এসো নিজে করি ||রঙিন কাগজ দিয়ে ফুল তৈরী || ১০% লাজুক খ্যাকের জন্য।
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @torikul001
আজ বুধবার , জানুয়ারী ১৯/২০২২
আমার বাংলা ব্লগ কমিটির সকল সদস্যদের আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে যে পোস্টে উপস্থাপনা করতে যাচ্ছি সেটা হলো রঙিন কাগজ দিয়ে যেভাবে ফুল তৈরি করতে হয় তা দেখাবো। চলুন শুরু করা যাক।
১ নং ধাপ
ফুল বানানোর প্রয়োজনীয় উপকরণ
১। কাইচি
২। রঙিন কাগজ
৩। কলম
৪। গাম
৫। কাটা কম্পাস
২ নং ধাপ
রঙিন একটি কাগজ নেই এবং কাগজটি একটি পেপার এর উপরে রেখে দেই
৩ নং ধাপ
কাগজটি সুন্দর করে হাতে নেই এবং একটি প্যাচ মেরে রেখে দেই। তারপরে গাম হাতে নিয়ে সুন্দরভাবে রঙিন কাগজের সাথে লাগিয়ে দেই।
#৪ নং ধাপ
পরবর্তীতে গাম কাগজের সাথে লাগানোর পর এই রুপ ধারণ করে।
#৫ নং ধাপ
মোড়কটি তৈরির পর কাইচি দ্বারা সুন্দরভাবে কাগজের মাথাটি কেটে ফেলি। এবং একটা কাগজের উপর রেখে দেয়।
৬ নং ধাপ
রঙিন একটি কাগজ নেই এবং কাইচির সাহায্যে কাগজটি টুকরো টুকরো করে একটি জায়গায় রেখে দেই।
৭ নং ধাপ
রঙিন কাগজের ছোট ছোট করে যে অংশগুলো কাটা হয়েছিল সেগুলো এখন আমি কাইচি দ্বারা টুকরো টুকরো করে পাতা তৈরি করে নেই।
৮ নং ধাপ
নিজ হাতে যে কাগজের মোড়কটি তৈরি করেছিলাম। তার সাথে গাম দিয়ে ওই কাগজের পাতা গুলো একটি একটি করে লাগিয়ে দেই এবং পরবর্তীতে এই ছবিটি সংগ্রহ করি
সর্বশেষ আমি এটা তৈরি করতে সক্ষম হই। দয়া করিয়া আমার লেখার মাঝে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা রইলো আপনাদের প্রতি।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল আপনি বানিয়েছেন। যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে একটি ফুল আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন। এই ফুল টিতে রঙ্গিন কাগজ ব্যবহার করায় দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। আপনি খুবই সুন্দর এবং সহজভাবে ফুলটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তোরি করেছেন আপনি । যেটি আমার কাছে খুব ভালো লেগেছে। ৮ টি ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। আপনার ফুল তৈরি ধাপে ধাপে দেখে আমি মুগ্ধ হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশাকরি আরো সুন্দর সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন।