নাটক রিভিউ :- সাদা কালো মন- ৪র্থ পর্ব।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (১৭ - ১০ - ২০২৩)
আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" সাদা কালো মন। এটি এই নাটকের চতুর্থ পর্ব।" নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। |
---|
নাটকের নাম | সাদা কালো মন - ৪র্থ পর্ব। |
---|---|
রচনা | আলী ইমরান। |
পরিচালক | আলী ইমরান । |
অভিনয় | জাহিদ হাসান, তুষার খান, চ্যালেঞ্জার,নাদিয়, রহমত আলী,আহসানুল হক মিনু, নাজমুল হুদা বাচ্চু ,নুপুর ও আরো অনেকে। |
দৈর্ঘ্য | ১৮ মিনিট ০২ সেকেন্ড |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ০৩ অক্টোবর ২০১৭ ইং। |
নাটকের সারসংক্ষেপ । |
---|
অনেক দূরে পথ হাঁটার পরে গুরু এবং শীর্ষ কিছুক্ষণ থেমে থাকে। কোন একটা কারণে গুরুর পেট খারাপ করে এবং সে বমি বমি ভাব লাগে তাই সে বমি করে ফেলে শেষ পর্যন্ত। এ বিষয়টা দেখে শীর্ষ বলে বাহ খুব ভালো হলো আপনার এটা হওয়ার পরে অনেকটা স্বস্তি পাবে। এরপর সেখানে তাদের কিছু কথোপকথন হয় এবং ওখান থেকে তারা সরে যায়।
যেহেতু জাহিদ হাসান অনেকদিন বাইরের দেশে ছিল তাই সবাই মিলে এক জায়গায় বসে অনেক গল্পগুজব করছে। যেহেতু জাহিদ হাসান বাইরের দেশ থেকে তার মামার মেয়ের সাথে বিয়ে করবে তাই সে তার সাথে একটু গল্প গুজব করে নিচ্ছে। অনেকদিন একত্রে বসে গল্প করা মজাই অন্যরকম।
বাইরে তুষার বসে আছে সে এখানকার মাতব্বর। এখানে আসেন হিজড়া থাকে হিজরা একটু সেজেগুজে বাইরে যাচ্ছিল হঠাৎ করে তোর সাথে ডাক দিয়ে বলছে এইতো এদিকে। হিজড়াদের যার স্বভাব ঠিক সেভাবে তুষারের সাথে কথা বলছে এতে তুষার বলছে সরি এখান থেকে সর।
জাহিদ হাসান এবং নাদিয়ারা রাত্রে এক জায়গায় বসে দুজন গল্প করছিল এমন সময় জাহিদ হাসান বাইরে থেকে যে কাপড় চোপড় এনেছিল সেগুলো তাকে দিয়েছিল। এবং তাদের মধ্যে কিছু কথোপকথন হয়েছিল এবং তারা অনেকেই দুজন মিলে অনেক খুশি ছিল।
প্রথম দিক থেকে তাদের হাতে একটা মিষ্টির হাঁড়ি ছিল। সে তো হারি নিয়ে রাস্তার মধ্যে খেতে খেতে আসছিল। রাত হয়ে গেছে খাওয়া দাওয়া হয় নাই তাই সে পাহাড়ের মধ্যে যে রসগুলো ছিল সেগুলো তুলে তুলে খাচ্ছিল। আসলে তার গুরু যেহেতু এখানে নেই সুযোগ এসে অনেক মিষ্টি খেয়েছি।
আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
সাদাকালো মন এই নাটকের এটি তৃতীয় পর্ব। যেহেতু নাটকটি চতুর্থ পর্ব চলছে সেহেতু আস্তে আস্তে নাটকে ভাব বুঝতে পারছি। জাহিদ হাসান বিদেশ থেকে বাড়িতে আসে, আর বাড়িতে আসার পরে তার মামার বাসায় যাই। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।
ব্যক্তিগত রেটিং । |
---|
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.৫ দিবো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
পুরাতন কালের এই নাটকগুলো আমি খুবই পছন্দ করে থাকি ভাইজান। আপনিও দেখছি আমার মত পুরাতন নাটকগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন রিভিউ আকারে জাহিদ হাসানের সেই অসাধারণ নাটকটা। যাইহোক বেশ ভালো লাগলো অতীতের দেখা সেই নাটকটা।
পুরনো নাটক গুলো দেখতে খুব ভালো লাগে ভাই এ জন্য মাঝেমধ্যে দেখে থাকি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
https://twitter.com/ABashar45/status/1714257850909004162?t=u2Z38V3Hi5DyeClO07aCow&s=19
জাহিদ হাসান আর নাদিয়ার জুটির নাটকগুলো দারুণ হয়। গ্রামের সহজ সরল মানুষের চরিত্রগুলো সুম্দর করে ফুটিয়ে তুলে। জাহিদ খান যেহেতু বিদেশ থেকে মামার বাসায় এসেছে। দেখা যাক কি হয়
আমার মনে হয় জাহিদ হাসান নাদিয়ার সাথে বিয়ে করবে ভাই। এমনটাই হবে সামনে।
এই নাটকগুলো দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে যেগুলো ধারাবাহিকভাবে হয় সেগুলো। যদিও নাটকটি দেখা হয়নি তবে আপনারা রিভিউ পড়ে বেশ ভালই লাগলো। সময় পেলে দেখব। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।
সাদা কালো মন সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাই। এই নাটকের আগের পর্বগুলো আমি দেখেছি। আমার কাছে বেশ ভালই লাগে নাটকটি। নাটকের প্রতিটি চরিত্র বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাই আপনার গঠন মূলক মন্তব্য করার জন্য।
বাহ নাটকটা খুব চমৎকার। তবে নাটকটি এর আগে দেখা হয়নি।বর্তমানেও নাটক তেমন একটা দেখা হয় না। কারণ ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে তবুও চেষ্টা করি মাঝে মাঝে দু একটা দেখার। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন ।
ভাই সময় পেলে নাটকটি দেখবেন ভালো লাগবে ধন্যবাদ মন্তব্য করার জন্য।
সাদা কালো মন নাটকের চতুর্থ পর্ব বেশ দারুণ। খুব সুন্দর করে নাটকটি আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটক দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য
সাদা কালো মন নাটকটার সবগুলো পর্ব পড়া না হলেও কয়েকটা পর্ব পড়া হয়েছিল। আর আজকে চতুর্থ পর্ব পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে শেয়ার করলেন। পুরো কাহিনীটা সুন্দর করে তুলে ধরার কারনে বুঝতে অনেক সুবিধা হয়েছে।
জি ভাই চেষ্টা করে যাচ্ছি সুন্দরভাবে তুলে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা নাটক দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে মামা আপনি যেসব নাটকগুলো রিভিউ করে থাকেন সব অনেক আগের নাটক তাই আমাদের বয়সের ছেলেমেয়েদের কাছে নাটক দেখতে খুব একটা বেশি ভালো লাগেনা। সব থেকে বেশি ভালো লাগে রোমান্টিক প্রেম কাহিনী নাটক দেখতে। ধন্যবাদ মামা এত সুন্দর একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাগ্নে খুবই চমৎকার ভাবে মন্তব্য করার জন্য।