একটি গাছ একটি প্রাণ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে একটি গাছ একটি প্রাণ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


plant-3751683_1280.webp



লিংক

একটা কথা আছে যে গাছ লাগান প্রাণ বাঁচান। অর্থাৎ আমাদের জীবনে গাছের প্রয়োজন অনেক বেশি। এই পৃথিবীতে যদি গাছ না থাকতো তাহলে কিন্তু আমরা কখনো বেঁচে থাকতে পারতাম না অর্থাৎ আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের চারিপাশে গাছের অবশ্যই প্রয়োজন রয়েছে। আর আমরা এই জিনিসটা কিন্তু খুব ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়েছি। অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে যে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি এই কার্বন ডাই অক্সাইড গাছপালা গ্রহণ করে এবং আমাদের জন্য অক্সিজেন তারা পরিবেশে ত্যাগ করে। অর্থাৎ গাছ এবং মানুষ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। মানুষ না থাকলে যেমন গাছপালা থাকতো না ঠিক গাছ ফেলে না থাকলে মানুষেরও অস্তিত্ব কখনো থাকতো না।


কিন্তু একটা জিনিস আমাদের সব সময় কষ্ট দেয় যে এই গাছ আমাদের এতই উপকারী বন্ধু যে আমরা কখনো এই গাছের প্রতি কোন চিন্তাভাবনা করি না। অর্থাৎ মানুষের প্রয়োজন ছাড়া মানুষ যে হারে গাছপালা কেটে ফেলছে এতে করে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। আসলে এভাবে যদি কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ পরিবেশে বেড়ে যেতে থাকে তাহলে কিন্তু এই পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করতে মানুষের অনেক বেশি কষ্ট হবে। এছাড়াও প্রতিবছর একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখি যে পরিবেশে যে পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যাচ্ছে এতে করে বিভিন্ন মানুষের শ্বাসকষ্ট জনিত অনেক ধরনের সমস্যা হচ্ছে।


আসলে এই জিনিসগুলো আমরা জানার শর্তেও কিছু কিছু লোভী মানুষ তাদের এই লোভের জন্য অতিরিক্ত পরিমাণ গাছ কেটে সেই কাজগুলো বাজারে বিক্রি করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জনের চিন্তাভাবনা করে। আসলে একটা জিনিস আমাদের দেশে অবশ্যই বাধ্যতামূলক করা উচিত যে কোন একটা সন্তান যতক্ষণ পৃথিবীতে জন্মগ্রহণ করবে তখন তাদের পরিবারকে অবশ্যই একটা গাছ লাগানো উচিত। অর্থাৎ একটি গাছ একটি প্রাণ। আসলে মানুষকে জোর করে এখন আর কোন কিছু না করলে মানুষ কখনো কোন কিছু করতে চায় না। এজন্য একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে জোর করে হলেও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের প্রতিনিয়ত গাছ লাগাতে হবে।


আর আমরা যদি এভাবে গাছ কেটে ফেলি তাহলে কিন্তু একদিন মানুষের অস্তিত্ব এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। এজন্য মানুষের অবশ্যই বোঝা উচিত যে গাছ আমাদের কতটা বন্ধু। আসলে খারাপ মানুষদেরকে হয়তোবা আমরা ভালো না করতে পারলেও আমরা যদি প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে পারি তাহলে হয়তোবা এই গাছের পরিমাণ আমরা একটু করে বাড়াতে পারবো। আর আমরা একটা সুন্দর প্রকৃতি তৈরি করতে পারব যেখানে বিভিন্ন ধরনের জীবজন্তুর একসঙ্গে বসবাস করতে পারবে। এজন্য সরকারকে এই গাছের দিকে নজর রেখে যারা গাছপালা নিধন করে তাদের কঠোর শাস্তি দেওয়ার অনুরোধ রইল আমার। আর এর ফলে হয়তোবা এইসব খারাপ ব্যক্তিদের সংখ্যা কমে যেতে পারে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 121343.87
ETH 4438.87
BNB 1284.15
SBD 0.77