আমার স্বরচিত কবিতা :- স্বার্থপর

in আমার বাংলা ব্লগlast year

আমি @tuhin002
from Bangladesh
০৫ ভাদ্র মাস ১৪৩০ বঙ্গাব্দ।

০৩ সফর ১৪৪৪ হিজরি। ২০ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


Earthy Neutral Watercolor Floral Wedding Thank You Card_20230820_112903_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি

আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি শেয়ার করবো একটি কবিতা, কবিতাটির নাম " স্বার্থপর " আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


স্বরচিত কবিতা- স্বার্থপর
লেখা - তুহিন খান

মানুষ আমরা স্বার্থপর
চাই না ভালো কারো আর।
কেউ যদি খায় মাছ ভাত
পাশের বাড়িতে হয় গোস্ত ভাত।
কেউ দেখিতে চায় না আর
কারো ভালো থাকার জীবন


জন্ম হতে স্বার্থের জন্ম
জানিনা এর শেষ কোথায়?
দুদিনের এই দুনিয়াতে
বাঁচতে এসে করছি কত লড়াই।


ভাইয়ে ভাইয়ে যত লড়াই
সবই এই স্বার্থপরতাই
জীবনের এই স্বল্প সময়ে
পরকে আপন করে সবাই।


নিজের রক্তকে আড়াল করে
যায় কিনতে দূর সম্পর্কে
জীবনটা বড় ধোঁকা
যে জানে না সে বোকা।


স্বার্থপর মানুষগুলো
যাই ভুলে অন্যের ভালো
দেখা যায় সব পেয়েছে
বাস্তবে কি তাই মিলে
মানুষ গুলো অনেক বোকা
স্বার্থ নিয়ে থাকতে চাই একা।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর
আজ আবারও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম, স্বার্থপর । যদি আপনাদের কাছে ভালো লাগলে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে,আপনাদের সামনে হাজির হবো, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Sort:  
 last year 

আসলে আমাদের এই দুনিয়ায় স্বার্থপর মানুষের অভাব নেই। স্বার্থপর মানুষ প্রত্যেকটা জায়গায় রয়েছে। আপনি স্বার্থপর নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর করে লেখার কারণে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। এরকম কবিতা গুলো লিখলে সত্যি অনেক বেশি সুন্দর হয়। প্রত্যেকটা লাইন অনেক সুন্দর করে লিখার কারণে ভালো লেগেছে আমার কাছে।

 last year 

বর্তমান যে যুগ চলছে আপু তাতে স্বার্থপর না হলেও হয় না। আমার নিজের স্বার্থ দেখতে গিয়ে অন্যের স্বার্থকে মানুষ ক্ষতি করে ফেলছে এটাও ঠিক না। তারপর একটা কথা থাকে দুনিয়াটা হলে একটা স্বার্থের জায়গা যেখানে স্বার্থ আছে সেখানে মানুষ রয়েছে। স্বার্থ ফুরিয়ে যাবার শেষ হতে না হতেই মানুষ দূরে সরে যায়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

নিজের রক্তকে আড়াল করে
যায় কিনতে দূর সম্পর্কে
জীবনটা বড় ধোঁকা
যে জানে না সে বোকা।

আমাদের পুরো জীবনটা ধোকায় ভরপুর।
মূলত এই ধোঁকাগুলো তৈরি হয় আমাদের স্বার্থের জন্য। স্বার্থ ছাড়া আমরা কিছুই বুঝিনা যেখানে লাভ আছে শুধু সেখানেই ঘোরাঘুরি করে। স্বার্থের জন্যই এতটা অমিল খুঁজে পাওয়া যায় আমাদের মাঝে।
দারুন লিখেছেন ভাই কবিতাটি বিশেষ করে উপরের লাইনগুলো।

 last year 

আসলে ভাই আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আমাদের নিজের সম্পর্কটাকে দূরে সরিয়ে দেয়৷ কিন্তু আমরা বুঝতে চাই না যে পর কখনো আপন হয় না। আল্লাহ আমাদের সবার বোঝার তৌফিক দান করুক।

 last year 

আপনি কবিতার মধ্যে বাস্তব কথাগুলো তুলে ধরেছেন। আসলেই আপনি একটি ছোট্ট শিশু বাচ্চাকে কোন 5 টাকার নোট দিয়ে তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন সে দিতে চাইবে না । সেজন্য জন্ম থেকেই স্বার্থ বিষয়টি চলে আসে এটাই বাস্তবতা তবুও এর মধ্যে ভালো থাকার চেষ্টা করতে হবে ভালো লাগলো কবিতাটি পড়ে।

Posted using SteemPro Mobile

 last year 

মানুষ পৃথিবীতে এসেছে নিজের জন্য। আরে নিজের জন্য শুধু স্বার্থের দিক থেকে। আপন ভালো সবাই বোঝে। কিন্তু বুঝতে পারিনা আমরা পরকালকে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

মানুষ এখন নিজের স্বার্থের পিছনে ঘুরে। নিজের স্বার্থের জন্য অন্য কাউকে খুব সহজেই ক্ষতি করতে পারে। মানুষের কাছে এখন নিজের স্বার্থটাই সবচেয়ে বড় কিছু।এই স্বার্থপরতার জন্য মানুষের মনুষত্ববোধ বলতে আর কিছু থাকছে না।আপনার কবিতার মাধ্যমে এই কথাগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

স্বার্থপরতা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে, নিজের মা-বাবাকেও এই থাবা থেকে কেউ বাঁচাতে পারছে না। নিজের স্বার্থের জন্য নিজের সন্তান বাবা-মা সবাইকে মানুষ হত্যা করতে পারে এমন একটা অবস্থা বিরাজমান আমাদের সমাজে।

 last year 

সত্যি ভাইয়া আপনি বাস্তব একটি কবিতা লিখেছেন। আসলে দুদিনের দুনিয়ায় আমরা কতো না বাহাদুরি করি। আমরা রক্তকে সত্যি আড়াল করে রাখতে চায়। কবিতার প্রতিটি লাইনি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা উপহার দেওয়ার জন্য।

 last year 

কবিতা লেখার সময় স্বার্থপরতা এইগুলো নিয়ে একটু ভাবছিলাম আপু। তখন মনে হল আজকে এই নিয়ে কবিতা লিখব তাই লেখা শুরু করে দিলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার কবিতা লেখা খুবই দারুন ছিল। আসলে বর্তমান সময়টা এমনই কেউ কারো ভালো মন্দ খেয়াল রাখে না। পাশের মানুষ কি খাচ্ছে সে খেয়াল রাখে না। বলতে গেলে পুরো দুনিয়া টা স্বার্থপরে ভরে গেছে। অসাধারণ একটি কবিতা লিখলেন স্বার্থপর নিয়ে। অনেক ভালো লেগেছে আপনার কবিতা পড়ে।

 last year 

কথায় আছে খাও দাও ফুর্তি করো, নিজের পেট ভরো অন্য কি খেলো তা দেখার দরকার নেই। এটা হল স্বার্থের দুনিয়ার মানুষের কথা। পাগলেও স্বার্থ বোঝে। স্বার্থ ছাড়া মানুষ একটা পা সামনের দিকে এগিয়ে যায় না। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে মামা। আসলে এই কবিতাটি বাস্তবের সাথে এখন অনেক মিল রয়েছে। আপনি একদম ঠিক বলেছেন মামা, যত সব লড়াই এখন নিজের আপন ভাইয়ের সাথে মানুষের বেশি সংঘর্ষ হয়। এটা ঠিক মানুষ স্বার্থ না হলে কোন কিছুই করে না। ধন্যবাদ দারুন একটি কবিতা শেয়ার করার জন্য

 last year 

স্বার্থপরতা মানুষকে দিন দিন এতটাই নিচে নামিয়ে দিচ্ছে যে পশুর সাথে তুলনা করলেও পশুর অসম্মান হবে। আমরা মানুষ আমাদের বিবেক আছে আমাদের বোধ আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক মানুষের মতো মানুষ হওয়ার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।