"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৪ || শেয়ার করো তোমার সেরা প্রাকৃতিক দৃশ্য অংকন।

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



20230920_225558.jpg


আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি খুব সুন্দর একটি আর্টের মাধ্যমে"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৪ || শেয়ার করো তোমার সেরা প্রাকৃতিক দৃশ্য অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে এসেছি । আজকের প্রতিযোগিতার বিষয়টি আসলে অন্যরকম ছিল । এ ধরনের আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো কোনদিনও কখনো চিন্তাই করেনি । কারণ আমি কোনদিনই খুব ভালো আর্ট করতে পারতাম না । এখানে এসে নতুন করে আর্ট করতে শিখেছি । আর এই আর্ট করার পেছনে আমাদের দাদার অবদান সব চাইতে বেশি । কারন দাদা যদি এরকম একটি সুন্দর প্লাটফর্মের ব্যবস্থা না করতেন তাহলে আমরা আমাদের সুপ্ত প্রতিভাকে কখনোই বিকাশ করার সুযোগ পেতাম না । আর প্ল্যাটফর্মে আমাদের এমন অনেক বন্ধু রয়েছে যারা অনেক সুন্দর সুন্দর আর্ট করে তাদের আর্ট করা দেখেই আমি অনুপ্রাণিত হয়ে চেষ্টা করছি । যারা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি । আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত এডমিন মডারেট ও আমাদের প্রাণপ্রিয় দাদাকে ।যাদের কারণে আমরা এত সুন্দর সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি ।

20230920_225437.jpg


এ জলরঙের আর্ট গুলো করতে আমার কাছে সব সময় খুব ভালো লাগে । কিন্তু সময় উঠে না আর যদি সময় করে একটু বসিও তারপরে ছেলের জন্য খুব একটা আঁকা সহজ হয় না ।কারণ আমি যতটুকু আঁকবো যেভাবে করে আঁকবো সেও সেভাবে করে আঁকার চেষ্টা করে । কদিন ধরে ভাবছি কিন্তু আর্ট করা হচ্ছে না তাই আজকে সময় করে বসেই পরলাম । তবে আমার থেকে ছেলের বায়না যেন অনেক বেশি । কারণ ওর এই আর্ট এর প্রতি অনেক বেশি আগ্রহ । আর্ট করব কিন্তু ঘরে কোন আর্ট পেপার নেই এদিকে বাইরে থেকে নিয়ে আসবো সেটাও হয়নি । কিসে আর্ট করব সে চিন্তা থেকে হঠাৎ করে মনে হলো যে ঘরে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারের সাদা পাশে করে দেখা যাক কেমন হয় । পরে করার পরে দেখলাম যে ক্যালেন্ডারের পাতায় আর্ট করতে কিন্তু অনেক মজা বা আর্ট করতে ভালোই লাগে । কাগজটা ভালো ছিল ঝটপট আমি আর আমার ছেলে আর্ট করতে বসে গিয়েছিলাম ।

Polish_20230920_225925782.jpg


এবারকার প্রতিযোগিতার বিষয়টা সত্যিই খুব সুন্দর । প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা । আসলে আমাদের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য প্রতিনিয়তই আমাদেরকে মুগ্ধ করে । এই সৌন্দর্যকে কখনো রংতুলির মাধ্যমে স্বল্প পরিসরে তুলে ধরা সম্ভব নয় তারপরও আমরা যতটুকু পেরেছি নিজেদের দক্ষতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি । আমাদের প্রকৃতির দিকে তাকালে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করে । বিধাতার নিজ হাতে আমাদের প্রকৃতিটাকে সাজিয়েছেন । সত্যি চারিদিকে সবুজ আর সবুজ দেখলে মনটা কেমন যেন খুশিতে নেচে ওঠে । আর এই সবুজ প্রকৃতির মাঝে সময় কাটাতে সবসময় আমাদের ভালো লাগে । তেমনি একটি দৃশ্য এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলে এসেছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

PhotoEditorPro_1695233339701.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230920_211351.jpg20230920_211329.jpg
20230920_211312.jpg20230920_211259.jpg

প্রথমে একটি পেপার নিয়ে একটি বোর্ডের সাথে চারপাশে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি মাস্কিন টেপ দিয়ে । এভাবে লাগিয়ে নিলে আশেপাশের রং গুলো সুন্দরভাবে সমানভাবে দেখা যায় । এরপর পেন্সিল দিয়ে কাগজের মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি । তারপর পেন্সিল দিয়ে গাছ ঘর ও বাকি অংশটুকু এঁকে নিয়েছি । এরপর ওপরের দিকে নীল রং দিয়ে রং করা শুরু করেছি । তারপর নীলের নিচের দিকে সাদা রং দিয়ে আরো একটু রং করে নিয়েছি ।

20230920_211247.jpg20230920_211234.jpg
20230920_211219.jpg20230920_211159.jpg

এরপর বাম পাশে যে অংশটুকু এঁকেছিলাম পানির মত করে সেগুলো ব্লু কালারের রং দিয়ে রং করে দিয়েছি এবং ডান পাশে বাদামি কালারের রং দিয়ে রং করে দিয়েছি । ঘরের চাল লাল রং দিয়ে রং করে নিয়েছি ও ঘরের উপর দিয়ে যে গাছগুলো এঁকেছিলাম সেগুলো সবুজ রং দিয়ে রং করে দিয়েছি ।

20230920_211141.jpg20230920_211123.jpg
20230920_211046.jpg20230920_211026.jpg

এরপর সবুজের উপর দিয়ে হলুদ রং দিয়ে গাছগুলোকে আরো সুন্দরভাবে এঁকে নিয়েছি ও বাদামি কালারের ভিতরে ডিপ কালারের খয়রি কালারের রং দিয়ে কিছু কিছু জায়গায় দাগিয়ে নিয়েছি । ঘরের নিচের অংশটুকু কালো কালারের রং দিয়ে রং করে দিয়েছি ।

20230920_211004.jpg20230920_210947.jpg
20230920_210930.jpg20230920_210859.jpg

এরপর ঘরের নিচে কালোর উপরে সাদা সাদা রং দিয়ে রং করে দিয়েছি এবং মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কালো রং দিয়ে দরজা জানালা এঁকে নিয়েছি । এরপর নিচের বাদামি অংশের ভেতরে সাদা সাদা রং দিয়ে কিছু কিছু জায়গায় রং করে দিয়েছি । নিচের দিকে সবুজ রং দিয়ে ছোট ছোট কিছু গাছ এঁকে নিয়েছি ও গাছের ভেতরে হলুদ রং দিয়ে ফুলের মত তৈরি করে নিয়েছি ।

20230920_210846.jpg20230920_210715.jpg
20230920_210645.jpg20230920_225618.jpg

এরপর দূরে ছোট ছোট দুটো গাছ নিয়েছি এবং ছোট ছোট গাছের সাইড দিয়ে বড় একটি গাছ এঁকে নিয়েছি । তারপর নিচে বাম পাশের পানির কিছু কিছু জায়গায় সাদা সাদা রং দিয়ে দিয়েছি এবং ডান পাশে জায়গাটা কিছু অংশ কালো করে দিয়েছি । পানির ভেতরে ছোট্ট একটা হাঁস এঁকে নিয়েছি এবং হাঁসের নিচ দিয়ে পানির মত এঁকে নিয়েছি যাতে বোঝা যায় যে হাঁস চলাচল করছে । এরপর মাস্কিন টেপ খুলে নিয়েছি এবং আমি আমার নাম লিখে নিয়েছি । তারপর সুন্দরভাবে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি ।

20230921_001802.jpg

20230920_225558.jpg

20230921_001918.jpg

20230920_225437.jpg

20230920_210424.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

প্রাকৃতিক সৌন্দর্যের অনেক সুন্দর একটি থিম প্রস্তুত করেছেন আপু সত্যি দেখে একদম অবাক হয়ে গেলাম।
পূর্বে আপনার প্রস্তুত করা চিত্র দেখেছি তবে আজকের চিত্রটি একটু বেশি ভালো হয়েছে।
বিশেষ করে চিত্রের কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটেছে।
ধাপগুলো অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমার পূর্বের চিত্র থেকে আজকেরটি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে সত্যিই অনেক খুশি হলাম ।

 11 months ago 

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ কিছু দৃশ্য তুলে ধরেছেন আপনি। আপনার এই আর্টের মধ্যে যে জিনিসগুলো তুলে ধরেছেন প্রত্যেকটি জিনিসই খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে সবগুলো জিনিস একসাথে একটি আর্টের মধ্যে দেখতে পেরে খুবই ভালো লাগলো ৷

 11 months ago 

আমার আর্টের প্রত্যেকটা জিনিসই আপনার কাছে ভালো লেগেছে যেনে অনেক ভালো লাগলো ।

 11 months ago 

মাশা্আল্লাহ, আপনি তো বেশ সুন্দর ড্রয়িং করেছেন। গ্রামীন পরিবেশের মুগ্ধকার একটা দৃশ্য উপস্থাপন করেছেন, দারুণ লেগেছে আমার কাছে দৃশ্যটা। শুভ কামনা রইল আপনার জন্য।

 11 months ago 

ভাইয়া আপনার মন্তব্য দেখে তো খুবই ভালো লাগল । আপনার ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো । অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।

 11 months ago 

আমার বাংলা ব্লগের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। প্রাকৃতিক দৃশ্যের এই অংকনটি অনেক সুন্দর হয়েছে আপু। খুবই সুন্দরভাবে অংকন পদ্ধতি আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

প্রাকৃতিক দৃশ্যের অংকন আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম ভাইয়া । ধন্যবাদ ।

 11 months ago 

আপু ভাবতেও পারিনি প্রতিযোগিতার মাধ্যমে এত সুন্দর কিছু দেখতে পাবো। সবার পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। আপনার প্রাকৃতিক দৃশ্যের অংকনটা অসাধারণ হলো। ভীষণ ভালো লেগেছে আপু অনেক ধন্যবাদ আপনাকে। প্রতিযোগিতার অংশগ্রহণ করার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

এরকম একটি প্রতিযোগিতার আয়োজন না করলে আসলেই সুন্দর সুন্দর চিত্র আমরা দেখতে পারতাম না । সবারটাই অনেক বেশি সুন্দর হয়েছে ।

 11 months ago 

গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য খুঁজে পেয়েছি আপনার আজকের এই অসাধারণ চিত্রাংকনের মধ্যে। যেখানে পুকুরের মধ্যে একটি হাঁস। পাশাপাশি পুকুর পাড়ে তালগাছ সহ অন্যান্য গাছের দৃশ্য আরো পাশে রয়েছে ঘরবাড়ি। অনেক ভালো লেগেছে আপনার এই অসাধারণ চিত্র অংকটা।

 11 months ago 

আমার চিত্রের মাধ্যমে আপনি গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য খুঁজে পেয়েছেন জেনে ভালো লাগলো ।

 11 months ago 

পুরোপুরি একটি গ্রাম্য চিত্র অঙ্কন করেছেন, পুকুর পাড়ে দুইটি বাড়ি আর পুকুরে হাঁস দেখতে বেশি ভালো লেগেছে। আপনার নিখুঁত আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 11 months ago 

গ্রামের চিত্র তৈরি করলে তো পুরোপুরি গ্রামের চিত্রই অংকন করতে হয়, এজন্য আমিও চেষ্টা করেছি ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47