★টিস্যু রোল দিয়ে ফুলের সুন্দর একটি ওয়ালমেট তৈরী★

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20230903_231935145.jpg


আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টিস্যু রোল দিয়ে ফুলের একটি ওয়ালমেট । আমি এর আগে কখনো ওয়ালমেট তৈরি করিনি সবাই অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে সেটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে । এটা দিয়ে আমি ফুল তৈরি করতে চেয়েছিলাম কিন্তু ফুল তৈরি করতে করতে দেখি যে একটা ওয়ালমেট হয়ে গিয়েছে । দেয়ালে লাগিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে । টিস্যু রোল দিয়ে বানানোর কারণে একটু ব্যতিক্রম লাগছে । টিস্যু রোল দিয়ে যেকোনো ধরনের ফুল ও অন্যান্য কিছু তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে । অনেকদিন ধরে বেশ কিছু টিস্যু রোল জমিয়ে রেখেছিলাম বানাবো বানাবো করে সময় করে উঠতে পারছিলাম না । আর এগুলো বানাতে অনেক কষ্ট কারণ কাগজটা অনেক মোটা থাকে এগুলো কাটতে খুবই কষ্ট হয় । তারপরও আমি জমিয়ে রেখেছি যদি সময় পাই তাহলে বানাবো । সময় করে একদিন বসেই পড়লাম আর এটি বানাতে আমার অনেক বেশি সময় লেগেছে । তবে বানানোর পরে দেখতে খুবই ভালো লেগেছে তখন আমার কষ্টটা কিছুটা হলেও দূর হয়েছে ।

02design-down.png

প্রয়োজনীয় উপকরণ

টিস্যু রোল
গ্লু গান
কাঁচি
কাঠি

02design-down.png

কার্যপ্রণালী

02design-down.png

20230903_231822.jpg20230903_231758.jpg
20230903_231746.jpg20230903_231735.jpg
20230903_231723.jpg20230903_231713.jpg

প্রথমে দেখুন একসাথে অনেকগুলো টিস্যু রোল নিয়েছি ।সবগুলো রোল আমার এখানে কাজে লেগেছে । তারপর একটা রোল নিয়ে মাঝখান থেকে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি ।তারপরে কাঁচি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি । প্রত্যেকটা টুকরো দুই পাশে চাপ দিয়ে ফুলের পাঁপড়ির মত তৈরি করে নিয়েছি এবং একটা মাঝখান থেকে দুটো করে নিয়েছি । আরো একটা মাঝখান থেকে কেটে দুটো করে নিয়েছি ।

20230903_231658.jpg20230903_231648.jpg
20230903_231633.jpg20230903_231621.jpg
20230903_231600.jpg20230903_231547.jpg

এরপর দেখুন যে দুটো ছোট করে কেটে রেখেছিলাম সেই ছোটটার মাঝখানে কাটা অংশটা লাগিয়ে দিয়েছি এবং পাঁপড়ির মতো যেটা বানিয়ে রেখেছিলাম সেই কাটা অংশ দুটো গ্লু দিয়ে লাগিয়ে মাঝখানে বসিয়ে দিয়েছি । এভাবে করে একটা তৈরি হয়ে গিয়েছে আরো একটা পাঁপড়ি নিয়ে মাঝখান থেকে ফাঁকা করে নিয়েছি ।

20230903_231535.jpg20230903_231523.jpg
20230903_231510.jpg20230903_231457.jpg
20230903_231444.jpg20230903_231432.jpg

এভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি । একসাথে আমি অনেকগুলো তৈরি করেছি । তারপর আরো নিয়ে অন্য ডিজাইনের আরো কিছু বানিয়ে নিয়েছি । ওপরে ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম ভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি । তারপর আরো দুটি নিয়ে মাঝখান থেকে ফাঁকা করে পাঁপড়ির মতো তৈরি করে নিয়েছি অন্য ডিজাইনের বানানোর জন্য ।

20230903_231421.jpg20230903_231410.jpg
20230903_231359.jpg20230903_231344.jpg
20230903_231331.jpg20230903_231315.jpg

এরপর দেখুন মাঝখান থেকে কেটে নিয়ে কাঠি দিয়ে দুই পাশে পেঁচিয়ে নিয়ে আবার পাঁপড়ির মাঝখানে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি । কিছুটা চোখের মতো তৈরি হয়েছে । এভাবে করে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি । এবার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গ্লু দিয়ে লাগানোর পালা ।

20230903_231254.jpg20230903_231218.jpg
20230903_231146.jpg20230903_231134.jpg
20230903_231021.jpg20230903_231002.jpg

প্রথমে কিছু পাঁপড়ি নিয়ে পাশাপাশি করে লাগিয়ে নিয়েছি ।এভাবে করে ছয়টা প্রথমে লাগিয়ে নিয়েছি । তারপর ফাঁকায় ফাঁকায় আরো কয়েকটা লাগিয়ে দিয়েছি ।একইভাবে করে আমি যতগুলো ফাঁকা ছিল ফাঁকায় ফাঁকায় লাগিয়ে পূর্ন করে নিয়েছি । একই ডিজাইনের প্রথমে সবগুলো লাগিয়েছি ।

20230903_230938.jpg20230903_230923.jpg
20230903_230849.jpg20230903_230831.jpg

এরপর এক সাইডে বিভিন্ন ডিজাইনের কয়েকটা লাগিয়ে নিয়ে আবার একই ডিজাইনের আরো কয়েকটা লাগিয়ে নিয়ে এক সাইডে বড় করে নিয়েছি । একইভাবে অন্যপাশেও সবগুলো লাগিয়ে নিয়েছি গ্লু দিয়ে । ব্যাস আমার সবগুলো লাগানো হয়ে গিয়েছে । এখন সুন্দরভাবে কয়েকটি ছবি তোলার পালা ।এভাবে করে আমার টিস্যু রোলের ওয়ালমেট তৈরি হয়ে গিয়েছে । এখন আমি দেয়ালের সাথে লাগিয়ে টেবিল উপর রেখে বিভিন্ন দিক থেকে কয়েকটি ছবি তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে ।

20230903_230819.jpg20230903_230800.jpg

20230903_230730.jpg

20230903_230708.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 last year 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে টিস্যু রোল দিয়ে ফুলের সুন্দর একটি ওয়ালমেট তৈরী করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এত সব বুদ্ধি যে আপনাদের মাথায় কিভাবে আসে সত্যি আমি বুঝে পাই না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

আমার তৈরি করা ওয়ালমেট টা আপনার কাছে বেশ ভালো লেগেছে শুনে ভালো লাগলো ।

 last year 

আমরা সবাই টিস্যু ব্যবহার করে এই অংশটুকু ফেলে দেই।আর আপনি সেই ফেলে দেওয়া অংশটুকু কাজে লাগিয়ে আজকের খুব সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করলেন।আহ্ দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম আপু।আমাদের সকলেরই উচিত এভাবে ফেলে দেওয়া জিনিসগুলোকে কাজে লাগিয়ে সুন্দর কোন কিছুতে রূপান্তরিত করা। ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সম্পুর্ন ভিন্ন রকম ফুলের সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার প্রশংসা করতে হয়। এধরনের ইউনিক আইডিয়া গুলো দেখলে মন অটোমেটিক ভালো হয়ে যায়। আজকের ডাই প্রজেক্ট দেখতে অসাধারন লাগতেছে আপু। ঘরের দেওয়ালে লাগিয়ে রাখুন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আমার ওয়ালমেটটি আপনার কাছে সম্পূর্ণ ভিন্ন রকম এবং ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো ।

 last year 

টিস্যু রোল দিয়ে ভিন্ন রকম একটি সুন্দর ফুল তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরকম কাজগুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। তৈরি করার দাপগুলোখুব সুন্দরভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

সময় ও ধৈর্য লেগেছে মানে অনেক বেশি লেগেছে দুই তিন ঘন্টা সময় নিয়ে তৈরি করেছি এটি ।

 last year 

টিস্যুরোল দিয়ে চমৎকার একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে টিস্যুরোল গুলো ছোট ছোট করে কেটে ভাজ দিয়ে এই ওয়ালমেট তৈরি করায় দেখতে বেশি চমৎকার লাগছে। আপনার নিখুঁত হাতের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

টিস্যু রোল গুলো চিকন চিকন করে কাটতে অনেক বেশি সময় ও কষ্ট হয়েছে ।

 last year 

টিস্যুরোল দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে ফেলেছেন আপনি৷ এরকম সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন৷ এরকম সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷

 last year 

আপনিও সুন্দরভাবে তৈরি করে আপনার প্রতিভাকে তুলে ধরুন আমরাও দেখি ।

 last year 

টিস্যু রোল দিয়ে ফুলের এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি দেখে আমি তো অনেক মুগ্ধ হলাম। এরকমভাবে ওয়ালমেট তৈরি করলে আসলেই তা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই ওয়ালমেট ঘরে লাগালে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনার এরকম একটা ইউনিক আইডিয়া দেখে সত্যি আমি মুগ্ধ হলাম। বুঝতেই পারছি অনেক বেশি সময় লেগেছিল এটি তৈরি করতে।

 last year 

সত্যি আপু এরকম করে তৈরি করলে ভালই লাগে দেখতে ।

 last year 

এরকম টিস্যু রোলগুলো জমিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায়। আপনি দেখছি অনেকগুলো টিস্যুরোল জমিয়েছেন। আর অনেক নিখুঁতভাবে এবং সময় ব্যবহার করে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন এই টিস্যু রোল গুলো দিয়ে। অনেক বড় করে এই ওয়ালমেট তৈরি করা হয়েছে যা দেখে বুঝতে পারছি। সত্যি অসাধারণ লাগছে আপনার তৈরি করা এই ওয়ালমেট।

 last year 

আমি ব্যবহারের পর ফেলে না দিয়ে একটা একটা করে জমিয়ে রাখি কখন কাজে লেগে যায় ।

 last year 

টিস‍্যু রোল টা বেশ শক্ত হয়। আর অধিকাংশ সময় আমরা ওটা ফেলে দেয়। কিন্তু ওটা দিয়ে যে এতো সুন্দর ওয়ালমেট তৈরি করা যায় আপনার পোস্ট না দেখলে বুঝতেই পারতাম না। দারুণ তৈরি করেছেন ওয়ালমেট টা আপু। চমৎকার হয়েছে । ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিকই বলেছেন ভাইয়া টিস্যু রোল টা অনেক শক্ত কাটতেই আমার অনেক বেশি কষ্ট হয়েছিল ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65633.94
ETH 2670.37
USDT 1.00
SBD 2.90