এসো নিজে করি ||রঙিন কাগজ দিয়ে ফুল তৈরী || ১০% লাজুক খ্যাকের জন্য।

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @torikul001
আজ বুধবার , জানুয়ারী ১৯/২০২২


আমার বাংলা ব্লগ কমিটির সকল সদস্যদের আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে যে পোস্টে উপস্থাপনা করতে যাচ্ছি সেটা হলো রঙিন কাগজ দিয়ে যেভাবে ফুল তৈরি করতে হয় তা দেখাবো। চলুন শুরু করা যাক।

IMG_20220118_184736_142.jpg

সর্বশেষ মূল ছবি

১ নং ধাপ

IMG_20220118_180604_541.jpg

ফুল বানানোর প্রয়োজনীয় উপকরণ

১। কাইচি
২। রঙিন কাগজ
৩। কলম
৪। গাম
৫। কাটা কম্পাস

২ নং ধাপ

IMG_20220118_180622_220.jpg

রঙিন একটি কাগজ নেই এবং কাগজটি একটি পেপার এর উপরে রেখে দেই

৩ নং ধাপ

IMG_20220118_181057_954.jpgIMG_20220118_181027_740.jpg
IMG_20220118_180927_118.jpgIMG_20220118_181247_638.jpg

কাগজটি সুন্দর করে হাতে নেই এবং একটি প্যাচ মেরে রেখে দেই। তারপরে গাম হাতে নিয়ে সুন্দরভাবে রঙিন কাগজের সাথে লাগিয়ে দেই।

#৪ নং ধাপ
IMG_20220118_181330_535.jpg

পরবর্তীতে গাম কাগজের সাথে লাগানোর পর এই রুপ ধারণ করে।

#৫ নং ধাপ

IMG_20220118_181450_854.jpgIMG_20220118_181426_728.jpg

মোড়কটি তৈরির পর কাইচি দ্বারা সুন্দরভাবে কাগজের মাথাটি কেটে ফেলি। এবং একটা কাগজের উপর রেখে দেয়।

৬ নং ধাপ

IMG_20220118_181601_619.jpg

IMG_20220118_181528_243.jpgIMG_20220118_181738_707.jpg

রঙিন একটি কাগজ নেই এবং কাইচির সাহায্যে কাগজটি টুকরো টুকরো করে একটি জায়গায় রেখে দেই।

৭ নং ধাপ

IMG_20220118_183115_684.jpgIMG_20220118_182907_008.jpg

রঙিন কাগজের ছোট ছোট করে যে অংশগুলো কাটা হয়েছিল সেগুলো এখন আমি কাইচি দ্বারা টুকরো টুকরো করে পাতা তৈরি করে নেই।

৮ নং ধাপ

IMG_20220118_184725_744.jpg

IMG_20220118_184703_380.jpgIMG_20220118_184040_124.jpg

নিজ হাতে যে কাগজের মোড়কটি তৈরি করেছিলাম। তার সাথে গাম দিয়ে ওই কাগজের পাতা গুলো একটি একটি করে লাগিয়ে দেই এবং পরবর্তীতে এই ছবিটি সংগ্রহ করি

IMG_20220118_184856_764.jpg

IMG_20220118_184741_039.jpg

সর্বশেষ আমি এটা তৈরি করতে সক্ষম হই। দয়া করিয়া আমার লেখার মাঝে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা রইলো আপনাদের প্রতি।

সমাপ্তি


Sort:  
 3 years ago 
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল আপনি বানিয়েছেন। যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
 3 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে একটি ফুল আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন। এই ফুল টিতে রঙ্গিন কাগজ ব্যবহার করায় দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। আপনি খুবই সুন্দর এবং সহজভাবে ফুলটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তোরি করেছেন আপনি । যেটি আমার কাছে খুব ভালো লেগেছে। ৮ টি ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। আপনার ফুল তৈরি ধাপে ধাপে দেখে আমি মুগ্ধ হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশাকরি আরো সুন্দর সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.039
BTC 98927.45
ETH 3456.69
USDT 1.00
SBD 3.19