চিকিৎসা ক্ষেত্রে ব্যবসা

doctor-5187732_1920.png

Source

এইতো গত কিছুদিন ধরে আমার পরিবারের সকলেই অনেক ব্যস্ততম সময় পার করেছে। এদিকে আমার ছোট ভাই ব্যাপক পরিমাণে পরিশ্রম করেছে। যার কারণে তার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাকে নিয়েই গত দুদিন আগে হাসপাতালে দৌড়েছিলাম। সেখানে গিয়েই একটি অন্য ধরনের পরিস্থিতির শিকার হলাম। অনেক বছর ধরেই হাসপাতালের চক্কর কাটা হয় না। সেদিন এক নম্বর নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম। বর্তমান সমাজে চিকিৎসা ক্ষেত্রে যে পরিমাণে ব্যবসার চলছে। সেটা হয়তো বলে বোঝানো যাবে না। মানুষের সুযোগের সৎ ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া তাদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য।

অন্যদিকে বিভিন্ন ধরনের ওষুধের দাম প্রতিনিয়তই বেড়েই চলেছে। যেই গ্যাসের ওষুধের দাম আজ থেকে দুই বছর আগে ৫ টাকা করে ছিল। সেই গ্যাসের ওষুধের দাম এখন ১৫ টাকার উপরে। গত দুই তিন বছরে প্রত্যেকটি ওষুধের দাম বৃদ্ধি করছে। এছাড়াও ডাক্তার দেখাতে গেলেই বিভিন্ন ধরনের টেস্ট কিংবা বিভিন্ন ধরনের বিষয়বস্তু দিবেই এটাতে কোন মিস নেই। কারণ সাধারণ জ্বর সর্দি হলেও আমাদের এই গাদা গাদা টেস্ট করাতে হয়। এইতো আমার ছোট ভাইকে শুধুমাত্র জর ঠাণ্ডার জন্য ডাক্তার দেখিয়েছিলাম। সেখানে ব্লাড টেস্ট রিপোর্ট এছাড়াও আরো বেশকিছু দিয়েছিল। যেগুলো আমার কাছে মনে হয় যে খুব বেশি একটা প্রয়োজন ছিল না, এটা একটি সমস্যা ছিল।

আবার টেস্ট করানোর ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। বিভিন্ন ধরনের কমিশনের ব্যবস্থা রয়েছে। একটি টেস্ট করাতে গেলেই অনেকেই কমিশন খায়। সেখান থেকে সেই বিষয়গুলো ব্যবসা ছাড়া আর কিছুই না। এসব বিষয়গুলো যখন থাকবে একটি দেশের মধ্যে যেসব বিষয়গুলো দেখার মত কেউ নেই। যে সব বিষয়গুলোকে কন্ট্রোল করার মত কেউ নেই। সে ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে উন্নতি করবে সেটাই আমার বোধগম্য হয় না। আপনাদের কি অবস্থা, এই বিষয়ে আপনারা কি চিন্তা ভাবনা করেন, তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.33
JST 0.032
BTC 111864.27
ETH 4110.84
USDT 1.00
SBD 0.76