জেনারেল রাইটিং - 'ভুলে গিয়েছি মনুষ্যধর্ম'

আজকে ভাবলাম আপনাদের সকলের সাথে মনুষ্যধর্ম সম্পর্কে একটি পোস্ট শেয়ার করি। আসলে ব্যাপারটি নিয়ে অনেকক্ষণ ধরেই চিন্তা করছিলাম। তো সে কারণেই ভাবলাম যে লেখাটি আপনাদের সামনে উপস্থাপন করা যায়।

General Writing

IMG_0378.jpeg


made by canva

মনুষ্যধ এমন একটা ধর্ম যে ধর্ম,অন্য কোনো কিছু মানে না। অর্থাৎ প্রতিটা জাতির জন্যই এই ধর্ম। সমাজ এর প্রতিটা ধর্মেই কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। এবং সেই নিয়মগুলো অবশ্যই খুব ভালো নিয়ম। কারণ ধর্মের নিয়ম গুলো বানানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের প্রাপ্তির জন্য এবং মানুষের ভালোর জন্য। যদিও আজকাল মানুষ তা বুঝেও বুঝে না।

অনেকেই মনুষ্যধর্ম এবং অন্যান্য ধর্মকে আলাদা করে ফেলে। কিন্তু আমার মতে, প্রতিটা ধর্মের মধ্যেই নিহিত রয়েছে মনুষ্যধর্ম। অর্থাৎ এমন কোনো ধর্ম নেই যেখানে মনুষ্যধর্ম পালন করতে বলা হয়নি। মনুষ্যধর্ম হলো মানুষের প্রতি মানুষের যে ধর্ম কাজ করে। যেমন,একটা মানুষ যখন অন্য একটা মানুষকে সাহায্য করতে চায়। তখন অবশ্যই তার কোনো ধর্ম, বর্ণ, জাতি দেখা উচিত নয়। তার দেখা উচিত যে সে মানুষ এবং মানুষের প্রতি মানুষের যে কর্তব্য ভালোবাসা রয়েছে অবশ্যই সেসব পূরণ করা উচিত।

কারণ আমরা মানুষ এবং এটা অনেক বড় একটি সত্য। এবং এই সত্যের উর্ধ্বে আমরা কেউই নয়। এবং একটা মানুষের সাহায্য করতে গেলে কখনোই তার ধর্ম, বর্ণ, জাতি ইত্যাদি দেখা উচিত নয়। কারণ সবকিছুর শুরুতেই আমাদের এটা বিবেচনা করা করতে হবে যে সে একজন মানুষ। কিন্তু দুঃখের বিষয় হলো, যতো দিন যাচ্ছে ততোই মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে এবং সকলেই কেমন যেনো হিংস্র হয়ে উঠছে। আর তাতেই ধ্বংষ মনুষ্যধর্ম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61153.73
ETH 3403.85
USDT 1.00
SBD 2.51