নাটক রিভিউ :- ভবঘুরে পর্ব - ১৮।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (২০ - ০৯ - ২০২৪)


Screenshot_2024-09-20-11-28-21-800_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নতুন করে খুব সুন্দর একটি নাটক রিভিউ করার ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম "ভবঘুরে" , পর্ব- ১৮"। আমি বরাবরই পুরনো নাটক গুলো দেখতে ভীষণ ভালোবাসি। এই নাটক গুলোর মধ্যে শিক্ষনীয় বিষয় গুলো বেশি থাকে। এই নাটকটির প্রথম পর্ব নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নাম"ভবঘুরে" পর্ব - ১৮।
পরিচালকআল- হাজেন।
অভিনয়আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, দিহান, কচি খন্দকার, আ-খ- ম হাসান, প্রাণ রায়, আরফান আহমেদ, হান্নান শেলী, মাসুদ রানা মিঠু, ডলি জহুর, শাহনাজ খুশি, নাদিয়া, আলভী, সাইকা আহমেদ ও মায়া ঘোষ।
দৈর্ঘ্য১৯ মিনিট ৪১ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ২৩ এপ্রিল ২০২২ ইং।


নাটকের সারসংক্ষেপ


IMG_20240920_113008.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
বর্তমান সময়ে নায়িকারা একটু বেশি লোভনীয় প্রস্তাব দিলেই তারা যেন গা বয়ে উঠে যায়। অর্থাৎ যখন পরিচালক সিনেমা তৈরি করবে তখন যে কোন নায়ক নায়িকাকে সে প্রপোজ করতে পারে এবং সিনেমা তৈরি করার জন্য যে কেউ উৎসাহিত হয় ঠিক তেমন এই নাটকে একটা বিষয় তুলে ধরেছে। পরিচালক যখন তাকে সিনেমা করার কথা বলছে তখন নায়িকা ভীষণ খুশি। এমন কিসে পরিচালক কে বলছে আপনি আমাকে দিয়ে সিনেমা তৈরি করবেন এই কথা শুনে আমার ভীষণ খুশি লাগছে আর এটা আমি কখনো ভাবতেও পারি নাই। আসলে এই সমস্ত বিষয়গুলো অনেক শিক্ষনীয় থাকে যেগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। তবে বাংলাদেশ নাটকগুলো অনেক শিক্ষনীয় বিষয় থাকে এতে কোন সন্দেহ নেই।


IMG_20240920_112953.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এর আগের পর্বতেই আপনারা জানেন একটা ট্যাক্সি এরা চুরি করে বিক্রি করে ছেলে এবং সেই টাকা পরিচালক কে দিয়েছিল সিনেমা তৈরি করার জন্য। আর এই কারনে পুলিশ তাদেরকে খুঁজে বেড়াচ্ছে আর তারা বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ তার এক বন্ধু রাস্তায় দাঁড়িয়ে ছিল তাদেরকে বাধা দেয়ার জন্য। সে তাদেরকে বুঝে ছিল এই সময় যদি তোরা পুলিশের হাতে ধরা পরিস তাহলে তোদেরকে বের করা অনেক কঠিন হয়ে পড়বে। যা করা দরকার পরিবারের সাথে আলোচনা করেই করতে হবে তোরা এখন এদিকে যাস না তোরা কিছুদিন গা ঢাকা দিয়ে থাক। প্রথমের দিকে তারা মানতে চেয়েছিল না কিন্তু কি আর করার সেটা তো পড়তেই হবে তা না হলে তো বড় বিপদের মুখে পড়তে হবে।শেষ পর্যন্ত তারা লুকিয়ে থাকার জন্য বাধ্য হয় এবং তারা তিন বন্ধু সেখান থেকে চলে যায় যদিও এই বিষয়টা নিয়ে অনেক গন্ডগোল রয়েছে।


IMG_20240920_112927.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
ছেলে যদি বন্ধুদের সাথে আজেবাজে কাজ করে বেড়াই তাহলে বাবা-মার একটু টেনশন হবে এটাই স্বাভাবিক। আখম হাসান এবং তার বাবা ও মা দুজনে বেশ টেনসনে রয়েছে তার ছেলের জন্য। তার এক বন্ধু তার বাড়িতে এসেছিল তার বাবা তাকে সাব কথা জানিয়ে দিয়েছে তাকে বাড়িতে আসতে দেবে না অর্থাৎ তাকে বাড়ি থেকে বের করে দিবে। এই কথা শোনার পরে সে তাকে বলে এভাবে করলে হয় সে তো আপনার ছেলে মানুষ তো ভুল করতে পারে সে ভুল করেছে আপনি তাকে ক্ষমা করে দেন। পরিবারে কোনো বিষয় সমস্যা হলে দেখবেন মায়েরা বেশ সাপোর্ট করে। ঠিক তেমনি সন্তানের পাশে দাঁড়িয়ে গেল মা তার মা বলল এবারের মত তাকে ক্ষমা করে দেন পরবর্তীতে যদি এমন কিছু করে তাহলে তখন ব্যবস্থা নিবেন। এই কথা শোনার পরে তার বাবা একটু নরম হলো এবং তার প্রতি সাপোর্ট করল এবং তাকে এবারের মত ক্ষমা করার জন্য সে সিদ্ধান্ত নিল।


IMG_20240920_112906.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এদিকে সিনেমা করার জন্য যে টাকা তারা সংগ্রহ করেছিল সেই টাকা তো শেষ এবং সেই সাথে সিনেমা তৈরি করা সমস্ত পরিকল্পনা শেষ। অর্থাৎ সে যদি সিনেমা তৈরি করে তাহলে তার পরিবারের মানুষজন তাদেরকে বাড়িতে আসতে দিবে না। সত্য মিথ্যা যাই হোক না কেন এই কথাটি তার বন্ধু তাদেরকে জানিয়েছিল। তবে এই কথা শোনার পরে তারা উভয় হতাশ হয়েছিল। আবার এক দিক থেকে তাদের ভালো লাগছিল যে তারা পুনরায় বাড়িতে ফিরতে পারবে। তবে না বুঝে না জেনে হুট করে কোন কাজ করা কখনোই উচিত নয়। যদি কোন কিছু ভেবেচিন্তে কাজ করা যায় তাহলে সেটা ভালো দিক থাকে। নাটকে বেশ ভালো একটা বিষয় এখানে তুলে ধরেছে। নাটকের এই পরবর্তী ছোট হলেও বেশ কিছু শিক্ষনীয় বিষয় রয়েছে। নাটকের এই পর্বটি এখানে শেষ হয়ে যায়।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
ভবঘুরে নাটকের এটি ১৮ তম পর্ব। এই নাটকটির অন্য পর্ব থেকে এ পর্বটি আমার কাছে বেশ ভালো লেগেছে। পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা অন্যায় করে এবং সেই অন্যায় অন্যের উপরে চেপে দেয় । নাটকের সব সময় বাস্তবতা তুলে ধরে এ নাটকের এই পর্বটি ঠিক তেমনি কিছু বাস্তব বিষয়গুলো তুলে ধরেছে। আমার কাছে দারুণ লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.২ দিবো।

Source


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last month 

অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই নাটকটা আমি পুরোপুরি দেখেছি খুবই ভালো লেগেছে আমার কাছে। এই নাটকের চরিত্র গুলো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

 last month 

অনেক ভালো লেগেছে আমার কাছে আজকের এই নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। কিন্তু আমি যখনই নাটক দেখি তখনই শিক্ষনীয় নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। এই নাটকটা অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ টা উপস্থাপন করেছেন। এত সময় নিয়ে নাটক না দেখে আমি মনে করি রিভিউ পড়ে নিলেই ভালো। এটার মাধ্যমে সম্পূর্ণ কাহিনী অল্প সময়ের মধ্যেই পড়ে নেওয়া যায়।

 last month 

অনেক সুন্দর একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন ভাইজান। আপনার চমৎকার এই নাটক রিভিউ করতে দেখে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে নাটকটা রিভিউ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ নাটকটা আমার খুবই প্রিয় এবং আমিও বেশ কিছু পর্ব দেখেছি।

 last month 

এ জাতীয় নাটকগুলো আমার খুব ভালো লাগে। এখানে গ্রামীণ পর্যায়ের বিভিন্ন দিক খুঁজে পাওয়া যায়। আবার হাস্যকর অনুভূতি খুঁজে পাওয়া যায়। সুন্দর একটি নাটক আমাদের মাঝে রিভিউ করেছেন ভাইয়া। এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে প্রতিনিয়ত রিভিউ করার জন্য ধন্যবাদ।

 last month 

ভবঘুরে নাটকের রিভিউটা অনেক সুন্দর হয়েছে। দেখতে দেখতে এই নাটকের ১৮ টা পর্ব শেষ হয়ে গেলো। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে এই নাটকের এই পর্বের রিভিউ পড়তে। এই নাটকের আরো অনেকগুলো পর্বের রিভিউ আমার পড়া হয়েছিল। আপনি একে একে সবগুলো পর্বের রিভিউ আশা করছি এভাবে শেয়ার করে যাবেন। আসলে এরকম নাটক গুলো অনেক বেশি শিক্ষনীয় হয়ে থাকে। অপেক্ষায় থাকলাম এই নাটকের পরবর্তী পর্বের রিভিউ পড়ার জন্য।

 last month 

আজ আপনি অনেক সুন্দর করে নাটক রিভিউ করেছেন। আপনার নাটক রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। আপনি প্রতিনিয়ত ভাবঘুরে নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ আপু আপনার গঠন মূলক মন্তব্য করার জন্য।

 last month 

আপনাকে স্বাগতম ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68588.91
ETH 2458.42
USDT 1.00
SBD 2.35