলের পেছনের দিক আছে এই পেছনে দিয়ে সামনের দিকে ঢুকে এভাবে অনেকগুলো ফুল একত্রে করে সুন্দর মালা তৈরি করা যায়। তবে এই ফুলটি আমি দেখেছি শীতকালে বেশি ফুটতে। তবে অনেকদিন দেখেছিলাম না হঠাৎ করে ফুলটি দেখাতেই একটি ফটোগ্রাফি করলাম এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি এটি ভালো লাগবে আপনাদের।
এই গাছটি আমাদের প্রাইমারি স্কুলের সামনে ছিল। এই গাছে কোন ফুল ধরে না কিন্তু গাছের পাতাগুলো এমন ভাবে তৈরি যেন সেগুলো একত্রে একটা ঝোপের মতো দেখা যায়। তবে একটা বিষয় আপনারা জানেন কিনা জানিনা এই গাছের যে পাতা দেখছেন এটা যদি আপনি হাতে নেন তাহলে অনেকটা নরম ফোমের মতন দেখা যায়। অনেক ঝাকড়া হয় বলে এটি দেখতেও বেশ সুন্দর লাগে। বর্তমান সময়ে মানুষ অনেক সৌখিন তাই এই গাছগুলো তাদের বাড়ির আশেপাশে বা স্কুলের আঙ্গিনায় এগুলো লাগিয়ে থাকেন। আসলে সৌন্দর্য মানুষকে সব সময় আকর্ষণীয় করে তোলে।
এই ফুলটির সাথে সবাই বেশ পরিচিত। এই ফুলের নাম আপনারা সবাই জানেন। তারপরও আমি বলছি এই ফুলের নাম হল গাঁদা ফুল। যদিও ফুলটি এখনো সম্পূর্ণরূপে ফুটে নাই। এক কথায় বলতে গেলে কেবল কলি হয়ে উঠেছে। এই ফুলটি দেখতে যেমন সুন্দর তেমন বেশ সুন্দর ঘ্রাণ রয়েছে। শীতকালে এই ফুলটি প্রচুর পরিমাণে দেখা যায়। আপনারা হয়তোবা জানেন এই ফুল দিয়ে বাসর ঘরের সুন্দর করে ফুল সাজানো হয়ে থাকে। বর্তমানে এই ফুল চাষ করে অনেক মানুষ অর্থ উপার্জন করছে। এ ফুলটি বিভিন্ন রঙের হয়ে থাকে। আমাদের এলাকায় আশেপাশে উল্লেখযোগ্য দেখা যায় হলুদ গাঁদা ফুল বেশি পাশাপাশি কিছু সাদা বা কালো রংয়ের গাঁদা ফুলও দেখা যায়।
এই ফুলটি আমি অনেক আগে দেখেছি। বর্তমান সময়ে এই ফুলটি দেখা যেন খুবই বিরল। আপনারা কি এই ফুলের নাম জানেন আমাদের এলাকায় এই ফুলের নাম বলা হয় মোরগ ফুল। আমি জানিনা আপনাদের অন্যান্য এলাকায় এ ফুলের ভিন্ন কোন নাম আছে কিনা। তবে ছোটবেলায় যখন আমরা খেলতাম তখন এই ফুলন আমরা অনেক খেলা করেছি। এই ফুলের ভিতর কিছু ছোট ছোট বিষ থাকে যেটা আমরা রান্না হিসেবে ব্যবহার করতাম অর্থাৎ ছোটকালে খেলার সময়। তবে এই ফুলটি অনেকদিন আমি দেখিনি হঠাৎ করে আজ দেখে ফটোগ্রাফি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই ফুলটা উনাদের ভালো লাগবে আর যদি এই ফুলের ভিন্ন কোন নাম থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।
এই ফুলটির নাম আমার জানা নেই তবে ফুলটি দেখতে বেশ সুন্দর এবং এই ফুলের ভিতর গাছে কিছু ছোট ছোট কাটা থাকে কাঁটা গুলো অনেক শক্ত। তবে এর ভিন্ন রকম ফুল আমি দেখেছি কয়েকটা রকমের ফুল হয়ে থাকে। যদিও এই ফুলটি লাল আবার অথবা একটু হালকা গোলাপি বলা যেতে পারে। যদি এই ফুলের নাম কারো জানা থাকে অবশ্যই আপনার আমাকে জানাবেন। এই ফুলের নাম জানার আশায় অপেক্ষায় থাকলাম। এই ধরনের ফুল গুলো বেশিরভাগ মানুষ নিজের বাড়ির আশেপাশে লাগিয়ে থাকেন। বিশেষ করে সৌখিন যারা তারা বেশি লাগিয়ে থাকে।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। |
---|
ডিভাইসের নাম | Poco |
---|---|
মডেল | M2 |
ফটোগ্রাফার | @tuhin002 |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
লোকেশন | https://w3w.co/midsized.handbasket.mastering |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
https://twitter.com/ABashar45/status/1728027575195238464?t=WoP04h2e0Y-AEIgH6WNOMw&s=19
প্রতিনিয়ত ফটোগ্রাফি পোস্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আজকে আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন।শীতের মৌসুমে অনেক সবজি পাওয়া যায় এবং সেই সবজিগুলোর ফুলগুলি কিন্তু দারুন দারুন হয়ে থাকে। যেমন শিম গাছের ফুল। দ্বিতীয় ফুলটি আমারও নাম জানা নেই কিন্তু ভাইয়া এই ফুলগুলি ছোটবেলায় অনেক দেখেছি। আমাদের বাড়ির সামনেই ছিল। আমিও মালা গাঁথতাম ছোট মানুষের মত। ঝোপের মতো লাগলেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে আমার। আমাদের সকলের বেশ পরিচিত গাঁদা ফুল কিন্তু গাঁদা ফুল সম্পূর্ণ ফোটে নাই। ফুটলে আরো সুন্দরভাবে ফুটে উঠতো মোরগ ফুল ছোটবেলায় অনেক লাগাতাম। আজকে অনেকদিন পর আপনার মাধ্যমে মোরগ ফুলটি পেলাম এবং এই ফুল দিয়ে রান্না করতাম। বেশ দারুন শৈশবের কথা মনে করায় দিলেন । আপনি তথাপি দারুন ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন
আসলে ভাই এখনও কিছু কিছু কাজগুলো দেখলে বা করলে সেই ছোটকালে কথা মনে পড়ে যায়। ছোটবেলার শৈশব গুলো ভুলে যাওয়া কঠিন। মানুষ যখন কষ্টে থাকে তখন সুখের কথাগুলো তার বেশি মনে পড়ে। ছোটবেলার জীবনটা কত সহজ সরল ছিল। মোরগ ফুল নিয়ে আমরা অনেক খেলা করেছি। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ফটোগ্রাফী পোস্ট করে দেখে এর সৌন্দর্য উপভোগ করতে বরাবরই আমার খুব ভালো লাগে।
অন্যের ফটোগ্রাফি দেখে ভালো ফটোগ্রাফি করার নতুন নতুন আইডিয়া খুঁজে পাই।
আজ আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিল।
বিশেষ করে সিম্পল এবং কাটা মুকুট ফুল অসাধারণ।
কিছু কিছু জিনিস থেকে যেগুলো সিম্পল হইলেও সেগুলো দেখতে সুন্দর লাগে। আসলে মানুষ সম্ভবত সুন্দরি পূজারী। সুন্দর কিছু দেখলেই ভালো লাগে। আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাই।
ভাইয়া আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। আমার কাছে সব গুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। শীতের মৌসমে এখন বিভিন্ন ধরনের ফটোগ্রাফি পাওয়া যায়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
শীত আসলেই যেন চারিদিকে প্রকৃতিটা একটু ভিন্ন রূপে নেয়। আরে রূপের মধ্যে সবচেয়ে সৌন্দর্য রূপ হল ফুলের ফটোগ্রাফি। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো আপনার ভাল লেগেছে সেটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাই।
সিমের সিজন চলে এসেছে। আমাদের গাছেও দেখলাম সিমের ফুল ছেড়েছে। আপনার ফটোগ্রাফি ভালো ছিল ভাইয়া। গ্রামীণ পরিবেশের ফিল পেলাম 🍀
আপনাকে অনেক ধন্যবাদ ভাই খুবই চমৎকার মন্তব্য করার জন্য।
আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। বিশেষ করে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। এছাড়াও মোরগ ঝুটি ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। শীতকালীন সবজি শিমের ফুলের ফটোগ্রাফি নিলেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে এটা জেনে আমারও বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই ৷ আপনার
তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর
হয়েছে ৷ আমার ভীষণ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো ৷
বিশেষ করে ফটোগ্রাফির সাথে সুন্দর বিবরণ আরো বেশি
সুন্দর হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার সব
ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
সব সময় চেষ্টা করে যাই ভাই সবসময় ভালো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির প্রতিটা ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। ২নং ফটোগ্রাফির ফুলের নাম মাধবীলতা ফুল আর এই ফুল আমার সবচেয়ে প্রিয়। এছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনার মত আমারও মাধবীলতার ফুলটি খুবই ভালো লাগে। একটা সময় এই ফুলের মালা গেঁথে নিজের ভালো লাগার মানুষের দিয়েছি। ধন্যবাদ শমৎকার মন্তব্য করার জন্য।