The Diary Game Season 3, simple days, 16/04/2022
আসসালামু আলাইকুম
বর্তমানে রমজান মাস চলতেছে। সকাল ৪ টার সময় উঠেছিলাম। এরপর সেহেরী করলাম। সকাল ৫ টার ঘুমিয়েছ ছিলাম৷ সারাদিন রোজা থাকার পর শরীর দুর্বল থাকে। তাই সকালে ঘুমালে উঠতে অনেক দেরি হয়ে যায়। আজকেও সকালকে উঠে দেখি ১১ বেজে গেছে৷ ঘুম থেকে হাত-মুখ ধুয়ে নিলাম৷ এরপর কিছু কাজ করলাম।
আমাদের বাড়ির দুইজন সদস্য
Location: https://w3w.co/riper.chip.narrating
দুপুর দুইটার সময় বাজারে গিয়েছিলাম৷ বাড়ির ছোটখাটো বাজার গুলো আমাকেই করতে হয়৷ আজকে বাজার থেকে মালটা, তরমুজ, কলা ও পেয়ারা কিনে আনলাম। ভ্যানে করে বাসায় আসলাম। বাসায় ফল গুলো রেখে আবার আমার খালার বাসায় গিয়েছিলাম। সেখানে একটি কবুতরের খাঁচা দিয়ে আসলাম। আমার বর্তমান বাচ্চা ও বুড়ানি নিয়ে ১৩ টি কবুতর হয়েছে। আমার খালার বাসায় রেখে পালবো৷ যা লাভ হবে ৫০-৫০। সেখানেই কাজ করতে করতে দুপুর ৩.৩০ বেজে গেল। বাড়িতে যেয়ে ভাবছিলাম গোসল করবো৷ গোসল করা আর হলো না৷ শরীর এতই ক্লান্ত ছিলো। বিছানায় বসছি আর উঠতেই মন চাচ্ছিলো না। আজকে আবার প্রচন্ড গরম পরছে।
কাটা গাছের ফুল
Location: https://w3w.co/riper.chip.narrating
দুপুর থেকে বিকাল পর্যন্ত অনেক কাজ করলাম৷ এরপর সন্ধ্যায় ইফতারি করলাম। ইফতারি করার পর তরমুজ ও মালটা খাইলাম।
আজকে আইপিএল এর দিল্লি আর আরসিবি'র খেলা ছিলো। দুটি দলই আমার পছন্দের। তাই খেলা দেখলাম। আমি সচরাচর খেলাধুলা দেখি না। পছন্দের দলের খেলা দেখে থাকি। রাত ১০ টার সময় রাতের খাবার খাইলাম৷
ছোট আম ও সাদা কাঁঠালিপোকা
Location: https://w3w.co/riper.chip.narrating
আজকে আমার আব্বার চাচাতো ভাই রাত ১১ টার সময় মারা গিয়েছেন। আমার বাবা কালকে গ্রামের বাড়িতে যাবেন। আমার আবার কলেজে ফর্মফিলাপ আছে। সোমবার আমার বাবা কলেজে যাবেন৷ ফর্মফিলাপ করে বাড়িতে আসবেন।

ক্যামেরা | স্যামসাং এম৩২ |
---|---|
লোকেশন | সৈয়দপুর |
ছবি তুলেছি আমি | @toufiq777 |

ধন্যবাদ
@toufiq777
সারাদিন ব্যস্ত মধ্যে দিয়ে কাটিয়েছেন। আপনার ডায়েরি পড়ে ভাল লাগল।
নতুন সদস্য দেখে বিস্মিত হলাম। মোক কবুতরের ডিম দিস বা।
আপনার আব্বার চাচাতো ভাই এর জন্য দোয়া রইলো আল্লহ তাকে বেহেস্ত নসিব করুন ।আপনার সারাদিন খুব ব্যস্ত ছিল তবুও ভালই কেটেছে ।শুভেচ্ছা রইল ভাই।
টেডি বেয়ারটি অনেক সুন্দর। আপনার বাবার চাচাতো ভাই, মানে আপনার চাচাকে আল্লাহর জান্নাত নসিব করেন। আমিন