আমার স্বরচিত কবিতা:- শিশির ভেজা।
আমি @tuhin002
from Bangladesh
০৩ কার্তিক মাস ১৪৩০ বঙ্গাব্দ।
০২ রবিউস সানি ১৪৪৫ হিজরি। ১৮ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ।
বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |
---|
আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতাটি শেয়ার করবো, কবিতার নাম " শিশির ভেজা" আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
ঘুম থেকে জেগে উঠে দেখি কুয়াশাচ্ছন্ন আকাশ
চারিদিকে অন্ধকার সাদা মেঘের মতো ভেসে বেড়াচ্ছে
শীতের একটু আভাস পেলেই যেন
চারিদিকে বৃষ্টির মত শিশির পড়ে যায়।
পথিকের পায়ের পাতার সাথে ভেজা শিশির
মনে হয় যেন একরাশ বৃষ্টির ছোঁয়া।
যখন সূর্য ওঠে চারদিকে আলো পড়ে
পড়ে থাকা শেষের বিন্দুর উপরে
দূর থেকে দেখলে মনে হয় যেন
সোনা গুলো ঝিকিমিকি করে।
শীতের সকালে ধানের মাঠে শিশির ভেজা
কৃষকেরা যায় শিশির ভেজা মাঠে
ধানের শিষের ওপর জমে থাকে
শিশির ভেজা বিন্দুর একরাশ ছোয়া।
যা মুগ্ধ করে পথের পথিককে।
শিশির ভেজা রাত্রেবেলা মনে পড়ে যায়
ছোটবেলায় বকুল ফুলের মালা গাথার কথা
শিশির গুলো টপটপ করে পড়তে থাকে
তবুও শিশির ভেজা তোমাকেই তো ভালো লাগে।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco M2 |
লেখক | @tuhin002 |
লোকেশন | মেহেরপুর |
আজ আবারও শিশির ভেজা নিয়ে একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আশা করি এই কবিতাটি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হবো, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1714647236355965180?t=4_Y1wnBvQWUtMdW0bWtF-w&s=19
খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো শীতের সকালের অনুভূতি নিয়ে বেশ সুন্দর কবিতা লিখেছেন ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর একটি কবিতা লিখলেন শিশির ভেজা খুবই ভালো লাগলো কবিতা পড়ে। সামনে শীতকালে আসতেছে। শীতের দিনে শিশির ভেজা যে কোন ফুল এবং ঘাস দেখতে খুবই ভালো লাগে। আপনি দারুণ লিখেছেন কবিতাটি। কবিতাটি পড়তে খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।