Club5050 || Steem Bangladesh Contest : The Diary Game[Simple day] || 08-09-2022

in Steem Bangladesh2 years ago (edited)

আসসালামু আলাইকুম



কালকে রাতে বেশিক্ষণ টিভি দেখি নি৷ কিন্তু ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিলো৷ আর এটা একটা অভ্যাস হয়ে গেছে৷ আসলে অভ্যাস টা ভালো নয়৷ তবুও বর্তমান যুগের ছেলেমেয়েদের জন্য এটা স্বাভাবিক। আগে কার মানুষ সন্ধ্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরতো। আসলে তখন তো কারেন্ট ছিলো না। মানুষের কাজও ছিলো না৷ তাই তারা সন্ধ্যায় ঘুমিয়ে যেত৷ আর এখনও অনেক গ্রাম আছে যে গ্রাম গুলোতে সন্ধ্যা ৭ টা মাসে অনেক রাত৷ তবে এমন গ্রাম হাতে গণা। শহরের মানুষ রাত ১-২ টা পর্যন্ত জেগেই থাকে। আমি সকালে ঘুম থেকে ৯ টায় উঠেছিলাম৷ আর কালকে শ্রীলঙ্কার সাথে ভারত হেরে গেছে৷ এটা দেখে আমার মন আরও খারাপ৷ সকালে ঘুম থেকে উঠে কুইজের প্রস্তুতি নিচ্ছিলাম৷ আজকে বাইন্যন্সে কুইজ আছে। আমার অনেক গুলো একাউন্ট আছে৷ সব একাউন্ট থেকে পার্টিসিপ্যান্ট করতে হবে৷ মোবাইল ও আছে ৭-৮ আমাদের বাসায়৷ সব মোবাইলে একটা করে একাউন্ট লগিন করে বসে ছিলাম দুপুর তিনটার জন্য৷ আর উত্তর মুখস্থ ছিলো৷ কোন সমস্যাই নাই।

IMG20220907191804.jpg



দুপুরে আজকে খাইতে অনেক দেরি হয়ে গেছে। কাজ করতে করতে বিকাল হয়ে গিয়েছিলো৷ মোবাইলের ঘড়িতে দেখি ৪ টা পার হয়ে গেছে৷ মাকে বললাম ভাত মেখে দিতে৷ চামচ দিয়ে ভাত খাইলাম৷ আমার আবার অভ্যাস চামচ দিয়ে খাওয়া৷ কারণ আমি মোবাইলে কাজ করতে করতে ভাত খাই৷ আমার ভাত খাইতেও অনেক সময় লাগে৷ এটা তে স্বাভাবিক। দুটো কাজ একসাথে করলে সময় তে লাগবেই।

IMG20220906011004.jpg

IMG20220906011001.jpg

IMG20220906011006.jpg



বিকালে টিভি অন করে কার্টুন দেখলাম৷ কার্টুন দেখতে আবার আমার ভালো লাগে। আর আমার বিকালে বেশি কাজ থাকে না৷ ঐ সময় আমি অবসর সময় পার করি৷

IMG20220908114127.jpg

**সন্ধ্যায় ছাদে গিয়েছিলাম৷ আজকে চাঁদনি রাত। চাঁদ দেখতে বেশ সুন্দর লাগতেছিলো৷ আমি ছাদে গিয়ে বন্ধুদের সাথে গল্প করলাম। রাত ৮ টায় কারেন্ট চলে গেলো৷ কারেন্ট যাওয়ার পর মনে হচ্ছিলো। চারিদিকে চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠলো। সকালের মত লাগতেছিলো৷ ছাদে প্রায় ১ ঘন্টা ছিলাম৷ ছাদে হাটতে ভালোই লাগে৷ ছাদে ময়লা তাই বসি না। ঘরে এসে মাকে বললাম আমড়া কেটে দিতে। আমরা খাইলাম৷ এরপর কারেন্ট আসলো। তখন আবার কিছু কাজ করলাম৷ তারপর টিভি দেখা আরম্ভ করলাম৷

IMG20220908114132.jpg





CameraSamsung M10
LocationParbatipur
Photo taken by@toufiq1994

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65269.02
ETH 2653.11
USDT 1.00
SBD 2.84