ছোট্ট সেই ছেলেটার স্বপ্ন


moon-4450739_1920.jpg

Source

আমি যখন ছোট ছিলাম তখন অনেকটা এনালগ ভাবে সকলেই বসবাস করত। তখন হাতেগোনা কয়েকটা মানুষের বাসায় সাদাকালো টিভি ছিল এবং তখনও মোবাইল ফোন আসেনি। তখনকার সময় গুলো আসলেই অনেকটা অদ্ভুত ছিল। বিকেল হলেই সকলে একত্রিত হয়ে খেলাধুলা করতাম। সব বন্ধুরা মিলে আবার ঘুরতে যেতাম। যোগাযোগ হতো একটু অন্য উপায়ে এখন তো সবকিছু মোবাইলের মাধ্যমেই হয় তবে তখন কিন্তু মোবাইল ছিল না। তখন একে অপরকে ডাকার কৌশল ছিল ভিন্ন ভিন্ন।

ছোটবেলার স্বপ্ন দেখতাম এস্ট্রোনোমি পড়াশোনা করব। এই পৃথিবীর বাহিরে কি রয়েছে এই মহাকাশ বিজ্ঞানে কি কি রয়েছে এবং আমাদের এই অস্তিত্ব কোথায়? পৃথিবী কেন ঘুরছে? সূর্য কেন আমাদের সৌরমন্ডলের কেন্দ্রীয় রয়েছে? ছোটবেলায় এসব বিষয়গুলো নিয়ে প্রচুর চিন্তাভাবনা করতাম তখন। যদিও ইন্টারনেট ছিল না তবে আমার কাছে কিছু বিজ্ঞান বই ছিল, যেগুলোর মাধ্যমে এগুলো সর্বপ্রথম আমি জানতে পেরেছিলাম এবং তখন থেকে কৌতুহল আমার আজ পর্যন্ত লেগেই রয়েছে।

ছোটবেলায় না বুঝে একটু স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়নে যে কখনোই হবে না। সেটা আসলে কখনোই বুঝে উঠতে পারেনি। কারণ আমাদের দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে এসব বিষয় নিয়ে পড়াশোনা করা কিংবা এই সব সেক্টরে কাজের সম্ভাবনা অনেকটাই কম। তাই তো সে বিষয়ে পড়াশোনা করতে পারিনি। তবে কৌতুহল এখনো আছে এবং আশা করি আগামী ভবিষ্যতেও থাকবে। এমন কিছু আবিষ্কার করতে চাই যে আবিষ্কারের কারণে পুরো বিশ্বের সেটি আলোচিত হয় জানিনা সেটা হবে কিনা তবে, এটাই আমার সেই স্বপ্ন।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 108429.02
ETH 3871.16
USDT 1.00
SBD 0.63