ডাই পোস্ট :- টিস্যু দিয়ে গোলাপ ফুল তৈরি।
" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "
আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
১৭ জিলহজ্জ ১৪৪৪। ২২ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ।
০৭ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ।
ষড়ঋতুর আষাঢ় মাস। |
---|
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ... |
---|
স্বহস্তে বানানো ডাই পোস্ট
আমি আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি ডাই পোস্ট । আজকে আপনাদের মাঝে আমি একটি ব্যতিক্রমধর্মী ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। তাই আজকে আমার তৈরিকৃত ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
উপকরণ সমূহ । |
---|
ক্রমিক নম্বর | উপাদান |
---|---|
১ | টিস্যু পেপার। |
২ | কলম। |
৩ | আঠা। |
৪ | কেঁচি। |
৫ | ঢাকনি। |
৬ | গ্লাস। |
১ নং ধাপ। |
---|
প্রথমে আমি একটি টিস্যু পেপার নিয়েছি। এরপরে এই টিস্যু পেপারটি চারটি ভাজে ভাজ করে নিয়েছি।
২ নং ধাপ। |
---|
এবার ভাঁজ করা টিস্যু পেপার এর উপরে একটি ঢাকনা রেখেছি। ঢাকনাটির চারপাশে কলম দিয়ে বৃত্ত এঁকে নিয়েছি।
৩ নং ধাপ। |
---|
টিস্যু পেপারের ওপরে কলম দিয়ে বৃত্ত এঁকে নেওয়ার গোল অংশটি সুন্দর করে কেঁচি দিয়ে কেটে নিয়েছি।
৪ নং ধাপ। |
---|
গোল করে কেটে নেওয়া টিস্যুটি ভাঁজ গুলো আলাদা করে নিয়েছি। যাতে খুব সহজেই নিজের কাজে ব্যবহার করা যায়।
৫ নং ধাপ। |
---|
এরপরে একটি কাছের গ্লাস নিয়েছি। এখন কাছের গ্লাসের মুখের উপরে গোল করা টিস্যু গুলো আটা দিয়ে একটি একটি করে লাগিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত গ্লাসের মুখ পরিপূর্ণভাবে গোল টিস্যু দিয়ে আবৃত না হওয়া ততক্ষণ পর্যন্ত আটা দিয়ে গোল টিস্যু লাগিয়েছি।
৬ নং ধাপ। |
---|
গ্লাসের মুখটি টিস্যু দিয়ে আবৃত করার ফলে একটা সময় পরিপূর্ণভাবে গ্লাসের মুখ পূর্ণ হয়েছে টিস্য দ্বারা।
৭ নং ধাপ। |
---|
এরপরে আমি টিস্যু দ্বারা পরিপূর্ণ গ্লাসের মুখ থেকে টিস্যু দিয়ে তৈরি ফুলটি বের করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ফুলে পরিণত হয়েছে। আর এভাবেই আমি টিস্যু দিয়ে গোলাপ ফুল তৈরি করেছি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
ডিভাইস | poco M2 |
---|---|
লোকেশন | মেহেরপুর |
ফটোগ্রাফি | ডাই পোস্ট |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
অও,অসাধারণ হয়েছে আপনার তৈরি সাদা গোলাপ ফুলটি।টিস্যু পেপার দিয়ে তৈরি করা ফুলটি মনে হচ্ছে সত্যিকারের ফুল।এটা তৈরি করা বেশ সময়সাপেক্ষ বিষয়।লেবু গাছের থেকে গলগুলে গাছে গোলাপ ফুলটি বেশ মানিয়েছে।ধন্যবাদ ভাইয়া।
জি আপু এটা তৈরি করতে অনেক সময় লেগেছে। এরপর তৈরি করেছি এবং আপনাদের যে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগছে নিজের কাছে। ধন্যবাদ আপু।
https://twitter.com/ABashar45/status/1677240296399335425?t=bfNgE0t0pkCJYBDHRUct-Q&s=19
টিস্যু দিয়ে গোলাপ ফুল তৈরি অসাধারণ হয়েছে, দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করেছেন। দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। দেখে সত্যিকারের সাদা গোলাপের মতোই লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গোলাপ তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য করার জন্য।
টিস্যু দিয়ে গোলাপ ফুলটি খুব সুন্দর হয়েছে।তবে লাল কালারের কাগজ দিয়ে করলে গোলাপটি আরো বেশ ফুটতো।আপনি খুব সময় নিয়ে কাজটি করলেন।তাইতো সাদা গোলাপ করে ফেললেন।দারুন হয়েছে সাদা গোলাপটি।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপু ইচ্ছা ছিল সাদা কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করবো। তাই সাদা কাগজ দিয়ে তৈরি করেছি। ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য।
আমি প্রথমে ভেবেছিলাম এটি একটি গাছে সদ্য ফোটা একটি সাদা গোলাপ।পোস্ট টি ভালো করে পড়ার পর বুঝতে পারলাম এটি টিস্যু দিয়ে তৈরি করা গোলাপ।ভাইয়া আপনার তৈরি করা গোলাপ টি দেখতে এতটাই সুন্দর হয়েছে তা বলে বোঝাতে পারবো না।অসাধারণ একটি ফুল তৈরি করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।
আমার তৈরি গোলাপটি আপনার ভালো লেগেছে আপু এটা জানার পরে নিজেকে সার্থক মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য ।
টিস্যু দিয়ে এত সুন্দর গোলাপ ফুল তৈরি করা যায় আমার জানা ছিল না ভাই। সত্যিই অসাধারণ হয়েছে এই সাদা গোলাপটি। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার পোস্টের মাধ্যমে টিস্যু দিয়ে তৈরি নতুন একটি জিনিস শিখতে পারলাম।
চেষ্টা করেছি ভাই ইউনিট কিছু করতে, আপনার মন্তব্যতে আমি বুঝতে পেরেছি সেটা হয়তো আমি পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
সত্যি কথা বলতে, যেভাবে গাছের মধ্যে রেখেছিলেন, আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। পরে দেখে বুঝতে পারলাম আপনি টিস্যু দিয়ে গোলাপ ফুল তৈরি করেছেন। সত্যি যে কেউ দেখলে বাস্তবিক ফুলের সাথে টিস্যু দিয়ে তৈরি করা গোলাপ ফুলটি গুলিয়ে ফেলবে। আমার তো একেবারেই বিশ্বাস হচ্ছে না, এটা আসলে টিস্যু দিয়ে তৈরি। পাতার মধ্যে রেখে ফটোগ্রাফি করার কারণে অনেক বেশি ভালো লেগেছে।
সত্যি কথা বলতে ভাই যখন এটি তৈরি করি তখন বুঝতে পারছিলাম না এতটা ভালো করতে পারবো।তৈরি করার পরে যখন গাছের লতার উপর রেখে ছবি তুললাম তখন আমার নিজের কাছেই মনে হয়েছিল যে সত্যি গোলাপ ফুল? নাকি টিস্যু দিয়ে তৈরি এটি।
টিসু পেপার দিয়ে বেশ সুন্দর একটি সাদা গোলাপ তৈরি করেছেন। দেখে বেশ সুন্দর লাগছে। বেশ সাবধানে করতে হয়েছে আপনাকে গোলাপ তৈরির কাজটি।টিসু দিয়ে সাদা গোলাপ তৈরির বিভিন্ন ধাপ শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার চমৎকার মন্তব্য করার জন্য।