আমার বাংলা ব্লগের জন্মদিন: ৪ বছরের ভালোবাসা
এইতো কিছুদিন আগেই আমার বাংলা ব্লগ কমিউনিটির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল এবং এই অনুষ্ঠানকে ঘিরে নানান ধরনের আয়োজন ছিল এবং সেই সাথে ইউজার রাও অনেক বেশি এনজয় করেছিল এই আয়োজনে। সবমিলিয়ে একটি পারফেক্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এ বছর ৩ দিনব্যাপী। স্টিমিট এর মতো প্লাটফর্মে চার বছর টিকে থাকা মোটেও মুখের কথা নয় বরংচ এইখানে অনেকটা চ্যালেঞ্জিং এর বিষয়ে রয়েছে। এখানে ইউজার টিকিয়ে রাখার বিষয় রয়েছে এবং সর্বোপরি রয়েছে ভালোবাসা এবং কমিউনিটির প্রতি একটি আলাদা মায়া।
সব মিলিয়ে এই কমিউনিটি বর্তমানে স্টিমিটের এক নম্বর কমিউনিটি হিসেবে বিবেচিত হয় এবং এই এক নম্বর কমিউনিটি হওয়ার পেছনের মূল মন্ত্র হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির ফাউন্ডার। প্রতিনিয়তই কমিউনিটির ফাউন্ডার, কো-ফাউন্ডার এবং এডমিন মডারেটরগণ প্রতিনিয়তই এই কমিউনিটির উন্নতি সাধনের জন্য কাজ করে গেছে যাতে ইউজাররা সাপোর্ট পায় এবং তাদের কোয়ালিটি যেন আরো বৃদ্ধি পায়। এর জন্য ব্যাপক পরিহারে কাজ করা হয়েছে এবং এর পরেও এই কমিউনিটিকে বাংলা ভাষাভাষী ভিত্তিক করা হয়েছে বিধায় এতে করে বাঙালিরা ও অনেক বেশি সুবিধা পাচ্ছে বলে অনেকেই মনে করেন।
তবে আমি ব্যক্তিগতভাবেই মনে করি আমার বাংলা ব্লগ শুধুমাত্র একটি কমিউনিটি নয় বরঞ্চ একটি পরিবারের অংশ তা না হলে চারটি বছর এই পরিবারের সাথে থাকাটা কোন সহযত্ন বিষয় ছিল না। অনেক কমিউনিটি ছিল যারা প্রথম অবস্থাতে এই কমিউনিটি থেকেও অনেকটা স্ট্রং পজিশনে ছিল কিন্তু তারপরও সময়ের ব্যবধানে তারা কোথায় যেন বিলীন হয়ে গেছে। অপরদিকে এই কমিউনিটি প্রতিনিয়তই নতুন নতুন আইডিয়াকে কাজে লাগিয়ে এই কমিউনিটিকে উন্নতির চূড়ায় পৌঁছে দিয়েছে। কমিউনিটির এই চতুর্থ বর্ষপূর্তী অনুষ্ঠান উপলক্ষে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই।

