জেনারেল রাইটিং:- সরলতা নিয়ে মানুষকে বোকা বানাতে যাবেন না,তাহলে নিজেই ধোঁকায় পড়বেন।

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আলোচনা করবো সরলতা নিয়ে মানুষকে বোকা বানাতে যাবেন না,তাহলে নিজেই ধোঁকায় পড়বেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...


20230922_102131_0000.png

Source


প্রতিদিনের মতো বিকেলের দিকে নিজের পরিবারের সমস্ত কাজকর্ম শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে আমি স্কুলের দিকে বেড়াতে যাই। দিনটি ছিল মঙ্গলবার। ঐদিনও আমি তার ব্যতিক্রম ছিলাম না। আমাদের স্কুলের দিকে বিকেল বেশ জাঁকজমকপূর্ণ একটা জায়গা। বিশাল খেলার মাঠ অনেক গুলো দোকানপাট রয়েছে। সেখানে বসে সবাই নিজেদের মতো নিজেরা আড্ডা দিয়ে থাকেন। আমাদের গ্রামের মানুষ খুব সহজ সরল এবং খুব সূলভ আচরণের মানুষ। এই মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ রয়েছে। আর এই কারণে এত ভালো লাগে আমাদের গ্রামকে। প্রতিদিন বিকেলে আমরা যারা আমার ছোট বা বড় আছে সবাই একসাথে মিলেমিশে আমার গল্প গুজব করে থাকি। আজ স্কুলের ওই বিশাল মাঠের সবাই ফুটবল খেলে বা কেউ ক্রিকেট খেলে কেউ ভলিবল খেলে। যার যখন যেটা ইচ্ছে হয় তখন তারা সেখানে খেলে থাকে। আর এই খেলা গুলো দেখার জন্য অনেক মানুষ বসে থাকে। সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এই বিকেল বেলায়, যেটা আমার খুব ভালো লাগে।


মঙ্গলবার দিন আমি দাঁড়িয়ে ছিলাম আমাদের একটা বড় ভাইয়ের দোকানের সামনে। ঠিক ওই সময় আমার একটা ভাগ্নে মোটরসাইকেল নিয়ে সামনে দাঁড়ালো। প্রতিদিনের ন্যায় সে একই ধরনের আচরণ আমার সাথে করতে লাগলো। আমি তাকে বললাম কি অবস্থা? উল্টো আমাকে সে বলে আপনার কি অবস্থা তাই বলেন। আমি তাকে বললাম বেশতো ভালো। আমাকে বলছে মামা আমার সাথে একটু যেতে হবে যাবেন? তখন আমি তাকে বললাম কোথায় যেতে হবে ভাগ্নে? সে আমাকে বলে বেশি দূরে না এইতো একটু পাশে যেতে হবে। আমি আগে থেকে জানতাম সে একটু মজা করতে পারে আমাকে নিয়ে। এজন্য আমি তাকে বারবার জিজ্ঞাসা করলাম, সে বারবার আমাকে একই উত্তর দিল। আসলে সে আমাকে যে জায়গায় যেতে বলছিল সেটা আমাদের গ্রামের ভেতরে অর্থাৎ গ্রামের শেষ মাথায়। বারবার অনুরোধ করার পরে তার কথা রাখলাম এবং আমি তার মোটরসাইকেলের পিছনে উঠলাম। আপনার এখানে একটু বলে রাখি আমি ঐদিন লুঙ্গি পরে আমার গায়ে গেঞ্জি ছিল। সে আমাকে কোথায় নিয়ে যাবে তাকে বারবার জিজ্ঞাসা করার উদ্দেশ্যে হয়েছিল এটা যে আমার পরনে লুঙ্গি এবং গেঞ্জি ছিল। কারণ তার কথার কোন ঠিক নেই, সে যদি বলে এক জায়গায় নিয়ে যাব আপনাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। যেখানে আমরা যাচ্ছি সেটা এখান থেকে তিন কিলোমিটার দূরে।


আমার সাথে আর একটা ভাই ছিল। তার মোটরসাইকেল চালানো ভাব দেখে মনে হয়েছিল যে, সে আমাকে ধোঁকা দিচ্ছে। অর্থাৎ সে মিথ্যা কথা বলে সে আমাকে যেখানে যাওয়ার কথা ছিল তার থেকে অন্য জায়গায় নেয়ার উদ্দেশ্য তার। আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গা পৌঁছানো ঠিক দুই মিনিট আগে আমি তাকে বললাম, সত্যি করে বলতো তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস। সে আমাকে বলে আপনি চুপ থাকেন যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবে আপনার কিছু বলার আছে। আমি ওকে বারবার বললাম দেখ ভাগ্নে আমার পরনে গেঞ্জি এবং লুঙ্গি আছে এভাবে যাওয়াটা কেমন হয় না। আসলে এভাবে যদি দূরে কোথাও যাওয়া যায় তাহলে নিজের কাছে একটু নার্ভাস লাগে। তারা বেশ পরিপাটি হয়েই যাচ্ছে। আর আমি একদম স্বাভাবিক যেভাবে গ্রামের বেড়ানো যায় ঠিক সেভাবেই তৈরি হয়ে আছি। আর তার এই আচরণ দেখে আমি তাকে বললাম তুই মোটরসাইকেল থামা আমি নেমে যাবো। উল্টা সে আমাকে বলে আপনি যদি নেমে যেতে পারেন তাহলে নেমে যান। এদিকে গাড়ি 60 কিলোমিটার বেগে গতিতে চালিয়ে নিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম আমার সাথে সে বিটলামি করলো। আমি তাকে সরল ভাবে বিশ্বাস করেছিলাম অথচ সে আমাকে বোকা বানানোর চেষ্টা করল।


এখন কি আর করার কিছুই করার নেই, যেতেই হবে তার সাথে। পথে যাওয়ার উদ্দেশ্য বুঝতে পারলাম সে আমাদের শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। আর ওখানে আমাকে এভাবে বোকা বানিয়ে নিয়ে যাবে বলেই সে এই কাজটা করলো। আমিও নিজেকে বোকা বানিয়ে রাখলাম। মনে মনে ভাবলাম আসলে তুই আমাকে কোথায় নিয়ে যাস আগে সেটাতো দেখি। তা নিজের কাজ উদ্ধার করার জন্য আমাকে এভাবে নিয়ে এসেছিল পাশাপাশি আমাকে বোকা বানানোর জন্য। আমি মনে মনে একটি পরিকল্পনা করলাম যে কিভাবে ওকে শায়েস্তা করা যায়। তার উপরে আমি প্রচন্ড পরিমান রাগান্বিত হলাম ইচ্ছা করে। আর সে বরাবরই জানে যে আমার অনেক রাগ। আর রেগে গেলে মাথায় কাজ করে না। এরপরে সে তার নিজের কাজগুলো শেষ করার পরে, আমাকে বলল মামা আপনি আর রাগ করেন না। আমাকে আর কিছু বলেন না, আমি লজ্জিত। সে জানে যে মামা কে ঠান্ডা করতে হবে এখন থেকে মিষ্টি খাওয়াতে হবে কারণ আমি মিষ্টি খেতে বেশি পছন্দ করি। তাই সে আমাদের শহরে সব থেকে ভালো মিষ্টি দোকানে নিয়ে গেল। এবারে আমার মাথায় একটা বুদ্ধি খুললো যে এই কে এবার কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার জানা হয়ে গেছে।


আমরা তিনজন যে টেবিলে বসলাম। ওখানে লোক ছিল তাকে ডেকে বলল আমার মামা যে মিষ্টিগুলো খাবে সেসব মিষ্টি গুলো এনে সামনে দেন। আমাকে বলল মামা আপনি রাগ করেন আপনার যতটুক মিষ্টি খাওয়া দেখা পানে ততটুক মিষ্টি খান। এবার আমি মিষ্টি খা আরম্ভ করে দিলাম। আমার সাথে সাথে আমার ভাগ্নে এবং আর একটা ভাই ছিল সেও মিষ্টি খেলো। তারা দুইজন মিলে তিনটা মিষ্টি খেয়েছিল। আমার মিষ্টি খাওয়ার ভাব দেখে সে রীতিমতো একটু ঘাবড়ে গিয়েছিল। তার মনে ছিল না তার কাছে কত টাকা রয়েছে। আমি মিষ্টি খাওয়া শেষে যখন বিল দিতে গেল। তখন ম্যানেজার বলল যে চারশত পঞ্চাশ টাকা বিল হয়েছে। মানুষের কাছে সব সময় টাকা থাকে না। আমার ভাগ্নার কাছে সবসময় অনেক টাকা থাকে কিন্তু ঐদিন হয়তোবা তার কাছে তেমন টাকা ছিল না। এই টাকার কথা শুনে তার মাথায় বজ্রপাতের মত যেন বাঁশ পড়লো। তার কাছে ছিল দুইশোত টাকা। এবার সে বিকাশে থেকে টাকা উঠে তারপরে ম্যানেজারকে টাকা দিয়ে ওই হোটেল থেকে বের হয়ে আসে।


এরপরে আমাকে বলে মামা আমার ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন। আমি আর কখনোই আপনার সাথে এমন আচরণ করবো না। তখন আমি তাকে বললাম দেখ ভাগ্নে আমি সরল ভাবে তোকে জিজ্ঞাসা করেছিলাম তুই আমাকে কোথায় নিয়ে যাবি, অথচ তুই কাজটা করলে কি? তাই আমি তাকে বলেছিলাম সরলতা নিয়ে মানুষকে কখনো বোকা বানাতে যাবে না নিজেই বোকা হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ হয়েছে যারা ভাল মানুষ সহজ সরল। আর এসব মানুষগুলোকে নানান ভাবে তাদেরকে বোকা বানাতে চেষ্টা করে৷ কিন্তু পরক্ষাতে দেখা যায় যে এসব লোকগুলো ধোঁকায় পড়ে যায়।


ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আমি আপনার সাথে একমত। খুব সুন্দর একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন এই পোস্টের মধ্য দিয়ে। বর্তমান দুনিয়া চিটার বাটপার ধোকাবাজার সংখ্যা অনেক বেশি। অনেকে মনে করে মানুষকে ঠকিয়ে যেন লাভ করলাম কিন্তু নয় পরিনামে নিজেই ক্ষতিগ্রস্ত হতে হয়। তবে যাই হোক আপনাদের মামা ভাগ্নের ঘটনাটা কিন্তু আমার কাছে বেশ চমৎকার লেগেছে। কোথায় আছেনা যখন প্রয়োজন তখন থাকে না। আপনার ভাগ্যের সব সময় টাকা থাকলেও বিল পরিশোধের সময় টাকা ছিল না বিকাশ থেকে টাকা তুলতে হলো আর এটাই ছিল তার শাস্তি।

 11 months ago 

কিছু সময় ইচ্ছা না থাকলেও কিছু মানুষকে কিছু জটিল পরিস্থিতিতে ফেলতে হয়, কারণ তাকে শিক্ষা দেয়ার জন্য। আমিও তার সাথে ঠিক তেমন কাজটি করেছিলাম। ভাই কমেন্টের কিছু বানান ভুল আছে ঠিক করে নিবেন। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

আপনার ভাগিনা আপনার সাথে তাহলে খুব মজাই করল। একটু সামনে যাবে বলে সে আপনাকে অনেক দূর নিয়ে গেল। যদিও আপনার পরনে লুঙ্গি এবং গেঞ্জি ছিল। আসলে এরকম কারো সাথে কখনো করলে মানুষের মনে কষ্ট যায়। আপনারা তো মিষ্টি খেয়ে আপনার ভাগিনা কে ভালোই ধরা দিলেন। এবং মিষ্টির টাকা দিতে সেই বিকাশ থেকে টাকা তুলেছেন । যাইহোক আপনার ভাগিনা তার ভুল বুঝতে পেরেছেন। তবে এটি ঠিক বলেছেন সরলতা নিয়ে কাউকে বোকা বানানো ঠিক না। ধন্যবাদ আপনাকে সুন্দর করে পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

মামা বলে হয়তোবা সে আমার সাথে ঠাট্টা মনে করে করতে পেরেছে। যদি সে এই কাজটি অন্য কারোর সাথে করত তাহলে কেমন দেখাতো। সে যেন পরবর্তীতে এই ধরনের কাজ সে অন্য কারোর সাথে না করে তার জন্যই তাকে শাস্তি দিয়েছিলাম। ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করেছেন।

 11 months ago 

আপনি ঠিক বলেছেন সরলতা নিয়ে মানুষকে বোকা বানাতে যাবেন না। আপনার ভাগিনা যেমন আপনাকে বোকা বানিয়েছে। যদিও আপনি বারবার জিজ্ঞেস করেছেন কোথায় জাওয়া হচ্ছে। কিন্তু সে কোথায় যাচ্ছে আপনাকে বলেনি। আসলে এরকম দুষ্টামি গুলো ভালো না। এবং কি আপনি লুঙ্গি এবং গেঞ্জি পরা ছিলেন। যাইহোক খুব মজা করে মিষ্টি খেয়েছেন ৪৫০ টাকার। আপনার ভাগিনা টাকা দেওয়ার সময় নিজে ও বেকুব হয়ে গেল। যাইহোক লাস্ট পর্যন্ত আপনার ভাগিনা টাকাগুলো দিয়েছে। এমনিতে সরলতা নিয়ে কারো সাথে দুষ্টামি করা ঠিক না। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দরভাবে মন্তব্য করার জন্য।

 11 months ago (edited)

ভাই আমি ফ্রি ইমেজই নিতে চেয়েছি, হয়তোবা এটা আমার বোঝার ভুল ছিল ভাই। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47