PUSSTEEM কি সত্যিই একদিন ব্লগারদের Facebook হয়ে উঠতে পারে?


May 15, 2025, 01_47_21 PM.png

[Source](puss community)

PUSS কমিউনিটির একটি নতুন প্রজেক্ট। PUSSTEEM মাধ্যমে আপনার অল্প কিছু পোষ্ট বার্ন করে অনেক বেশি লাভবান হতে পারেন। এটা এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনি ব্লগিংয়ের মাধ্যমে আর্ন করতে পারবেন। এছাড়াও বিনোদনের ব্যবস্থা তো রয়েছেই। এর পাশাপাশি আপনি যদি এটাকে ক্যারিয়ার হিসেবে ঘুরতে চান তাহলে এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ।

আমরা তো সকলেই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করি। ঘন্টার পর ঘন্টা সেখানে সময় দিন কিন্তু তার বিপরীতে আমরা কিন্তু তেমন কোন কিছুই আর বেনিফিটেড হই না বরঞ্চ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আসক্তিতে ঢুকিয়ে পড়ি এবং আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। নিজের পার্সোনালিটি কিংবা নিজের ব্যক্তিগত তথ্য চুরির মত অনেক ধরনের সমস্যাই ইতিমধ্যে দেখা দিচ্ছে।

আমরা যদি সকলেই ব্লগিং প্ল্যাটফর্মে চলে আসি এবং নিজেদের ব্যক্তিগত মতামতগুলো নিজের মনে থাকা কষ্ট কিংবা বিভিন্ন ধরনের কবিতা গল্প এসব কিছু লিখে যদি আর্ন করতে পারি তাহলে আমরা কেন এই প্লাটফর্মে আসবো না! প্রশ্ন রইল জাতির কাছে। আপনারা কি মনে করেন তা অবশ্যই জানতে পারেন আজকের মত এখানে শেষ করছি ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 106853.34
ETH 3875.55
USDT 1.00
SBD 0.59