নাটক রিভিউ :- আরমান ভাই হানিমুনে। শেষ পর্ব।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (১৯ - ০৯ - ২০২৩)


Screenshot_2023-09-19-05-48-19-642_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" আরমান ভাই হানিমুনে। এটি এই নাটকের শেষ পর্ব।" নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নামআরমান ভাই হানিমুনে - শেষ পর্ব।
পরিচালকসাগর জাহান।
অভিনয়জাহিদ হাসান, তিশা, আরফান,মুনিরা,মিঠু, বাদল, সাগর জাহান,ডাক্তার এজাজুল হক ও আরো অনেকে।
দৈর্ঘ্য৪৩ মিনিট ৪৬ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ২৬ জুন ২০২০ ইং।


নাটকের সারসংক্ষেপ ।


IMG_20230919_062908.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এই নাটকের প্রথমেই দেখা যায় শারিকা কার সাথে যেন ফোন করছে। সারিকার পেছনে দাঁড়িয়ে আছে আরেফিন এবং জাহিদ হাসান। জাহিদ পিছনে দাঁড়িয়ে তার সব কথাগুলো শুনলো। এরপর জাহিদ হাসান তার পাশে বসে তার কথা গুলো শুনে তার সাথে তেমন কোন কিছু আলাপ না করে তাকে লাচি খাওয়ার জন্য তার হাতে এক বোতল লাচ্চি দিল। আর বেশ কিছু অন্য কথা বলে তার সাথে একটু হাসাহাসি করে সেখান থেকে আরেফিন এবং জাহিদ হাসান চলে আসলো।


IMG_20230919_062837.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এই নাটকের প্রথম থেকে বাদল নামের এই লোকটি জাহিদ হাসানের সাথেই থাকে। অবশ্য সে সব সময় জাহিদা হাসান এবং তিশার ভালো চাই। আর এর জন্য জাহিদ হাসান যদি কোন কিছু করে তাহলে সেই কথা সে তিশার কাছে বলে থাকে। গত পর্বে সারিকা জাহিদ হাসানের হাত ধরেছিল আর এই বিষয়টি বাদল দেখেছিল। আর সে যা দেখেছে ঐদিন আজকে তিশার কাছে এসে সব কিছু খুলে বলল। যদিও ব্যাপারটি তেমন কিছু ছিল না কিন্তু সে দেখেছে তাই তিশার কাছে বলবে এটা তার আগের থেকে এটা বলে সে অভ্যস্ত। এবং এটা শুনে তিশা একটু মন খারাপ করলো।


IMG_20230919_062816.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এখানে জাহিদ হাসান যার সাথে বসে কথা বলছে উনি হল সারিকার মা। আসলে জাহিদ হাসান ওনার কাছে এসেছিল শালিকার বিয়ের বিষয় নিয়ে কথা বলতে। যেহেতু সারিকা একটা ছেলেকে ভালবাসে, সেই কথাটি তার মাকে বলতে পারেনা। জাহিদ হাসান এসে যখন উনার সাথে কথা বলে বিভিন্ন কথার মধ্য দিয়ে একটা সময় উনি খুব ইমোশন হয়ে পড়ে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে জাহিদ হাসান বলে আমি আপনাকে একটা কথা বলব কিছু মনে করবেন না, তখন উনি পারমিশন দেয় এবং জাহিদ হাসান বলে আপনার মেয়ের কি আপনি ভাল চান? যদি তাই চেয়ে থাকেন তাহলে তার ভালোবাসার মানুষটার সাথে থাকে মিলিয়ে দেন।


IMG_20230919_062501.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এদিকে কক্সবাজারে বেড়াতে এসে তিশার সেই পুরনো বন্ধুর সাথে সব সময় তিশা এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। যদিও এই ব্যাপারটি নিয়ে তাদের মধ্যে একটু সমস্যা সৃষ্টি হচ্ছে। তারপরও দুজন মান অভিমানে একে অপরে অন্য সাথে কথা বলে এভাবে সময় অতিবাহিত করছে। যদিও তাদের মধ্যে কোন প্রেমের সম্পর্ক নেই। তারা একে অপরের অনেক ভালো বন্ধু। আর তারা সব সময় নিজেদের পরিবারের জন্যই কিছু কথা বলে থাকে। আজকেও তারা তাদের নিজের ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে কথা বলছিল। তারপরেও এই সম্পর্কটা কিন্তু খুব ভালো নয়।


IMG_20230919_062041.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এরপরে এখানে তিশা ওই বাদলের কথা শোনার পরে জাহিদ হাসানের কাছে ফোন দিয়ে বলে, তুমি সারিকা নায়িকার সাথে ঘুরতেছো কথা বলছো হাত ধরাধরি করছো। এই কথা বলাতে জাহিদ হাসান বলে এই সম্পর্কে তোমাকে কে বলেছে? তখন তিশা বলে বাদল ভাই বলেছে। আর এই কথা শোনার পরে আরেফিন তাকে বালির মধ্যে গলা পর্যন্ত পুঁতে রেখে দিছে। আরেফিন বলে তোরা আমাকে ছেড়ে দে আমি এই বরিশাইলা নিয়া কি করব। এ শুধু গিরিঙ্গি দেয় ভাই এবং ভাবির মধ্যে। আমাদের ফেরেশতার মতো ভাইকে সব সময় ও সন্দেহ করে ওকে আজকে পুঁতেই ফেলবো। এই বলে তাকে গলা পর্যন্ত বালির মধ্যে পুঁতে রেখে দেয়।


IMG_20230919_062021.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এই নাটকের ডাক্তার এজাজুল হক এবং তার স্ত্রীর ১২-১৪ বছর বিয়ে হয়েছে কিন্তু কোন সন্তান হয় না। গত পর্বে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এবং কিছু কথা হয়ে যার। এই কারণে তারা একে অপরের মন খারাপ করে থাকে। এজাজুল হকের স্ত্রী যখন বাইরে দাঁড়িয়ে থাকে তখন জাহিদ হাসান তাকে দেখে তার সব কথা শুনে তাকে ঘরে নিয়ে আসে এবং তার স্বামীকে বলে ভাই আপনি এটা ঠিক করেছেন। এজাজুল হক তার ভুল বুঝতে পারে এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি অবসান ঘটায়। ডাক্তার এজাজুল হক তার ভুল বুঝতে পেরে জাহিদ হাসানের কাছে ক্ষমা চায় এবং তারা আনন্দের সাথে সংসার শুরু করাবার।


IMG_20230919_062004.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

সারাদিন এদিকে ওদিকে মানুষের উপকার করে এসে জাহিদ হাসান পাহাড়ে আসে। এসে দেখে তিশা চেয়ারে বসে আছে। যেহেতু জাহিদ হাসানের মন খারাপ তিশারও মন খারাপ। তাদের মধ্যে দু একটা কথা হতে হতে বেশ কিছু কথা হয়ে যায়। তখন জাহিদ হাসান রাগের মাথায় বলে তুমি না তোমার আগের বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করছো। একা আমি কি শুধু এই ধরনের কাজ করে বেড়াচ্ছি তুমি কি আমাকে দেখেছ কোন কিছু করতে। এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। উভয়ের রাগের মাথায় যা মুখে আসে তাই বলে বসে।


IMG_20230919_061944.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এই নাটকে সাদা পোশাকের একজন লোক প্রায় প্রায় জাহিদ হাসানের সামনে আসে। এবং অনেক ধরনের কথা বলে থাকে। আজকেও সে তাকে বলে তুমি খুব ভালো মানুষ, তুমি মানুষের সব সময় উপকার করো। তুমি নিজের পরিবারের কাছে সবসময় ভালো থাকার চেষ্টা করো সত্য মিথ্যা কথা দিয়ে। তোমাকে যেমন সবাই ভালবাসে, শত্রুরা তেমন তোমাকে অনেক ভয় পায়। কিন্তু তুমি তোমার নিজের স্ত্রীকে ভয় পাও। আসলে এই ভয়টা তোমার নিজের পরিবারের জন্যও ভয় পাওয়া। শুধু এই কারণে যে নিজের মধ্যে শান্তিরক্ষা করার জন্য। আসলে তুমি অনেক ভালো মানুষ এবং তোমার মনটা অনেক ভালো।


IMG_20230919_061924.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

সন্ধ্যা নেমে গেছে, জাহিদ আসার রুমে ফিরছে। ঠিক এমন সময় সারিকা সেই বন্ধু জাহিদ হাসান কে ডেকে বলে আরমান ভাই একটু শুনে যাবেন। তখন জাহিদ হাসান তার কাছে গিয়ে বলে ভাই কিছু বলবেন আমাকে। তখন জাহিদ হাসান বলে ভাই আপনার স্ত্রী আপনাকে ভীষণ ভালোবাসে। আমি যতক্ষণ তার সাথে চলেছি সব সময় শুধু আপনার কথাই বলে। আপনাকে ছাড়া সে অন্য কাউকে ভালবাসতে পারে না এবং অন্য কাউকে সে মন থেকে মেনে নিতেও পারে না। আপনি তাকে কখনো ভুল বুঝবেন না এবং তাকে কখনো আঘাত দিয়েন না। সত্যি বলছি ভাই সে আপনাকে অনেক বেশি ভালোবাসে।


IMG_20230919_061905.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এরপরে জাহিদ হাসান রুমের মধ্যে প্রবেশ করে। এসে দেখে তিশা কান্না করছে। প্রথম অবস্থায় জাহিদ হাসানের মনটা খারাপ হয়ে যায়। এরপরে জাহিদ হাসান তার মন ভালো করার জন্য একটা গান বলে। তার গান শুনে বলে তুমি চুপ থাকবা। জাহিদ হাসান ছলে বলে কৌশলে হাসানোর চেষ্টা করে। সে নিজে ভুল করেছে সেটা তার সামনে তুলে ধরে এবং ক্ষমা চাই। তিশা তারপর অভিমান করে থাকে কিন্তু মনে মনে সে হেসে ওঠে। এরপরে তিশা একটি কাগজে কি যেন লিখে দেয় এবং এটা দেখে সে চোখ ফেরাতে পারে না। আসলে কাগজে লেখা ছিল সে বাবা হতে চলেছে। এই সংবাদ শোনা মাত্র জাহিদ হাসান তার ছোট ভাইদের ডেকে বলে মমিন তোরা কোথায় রে তোরা মিষ্টি নিয়ে আয় আমি বাবা হতে চলেছে আর তোরা চাচা হতে চলেছিস। এ বলে তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয় এবং এই নাটকের এখানে সমাপ্ত হয়ে যায়।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
আরমান ভাই হানিমুনে এই নাটকের শেষ পর্ব এটি। এই নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নাটকের এই শেষ পর্বে জাহিদ হাসান সবার মনের বাসনা পূর্ণ করেছে। যেখানে যে অবস্থায় যার যা সমস্যা ছিল সবার প্রত্যেকটা সমস্যা শেষ পর্যন্ত সমাধান করেছে। এই নাটকে সে মূল চরিত্রে একজন জেন্টলম্যান সেটা এখানে প্রমাণ করেছে। অসাধারণ চরিত্রের অভিনয় করেছেন তিনি।বাংলাদেশের নাটকের অভিনয় জগতে এরাই হলো শ্রেষ্ঠ। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৯.৯ দিবো।

Source

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আরমান ভাই হানিমুনে নাটকের শেষ পর্ব রিভিউ দিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। নাটকের সম্পূর্ণ রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। এই ধরনের নাটক দেখে খুব মজা পাই। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 last year 

এই নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রিভিউ করলাম আপু। আসলে নাটকটা আমার খুবই ভালো লেগেছে যদিও এর আগে নাটকটা আমি দেখেছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আরমান ভাই সিরিজের শেষ পর্ব আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক ভাল লাগলো।এই নাটক টা আমার অনেক পছন্দের অনেক সুন্দর উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 last year 

ভাই আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন সেটি হচ্ছে, আরমান ভাই হানিমুনে নাটক শেষ পর্ব। এ ধরনের নাটক গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে কিন্তু নাটকটি এর আগে আমি দেখেছিলাম না। আপনার নাটকটি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

যেহেতু আপনি এই নাটকটি দেখেননি, তাই আমি আপনাকে বলব নাটকটি একবার হলেও দেখবেন এত চমৎকার নাটক আর হয় না। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 last year 

আরমান ভাই হানিমুন এর আগের পর্ব গুলো পড়েছিলাম বেশ সুন্দর ছিল। শেষ পর্বটি ও বেশ চমৎকার। নাটকের সম্পূর্ণ রিভিউ টি পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি নাটক সম্পূর্ণ রিভিউ করার জন্য।

 last year 

এই নাটকের শেষ পর্বে বলে কোন কথা নেই। এই নাটকের ছয়টি পর্ব রয়েছে ছয়টি পর্বই অনেক সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আজকে এই নাটকটির আরও একটি পর্বের রিভিউ নিয়ে আপনি চলে আসলেন। খুবই ভালো লাগলো এরকম সুন্দর একটি রিভিউ দেখতে পেরে৷ অসম্ভব সুন্দর হয়েছে নাটকটি৷ এ নাটকটি আমি এখনো দেখিনি৷ তবে দেখে নেব৷

 last year 

ভাই আপনি যে নাটকটি দেখার কথা বলেছেন এটা জেনে বেশ ভালো লাগলো। নাটকটি দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year 

জাহিদ হাসান বরাবরি অনেক ভালো একজন অভিনেতা এটা আমরা সকলেই জানি। জাহিদ হাসানের অন্যতম নাটক গুলোর মধ্যে আরমান ভাই নাটকটা আসলেই অনেক বেশি প্রশংসনীয় এবং অনেক নাম করেছে এই নাটকটা। আরমান ভাই হানিমুন এই নাটকটা যদি এখন পর্যন্ত দেখা হয়নি তবে আরমান ভাই এই নাটকটা দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছিল। যাইহোক শেষ পর্যায়ে এসে যে জাহিদ হাসান সকলের মন রক্ষা করতে পেরেছে এটাই অনেক বড় একটা ব্যাপার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রিভিউ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাই যখনই নাটকগুলো মুক্তি পেয়েছিল সে ওই সময় নাটকগুলো বড় ছোট সবাই দেখেছে। আর জাহিদ হাসানের নাটক যে অভিনয় করেছে তারে অভিনয় গুলো আমাকে মুগ্ধ করেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য।

 last year 

আরমান ভাই একটা সময়ে বেশ জনপ্রিয় একটি চরিত্র ছিলো। তখনো ইউটিউবের এত প্রচলন সবার মাঝে ছিলো না। তখন আমরা টিভিতেই এই নাটকগুলো দেখতাম সবাই মিলে। আপ আর নাটক রিভিউ পড়ে সেই আগের সময়টাতে কিছুক্ষণের জন্য ফ্লযাশব্যাকে চলে গিয়েছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ তুহিন ভাই এতদিন পরেও আগের স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপন ঠিক বলেছেন আপু এখন তো ইউটিউবে সবাই দেখছে কিন্তু একটা সময় আমরা টিভিতে দেখেছিলাম। আর এই নাটকটা ওই সময় সবথেকে জনপ্রিয় একটি নাটক। আর এসব নাটক গুলো দেখলে মনটা ভরে যায়। ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86