জেনারেল রাইটিং- এখনো বৃষ্টি লেগে আছে হাতে। @tuhin002

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। গতকালের মতো আজকেও সারাদিন মুষলধারে বৃষ্টি পড়তেই আছে। আর বৃষ্টির দিনে সারাদিন কি করব ভেবে পাচ্ছিলাম না।আমি চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আর তাই আজকে আমি বৃষ্টি নিয়ে একটি লেখা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার লেখাটি আপনাদের ভালো লাগবে। যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি নিয়ে কিছু কথা মনের মাঝে উঁকি দিচ্ছিল। তাইতো আর দেরি না করে বসে পড়লাম খাতা কলম নিয়ে বৃষ্টির কথা লিখতে। তাই সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ....

rainy-2638542_1280.jpg

Source

বসে আছি জানালার ধার ঘেঁষে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে এখোনো। আঙ্গুলের ফাঁকে বৃষ্টি লেগে আছে। এখনো জানালার বাইরে হাত রেখে বসে আছি। কখনো বৃষ্টির ছাটা এসে ছুঁয়ে দিচ্ছে সেই হাত, কখনো বা ছুয়ে দিচ্ছে ঝড়ো বাতাস। সময়ের এই মুষলধারে বৃষ্টিতে ভিজে আছে শহরটা। শহরটা দেখে যেন মনে হচ্ছে নির্জীব একটা শহর বৃষ্টি এক ফোঁটা পানিতে তার প্রাণ ফিরে পেয়েছে। তাই জানালার পাশে বসে এখনো বৃষ্টি ভেজা শহরটি দেখতে বেশ ভালো লাগছে। শহরের কোণায় কোণায় জমে আছে বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি। কিছু কিছু রাস্তাঘাট ও ডুবে গেছে এই পানিতে। অন্ধকার ঘরের নির্জীব জানালার পাশে বসে এগুলো দেখতে অসম্ভব ভালো লাগছে। বৃষ্টির ফোঁটা যেমন শহরটিকে ভিজিয়ে তুলেছে ঠিক তেমনি ভিজিয়ে তুলেছে আমার এই অন্ধকার ঘরটিও। বৃষ্টির ছাটা এসে ভিজিয়ে দিয়েছে সমস্ত কিছু, আমার আঙ্গুলের মত ভিজে গেছি আমিও।
বৃষ্টি ভেজা শহরের ভেজা ডানার কাক আর ল্যাম্পপোস্টের টিমটিমে আলো দুটোই আমার কাছে বেশ লোভনীয়। এই শহরের ভেজা ডানার কাক গুলো উড়ে এসে বসেছে ভেজা কংক্রিটের দেয়ালে। আর শহরে ল্যাম্পপোস্ট গুলো বৃষ্টির পানিতে ভিজে যেন চুপসে গেছে। ল্যাম্পপোস্টের এই কৃত্তিম আলো যেন বৃষ্টির পানিতে অসম্ভব সুন্দর প্রতিফলনের সৃষ্টি করছে। কেন জানি এই বৃষ্টি দেখে আমার মনে হচ্ছে বৃষ্টিগুলো আমাকে স্বপ্ন দিচ্ছে, আর আমি সেই স্বপ্নগুলোকে কল্পনার জলে ফেলেই রঙিন করে তুলছি।
এই বৃষ্টি ভেজা শহর দেখতে দেখতে আমি ভুলে গেছি আমার হাতে একটি কবিতার বই আছে। ভেবেছিলাম বৃষ্টি দেখতে দেখতে কবিতা গুলো পড়ে শেষ করব। কিন্তু বৃষ্টি দেখতে দেখতে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে বইটির কথার মনেই নেই। বৃষ্টি গুলো দেখতেই মনে পড়ে গেল, কারো বাড়ি ভেসে যায় বৃষ্টির এই কাঁদাজলে আবার কেউ এই জলেই খুঁজে পায় তার মুক্তির সন্ধান। বৃষ্টির কাছে আমার একটি অদ্ভুত প্রশ্ন- "ধ্বংসের সাথেই কি সৃষ্টি?" যেহেতু আমার এই প্রশ্নের কোন উত্তর নেই, তাই হাত বাড়িয়ে রাখি আজো। হয়তো আটকাতে চাইছি এই ধ্বংসকে। আর পেতে চাইছি তাকে যে শুধুই উজাড় করে দিতে জানে।
বৃষ্টি থেমে গেল। তবে বৃষ্টি থামলেও মেঘের কালো কাটেনি এখনও। মেঘের মিছিল চলছে আকাশ জুড়ে, ঝাপসা অন্ধকার চারপাশ। দেখে মনে হচ্ছে আবার যেন বৃষ্টি নামবে এই শহরের বুকে নতুন করে ভিজিয়ে দেবে শহরটাকে। শহরের ভেজা কাক গুলোকে, শহরের ওই দূরে দারিয়ে থাকা ভেজা ল্যামপোস্টটাকে। মাঝে মাঝে গর্জে উঠছে এই কালো মেঘ।কি অদ্ভুত না!যেই মেঘ শান্তির পরশ নিয়ে আসা বৃষ্টির সৃষ্টি করে, আবার সেই মেঘই কি অমন ভয়ানক গর্জনে গর্জে ওঠে। মেঘের উপরে মেঘ জমে চলেছে,শহরটা ভয়ানক অন্ধকারে ছেয়ে গেছে। খানিক আগে যে শহরটাকে দেখে মুগ্ধ হচ্ছিলাম,বিমোহিত হচ্ছিলাম এখন সেই একই শহরটাকে অন্ধকার এমনভাবে গ্রাস করেছে যে শহরটাকে দেখতে ভয়ানক লাগছে।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


IMG_20221018_140222.jpg

আমি তুহিন ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি। অবসর সময় মাছ ধরতে অনেক ভালো লাগে। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

Sort:  
 2 years ago 

সুন্দর লেগেছে আপনার বৃষ্টি ভেজা নিয়ে লেখা অনুভূতি। ঠিক বলছেন অনেক সুন্দর জেনারেল রাইটিং এর মাধ্যমে বৃষ্টি ভেজা শহরের বর্ণনা দিয়েছেন। আপনার লেখার সাথে আমার কল্পনা একদম মিলে গেছে। আমার তো অনেক ভালো লাগে শহরে বৃষ্টি হলে জানালার পাশ ঘেষে বসে বৃষ্টির সেই দৃশ্য অনুভব করতে। সম্ভব হলে জানালা দিয়ে হাত বের করে বৃষ্টিতে হাত বেজাই। আরেকটু বৃষ্টি থামতেই অনেকগুলো পাখি এসে আকাশে উড়াল দেয় আবার বৃষ্টি আসলে আবার চলে যাই পাখি গুলো অনেক ভালো লেগেছে পড়ে।

 2 years ago 

শহরটা যেভাবে ভিজিয়ে রেখেছে বৃষ্টি, তেমনি আপনার ঘরটা। আপনার লেখার পোস্টটি পড়ে অসম্ভব ভালো লেগেছে আমার। আপনার লেখাগুলো পড়তে একদম প্রফেশনাল লেখকের মত লেগেছে। আপনার পোস্টে আমি পড়েছি কিন্তু কি লিখবো তা বুঝতেছিনা। আপনার লেখাগুলো আমার কাছে খুবই কঠিন মনে হয়েছে। যেন কঠিন ভাষায় কাব্য লিখতেছেন।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62912.13
ETH 2544.21
USDT 1.00
SBD 2.84