দিনশেষে বোকারাই জয়ী হয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বোকা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।





লিংক


আসলে এই পৃথিবীতে যে যত বেশি চালাক প্রকৃতির লোক তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি ধরা খেয়ে যায়। অর্থাৎ আপনি চালাকি করে কোন কিছু যদি দ্রুত করতে চান হয়তোবা প্রথম প্রথম কোন সমস্যা না হলেও পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা অবশ্যই হতে পারে। আসলে কাজে ফাঁকি দিয়ে সেই কাজটা কি এড়িয়ে গিয়ে আপনি কখনো নিজেকে চালাক বলে মনে করলে তাহলে সেটি হবে বড় বোকামির কাজ। এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যারা একটু বোকা প্রকৃতির লোক তারা কিন্তু কখনো কোন কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে না এবং প্রত্যেকটি কাজ সবসময় মন দিয়ে করার চেষ্টা করেন। আর এভাবে তারা কাজ করতে করতে একসময় সফলতা অর্জন করতে পারে।


একটা জিনিস আপনাকে সব সময় মনে রাখতে হবে যে যারা চালাক প্রকৃতির লোক তারা কিন্তু অনেক বেশি অধৈর্য প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ তারা কোন বিষয়ে কখনো ধৈর্য ধরে রাখতে পারেনা। অর্থাৎ আপনি তাকে কোন ধরনের একটি কাজ দিলে সেই কাজটি সে না করে বরং কি করে সেই কাজের হাত থেকে রেহাই পাওয়া যায় সেজন্য সে প্রতিনিয়ত চেষ্টা করে। আসলে বোকা প্রকৃতির লোক গুলো কিন্তু কখনো এত চালাকি করতে পারে না। অর্থাৎ তারা অনেকটা সহজ সরল প্রকৃতির হয়ে থাকে এবং তাদের যদি একটা কাজ আপনি দিয়ে থাকেন তাহলে সেই কাজটি তারা সবসময় মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। আর এভাবেই কিন্তু আস্তে আস্তে তারা অন্যান্য চালাক মানুষ অপেক্ষায় এগিয়ে যেতে থাকে।


আসলে আমরা ছোটবেলায় কিন্তু সবাই খরগোশ এবং কচ্ছপের গল্প শুনেছি। অর্থাৎ খরগোশ নিজেকে অনেক বেশি চালাক মনে করে এবং সে অনেক বেশি দ্রুত যেকোনো কাজ করতে পারে বলে সে নিজেকে নিয়ে অহংকার করে। কিন্তু একটা প্রতিযোগিতায় দেখা যায় যে সেই কিন্তু তার চালাকির জন্য পরাজিত হয়। এজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কাজকর্মের ক্ষেত্রে যতই চালাকি করি না কেন সেই কাজগুলো কিন্তু আমাদের জীবন থেকে কখনো চলে যায় না। অর্থাৎ আপনি একটা কাজ না করলে সেই কাজটা কিন্তু পরবর্তীতে আপনার জীবনে অনেক বড় আকার ধারণ করে আপনার সামনে যখন চলে আসবে তখন সেই কাজটি আপনি কখনো সমাধান করতে পারবেন না।


আর এই জন্য আমরা একটা জিনিস সবসময় চিন্তা ভাবনা করে চলার চেষ্টা করব যে আমরা অবশ্যই চালাক হব কিন্তু অতি চালাক হওয়ার কোন চেষ্টা করব না। কেননা আমরা সবাই জানি যে অতি চালাকের গলায় দড়ি। অর্থাৎ আমরা ভদ্রভাবে বেঁচে থাকার চেষ্টা করবো এবং প্রত্যেকটি কাজ সবসময় মনোযোগ সহকারে করার চেষ্টা করব। আসলে আমরা যদি প্রত্যেকটি কাজ মনোযোগ সহকারে করতে পারি এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং আমাদের সাথে যারা খারাপ ব্যক্তিরা ছিল তারা সবসময় পিছনের দিকে পিছিয়ে থাকবে। আর এজন্যই বলা হয় যে দিনশেষে পৃথিবীতে যারা বোকা প্রকৃতির লোক তারাই সব সময় প্রত্যেকটি কাজে এগিয়ে থাকে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 10 days ago 

একদম সঠিক কথাটাই বলেছেন আপনি এই যুগে যারা যত বেশি চালাক মনে করে নিজেকে তারা ঠিক ততটাই বিভিন্ন ক্ষেত্রে ধরা খেয়ে যায় কিন্তু বোকা প্রকৃতির লোকেরাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতা অর্জন করে বেশ কিছু উদাহরণ দিয়েছেন পোস্টে যা পড়ে বিষয়টি আরো ক্লিয়ার হলাম।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 114612.16
ETH 4335.29
SBD 0.86