মাছ বাজারে গিয়ে মাছ কেনা ও ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আমি আবার আপনাদের নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে কিছু মাছের ফটোগ্রাফি শেয়ার করতে চলে এসেছি । আবার অনেকদিন পরে মাছ বাজারে গিয়েছিলাম । মাছ বাজারে যেতে আমার কাছে খুবই ভালো লাগে । আমরা অবশ্য বাসা থেকে যখন বের হই তখন হাঁটতে যাওয়ার উদ্দেশ্যে বের হয় । তখন মাছ বাজারে যাওয়ার কথা মনে থাকে না । হাঁটতে হাঁটতে তখন হঠাৎ করে মনে হল যে দূরে একটা মাছ বাজার রয়েছে সেখানে চলে গেলে কেমন হয় । আমাদের বাসা থেকে মাছ বাজার বেশ অনেকটাই দূরে । আমরা সেখানে চলে গিয়েছিলাম হাঁটাও হলো সাথে মাছ কেনাও হলো । কমলাপুর রেলস্টেশনের কাছাকাছি একটা মাছের বাজার বসে সেখানে সন্ধ্যার পরে একেবারে ফ্রেশ মাছ পাওয়া যায় সেখান থেকে মাছ কিনতে আমার কাছে খুব ভালো লাগে । এজন্য দূর হলেও সেখানে গিয়ে মাছ কিনতে আমরা স্বচ্ছন্দবোধ করি ।

20240121_235914.jpg


প্রথম যে মাছের ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মলা মাছের ছবি । এই মলা মাছ বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করে খেতে খুব ভালো লাগে । তাছাড়া বেগুন দিয়ে চচ্চড়ি করলেও এ মাছগুলো খেতে ভালোই লাগে আমার কাছে । ছোট মাছ আমি খুব একটা খাই না হঠাৎ মাঝে সাঝে এই মাছগুলো কিনে খাই । এবার কিছু কিনে নিয়ে এসেছিলাম ভালোই লেগেছিল খেতে ।

20240121_235757.jpg

20240121_235900.jpg


এগুলো ছোট সাইজের কিছু টেংরা মাছ । এই টেংরা মাছগুলো চচ্চড়ি করে খাওয়ার জন্য সেদিন কিনেছিলাম । টেংরা মাছ খেতে আমার কাছে ভালো লাগে । বিশেষ করে বড় বড় টেংরা মাছ গুলো দেখলে কিন্তু ইচ্ছা করে । বড় এবং ছোট সব রকমের টেংরামাছ সেদিন আমি কিনেছিলাম । এগুলো নদীর ফ্রেশ টেংরা মাছ এজন্য এই মাছগুলো ছোট হলেও খেতে ভালোই লাগে ।

20240121_235845.jpg


উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো টুনা ফিস । এই মাছ খেতে আমার কাছে তোমার ভালো লাগে না । এ মাছগুলো দেখতেই ভালো লাগে তবে এই মাছগুলো পরিষ্কার করে খাওয়া আমার কাছে ঝামেলা মনে হয় এজন্য এ মাছগুলো আমি নিজে থেকে কখনো কিনে আনিনা । হঠাৎ হঠাৎ আমার হাজবেন্ড নিচে গেলে সামনের উপর পড়লে তখন সে নিয়ে আসে । এই মাছগুলো দেখলেই আমার ঝামেলা মনে হয় ।

20240121_235929.jpg


আমার অনেক পছন্দের মাছ শিং মাছ । আমি সবসময় খেয়ে থাকি এবং আমার ফ্রিজে সবসময় শিং মাছ থাকে । এরকম টাটকা ফ্রেশ শিং মাছ দেখলে একসাথে অনেকগুলো কিনে রেখে দিই অনেকদিন পর্যন্ত খেতে ভালই লাগে । আবার চিংড়ি মাছ পছন্দ করেনা এমন মানুষ নেই বললেই চলে । ছোট বড় সব ধরনের চিংড়ি মাছ খেতে ভালোই লাগে । এই চিংড়ি মাছ গুলো ভালই বেশ বড়ই ছিল দেখে কিনে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড ।

20240121_235810.jpg

20240121_235741.jpg


পাবদা মাছ ও আমার অনেক বেশি পরিমাণে খাওয়া হয় । কারণ এ ধরনের বড় বড় পাবদা মাছ গুলো যখন কিনে আনা হয় তখন একবারে পানির ভিতরে এভাবে রেখে দেয় যে সাঁতরাতে থাকে এবং সেই মাছগুলো কিনে এনে রান্না করে খেলে খুবই ভালো লাগে খেতে । বিশেষ করে টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করলে সত্যিই অনেক মজা লাগে ।

20240121_235727.jpg


আজকে বাজারে প্রচুর পরিমাণে রুই কাতল মাছ দেখলাম এবং এই মাছগুলো আমি সবসময়ই খেয়ে থাকি । আমরা রুই মাছ এবং কাতল মাছ সাথে একটা কারফিউ মাছ কিনে নিয়েছি । দেখলাম যে মানুষ প্রচুর পরিমাণ মাছ কিনছে এবং যারা মাছ কাটছে তারা একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে মাছ কাটতে কাটতে । বড় বড় বটিতে মাছ কাটা দেখতে আমার কাছে ভালোই লাগে । আর ওরা এত দ্রুত মাছগুলো কাটে আবার দেখলে ভয়ও লাগে ।

20240121_235712.jpg

20240122_000759.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 6 months ago 

কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে একটি মাছের বাজার আছে সেখানে অনেক অনেক টাটকা মাছ পাওয়া যায় এটা জেনে বেশ ভালো লাগলো। মাছ বাজারে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখতে বেশ ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

 6 months ago 

মাছ বাজারে গিয়ে ফ্রেশ মাছ কিনে আনতে আমার কাছে খুব ভালো লাগে এজন্য আমি মাঝে মাঝে যাই ।

 6 months ago 

বেশ ফ্রেশ মাছগুলো।সবগুলো মাছ দেখে মনে হচ্ছে একেবারে তাজা। আর এ রকম তাজা মাছ খাওয়ার মজাই অন্য রকম। শীতকালে এ মাছগুলো ট্মেটো আর ধনেপাতা দিয়ে রান্না করলে খেতে দারুন লাগে। আর টুনা মাছের চপ খেতে কিন্তু বেশ মজা। একবার খেলে বারবার খেতে চাইবেন।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 6 months ago 

শীতের সবজি দিয়ে মাছ খেতে আসলেই অনেক ভালো লাগে বেশি করে ধনিয়া পাতা দিলে সেই মাছ রান্না করলে সেই মাছের স্বাদই পাল্টে যায় ।

 6 months ago 

আপনি তো দেখছি অনেক রকমের মাছ কিনেছেন। তার পাশাপাশি কয়েকটা ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। একদিকে আপনাদের হাঁটা হলো, আরেকদিকে মাছও কেনা হলো তাহলে। আপনি যে মাছগুলোর ফটোগ্রাফি শেয়ার করেছেন, এগুলোর বেশিরভাগ আমার পছন্দের। যাই হোক মাছগুলো নিয়ে এসে নিশ্চয়ই মজা করে রান্না করে খেয়েছিলেন।

 6 months ago 

আসলে এই মাছগুলো সত্যি খেতে খুব ভালো লাগে । ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য ।

 6 months ago 

মাছ কিনতে তো খুবই ভালো লাগে। আপনি একসাথে দুটো কাজ করেছেন হাটাও হয়েছে মাছও কিনেছেন বেশ ভালো একটা কাজ করেছেন আপু। মাছগুলো দেখে মনে হচ্ছে অনেকটা ফ্রেশ। আপনার মাধ্যমে অনেক মাছের ফটোগ্রাফি দেখতে পেলাম। আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 6 months ago 

একসাথে দুই কাজ সেরে ফেললাম হেঁটেও আসলাম আবার ফ্রেশ ফ্রেশ মাছ কিনে নিয়ে আসলাম ।

 6 months ago 

সব গুলো মাছের ফটোগ্রাফিক অসাধারণ সুন্দর ও লোভনীয়। সব মাছ লোভনীয়। মাছ বাজারে গেলে মন চায় সব মাছ কিনে ফেলি।ঠিক বলেছেন আপু বড়ো বড়ো বটিতে এমন ভাবে মাছ কাটে যে মনে হয় এই বুঝি হাত কেটে ফেলবে ভয় লাগে দেখতে ভীষণ। ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

আসলে ওরা যখন মাছ কাটে তখন দেখলেই ভয় লাগে মনে হয় হাতটা কেটে না যায় । কিন্তু ওরা খুব পারদর্শী খুব সাবধানতার সাথে টপটপ করে কেটে ফেলে ।

 6 months ago 

আপনি বেশিরভাগ সময় আপনার হাজবেন্ডের সাথে হাঁটতে বের হন, এটা জেনে খুব ভালো লাগে। আপনার এর আগের আরও অনেকগুলো পোস্টে জেনেছি আপনি হাঁটতে যান আপনার হাজবেন্ডের সাথে। মাছ বাজারে গিয়েছিলেন আর বেশ কয়েক রকমের মাছ কেনা হয়েছিল দেখছি। এরকম মাছগুলো যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে ভুনা করলে একটু বেশি ভালো লাগে। নিশ্চয়ই এই মাছগুলো বেশ মজা করে খেয়েছিলেন। রান্না করার পরও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল।

 6 months ago 

আমি প্রত্যেকদিন যায় না তবে মাঝে মাঝে যাই প্রত্যেকদিন যেতে পারলে ভালো হয় হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু ছোট্ট ছেলেকে একা রেখে যেতে ইচ্ছা করে না তাই গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে যাই । আর মাঝে মাঝে ভালো মাছ পেলে নিয়ে আসি ।

 6 months ago 

সত্যি আপু মাছের ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে অনেক তরতাজা মাছ ছিল। এই ধরনের তাজা মাছ গুলো রান্না করে খেতে খুবই সুস্বাদু লাগে। যেহেতু আপনি সন্ধ্যার পরে গেলেন একটু হাঁটতেও পারলেন। আর খুব সুন্দর মাছের বাজারে গিয়ে মাছ কিনতে পারলেন। সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আপনার অনুভূতি ভীষণ ভালো লেগেছে।

 6 months ago 

মাঝে মাঝে সন্ধার পরে হাঁটতে বের হই এবং সামনে এ ধরনের টাটকা ফ্রেশ মাছ দেখলে কিনে নিয়ে আসি । কিন্তু আজকে তো মাছ কেনার উদ্দেশ্যেই বাজার পর্যন্ত গিয়েছিলাম ।

 6 months ago 

মাছ বাজারে গিয়ে মাছ কেনা আর ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আপু। আপনি সুন্দর বর্ননা তুলে ধরেছেন। সত্যি মলা মাছ খেতে ভালো লাগে।আর এই মাছ কাটা দেখলে সত্যি ই ভয় ও লাগে।টুনা ফিশ আমার ও ভালো লাগে না আপু।আপনি তো বেশ অনেক মাছ কিনে আনলেন।অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 6 months ago 

মলা মাছ বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করে খেতে সত্যি অনেক ভালো লাগে । টুনা ফিস হয়তোবা অন্যভাবে খেতে ভালো লাগে তবে আমার কাছে দেখলেই ঝামেলা লাগে ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39