The diary game : 01/08/2020 - Eid Special DaysteemCreated with Sketch.

in Steem Bangladesh4 years ago

আচ্ছালামু আলাইকুম

সবাইকে ঈদ-উল-আজহা এর শুভেচ্ছা

received_320408429145624.jpeg

আজকে সকাল ৭ টার সময় ঘুম থেকে উঠা পর দেখি আকাশ কালো মেঘে ঢেকে আছে৷ ঈদের দিন সকালে গোসল করতে হয়৷ তাই আমি ঘুম থেকে উঠে আগে গোসল করলাম৷ তারপর পায়জামা-পাঞ্জাবি পরে নামাজ পরার জন্য বের হলাম৷ বাসা থেকে হতেই শুরু হয়ে গেল মুষুল ধারে বৃষ্টি। আবার বাসাশ আসলাম ছাতা নেওয়ার জন্য৷ ছাতা নিয়ে রাস্তা মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম৷ আর আমাদের এখানে একটু ভারী বর্ষণেই পানি জমে যায়৷ রাস্তায় 1 হাটু পানি জমে গিয়েছিলো৷ তারপরেও আমি নামাজ পরতে গেলাম৷ নামাজ পরে আসার সময়ও বৃষ্টি ছিলো। তবুও ছাতা মাথায় দিয়ে বাসা আসলাম।

20200801_192720.jpg

বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর নাস্তা করলাম৷ আমি প্রতিদিন সকালের নাস্তায় 1 টি ডিম, 2 টি কলা ও মিষ্টি খেয়ে থাকি।

20200801_192748.jpg

এই বছর ঈদে আমরা আমাদের আন্টিদের সাথে কুরবানির ভাগ দিয়েছি৷ তাই আমার বাবা গরু কুরবানি করার যন্ত্রপাতি নিয়ে আমার আন্টিদের বাড়ি গেলেন৷ তখনও বৃষ্টি হচ্ছিলো৷ তাই আমার বাবা আমাকে নিয়ে যান নি৷ আমি বৃষ্টি থামার পর গেলাম৷ রাস্তায় এতো পানি জমছে। হাটা যাচ্ছিলো না৷ আর রাস্তায় কেন রিকশাও ছিলো না৷ তাই হেটেই আন্টিদের বাড়ি গেলাম৷

20200801_192955.jpg

আন্টিদের বাড়ি যেয়ে সব যন্ত্রপাতি ধার দিলাম৷ আমরা প্রতি বছর কসাই দিয়ে কাজ করাই৷ তাই আমাদের আর কষ্ট করতে হয় না৷ সকাল 9.30 মিনিটে আমরা গরুটিকে জবাই করলাম৷ তারপর কসাই চামড়া ছিলতে আরম্ভ করলো। আমি পাশে বসে ছিলাম৷ কখন কেন কিছু দরকার হলে এনে দেওয়ার জন্য৷ দীর্ঘ 2 ঘন্টা লাগলে সম্পূর্ণ কাজ সমাপ্ত হতে। তারপর আমরা কসাইকে কিছু মাংস ও টাকা দিয়ে বিদায় দিলাম৷ এবং মাংস সব ভাগ করে নিলাম৷ তারপর আমি আর আমার বাবা একটি রিকশায় করে মাংস গুলো বাড়ি নিয়ে আসলাম। তারপর আমার বাবা আমাদের মাংস গুলো তিন ভাগ করলো। এবং এক ভাগ গরীবদের মাঝে বিতরণ করে আসলেন।

20200801_193033.jpg

20200801_193050.jpg

আমার মা বাকি দুইভাগ মাংস এর একভাগ আত্মীয় স্বজনদের জন্য রাখলেন৷ আর বাকি মাংস গুলো প্যাকেট করে রেফ্রিজারেটর ঢুকায় রাখলেন৷ তারপর কিছু মাংস রান্না করলেন৷ দুপুর 2 ঘঠিকার আমার দুপুরের খাবার খেলাম৷

প্রতিবছর আমি আমার বাবা-মা ও বড় ভাই এক সাথে ঈদ করি৷ এবার করোনাভাইরাসের জন্য আমার বড় ভাই ঈদে ছুটি পান নি৷ তিনি এখন সেন্ট মার্টিনে আছেন৷ তিনি আমাকে একটি sunset এর ছবি পাঠিয়েছেন একটু আগে। আমি ঐ ছবি আমার পোষ্ট শুরুতে শেয়ার করেছি৷ আসলপ সমুদ্র তীরে বসে sunset দেখার ভাগ্য সবার হয় না৷ ভাইয়ার মন খারাপ সে পর পর দুইটি ঈদে বাড়িতে আসতে পারলো না৷ আমার বড় ভাইয়া বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করেন৷

আমি সন্ধ্যার আগে YouTube একটি ভিডিও দেখলাম৷ বাংলাদেশ এর মধ্যে সবথেকে বড় পশুর হাট হল 'গাবতলি হাট' এবার ঈদে গাবতলী পশুর হাট এ 'বস' নামে একটি কালো গরু আনা হয়েছিলো। প্রথম দিকে গরুটির মালিক গরুটির দাম ৩৫০০০০০ টাকা চেয়েছিলেন৷ কিন্তু কাল ঈদের আগের দিন পর্যন্ত গরুটির মালিক গরুটিক বিক্রি করতে না পেরে খুবই দুশ্চিন্তায় ছিলেন৷ আর গরুর মালিকের 'khamar Bd' YouTube channel এর একজন লোক কথা বলতেছিলেন৷ তার ভিডিও YouTube এ ভাইরাল হয়৷ ২.৩ মলিয়ন ভিউ দেখলাম৷ তাউ আমিও ভিডিও একবার দেখে নিলাম৷ আসলে ভিডিও না দেখলে মুল রহস্য বোঝা যেত না৷ গরুর মালিক শেষ পর্যন্ত ১৫০০০০০ টাকা দাম চেয়েছেন৷ এই টাকা সে পেলে গরু বিক্রি করবেন৷ ভিডিও দেখে খারাপ লাগলো। গরুটির ওজন নাকি ২২৮০ কেজি। আর এত বড় গরু তার বাড়ি থেকে ঢাকায় আনতেই তার ১০০০০০ লাখ টাকা লেগেছে৷ আর তিনি যদি বিক্রি না করে বাড়ি যান তাহলে তিনি অনেক ক্ষতিগ্রস্থ হয়ে পরবেন৷ যাই হোক আমাদেরও কিছু করার নেই। আশা করি আজ তিনি গরুটি বিক্রি করতে পেরেছেন হয়তো।

20200801_193254.jpg

সন্ধ্যায় নামাজ পড়লাম৷ নামাজ পরে সম্পূর্ণ পোস্টটি লিখলাম৷ আর এখন আপলোড করবো। আমি শুধু আমার সারাদিন এর কাজগুলো আমার নিজের ভাষায় তুলে ধরার চেষ্টা করলাম৷

From, #Bangladesh

My Twitter account

My Facebook account

My YouTube Account

Thank you

Sort:  
 4 years ago 

এই মিষ্টি ,কলা , ডিম যায় কই 😆 😅

 4 years ago 

পেটে যায় 🍌

আমার ও প্রশ্ন এতো মিষ্টি, কলা, দুধ, ডিম কই যায় 😃

I just like your blog brother...and Thanks for your all types of information..eid mubarak...and also thanks for informed me about dairy game season2

 4 years ago 

Thank you

 4 years ago 

ছোটনদের গরু আর আমাদের গরুর রং প্রায় একই।

 4 years ago 

Hm vae, amder goru sob somoy ae colour ar e hoe kan jani

Your post has been rewarded by @tarpan [Country representative - BANGLADESH] and I'm upvoting with @steemcurator07 to support the newcomers coming to steem.
Thank you for joining the diary game.

 4 years ago 

Thank you

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

 4 years ago 

Thank you

ঈদ মুবারক@toufiq777। অনেক সুন্দর একটা দিন কাটলো । আপনার পোস্ট তা অনেক সুন্দর হয়েছে। আশা করি আরো সুন্দর কর পরে লেখবেন।
থ্যাংক ইউ

 4 years ago 

Thank you

আনাদের এইদিকে বৃষ্টি হয়নি৷ আকাশ রৌদ্রময় ছিলো সারাদিনই।

এতো বড় গরু না পালাই ভালো। আমি ঐজন্য মূরগী আর কোয়েল পালি। loss হলেও অতটা হয় না আমার৷ যেমনটা এ ব্যক্তির হয়েছে।

 4 years ago 

Hm

এই বার অন্তত কোরবানির মাংস বেশি বেশি করে খায়ে নিজের শরীরের মাংসটা বারাও 😛😃

 4 years ago 

ভাই শরীরের মাংস আল্লাহ আমার কপালে রাখে নাই৷ 24 বছর ধরে এই হাল এই আছি।

 4 years ago 

আপনার সকালের নাস্তাটা খুবই ভালো ছিল হুম আমিও এগুলো সকালের নাস্তায় খেয়ে থাকি। তবে আমি সকালের নাস্তায় মিষ্টি খায় না।

যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঈদ মোবারক

 4 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93230.61
ETH 3270.53
USDT 1.00
SBD 3.26