সবাই মিলে নিউ ইয়ার এর আনন্দ উপভোগ

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রতিবছরের ন্যায় এবারের নিউ ইয়ার কিভাবে কাটালাম সেই অনুভূতি । প্রতিবছর নিউ ইয়ার আমরা ও আমাদের পাশের প্রতিবেশীদের সাথে কাটানো হয়ে থাকে । এবারকার নিউ ইয়ারে আমার বোন আমার সাথে ছিল বিধায় আনন্দটা একটু বেড়ে গিয়েছিল । আমরা প্রতি বছরই নিউ ইয়ারে রাত বারোটার আগে আমরা ছাদের যাই বাজি ফোটানোর আনন্দ উপভোগ করতে ।

20240101_000011.jpg

20240101_000634.jpg

20240101_000630.jpg


আমাদের পাশের বাসার ফ্যামিলির সাথে আমরা নিউ ইয়ার খুব আনন্দসহকারে উদযাপন করি । কারণ ওই দিন এক তারিখে পাশের বাসার ভাইয়ের বার্থডে থাকে ।সেই কারণে তাদের বাসায় সব ধরনের খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় এবং আমরা মূলত তাদের সাথেই দিনটা একসাথে উপভোগ করার চেষ্টা করি । কিন্তু এবার তারা আমেরিকা ঘুরতে যাওয়াতে আমরা একটু একাই পড়ে গিয়েছিলাম । যার কারণে সাথে আরো দুই একজন লোক যোগ হওয়ার কারণে একটু ভালোই লেগেছিল ।

20240101_000336.jpg

20240101_000011.jpg

20231231_235542.jpg


প্রতিবারের নাই এবারও আমরা বারোটা বাজার কিছুক্ষণ আগে ছাদে চলে গিয়েছিলাম বাজি ফুটানো দেখতে । গিয়ে দেখি ছাদে অসংখ্য লোক ভিড় করেছে ।আমরা ঠিক করেছিলাম একেবারে ২২ তলার উপরে ছোট্ট একটি ছাদ রয়েছে সেখানে উঠবো । কিন্তু সেখানে এতটা পরিমানে ভিড় ছিল যে কিছুতেই সেখানে জায়গা করতে পারলাম না । পরে আমরা প্রতিবার যেখানে দাঁড়িয়ে বাজি ফোটানো দেখি ঠিক সেখানে দাঁড়িয়ে বাজি পড়ানো দেখলাম । বারোটা বাজার সাথে সাথে চারিদিক থেকে বাজির শব্দ আসতে লাগলো সে ভিন্ন ধরনের অনুভূতি । আসলে এই দিনটা বাজি ফোটানো দেখতে সত্যিই খুব ভালো লাগে। আমাদের পাশেও কয়েকজন ছিল বাজি ফোটাচ্ছিল যেটা দেখে খুবই ভালো লাগলো । কারণ এত কাছ থেকে এই বাজি পোড়ানো এই প্রথম দেখলাম ।

20240101_002818.jpg

20240101_001444.jpg


আমরা সাধারণত আমাদের ছাদে দাঁড়িয়ে অন্যের বাজি ফোটানো দেখি আজকে আমরা নিজেরাই বাজি ফুটিয়েছি যার কারণে কাছ থেকে দেখার অনুভূতি হয়েছে । সত্যি সে এক ভিন্ন রকম অনুভুতি । একসাথে আমরা হ্যাংআউটেও জয়েন ছিলাম আবার বাজি ফুটানো দেখছিলাম । সাথে সাথে বাচ্চারাও খুব এনজয় করেছিল । ছাদে আবার গিটার বাজিয়ে গান বাজনার আয়োজন ছিল । বেশ খানিকটা সময় গান শুনতে লাগলাম তারপর নীচে নেমে এলাম । এই দিনটা অনেক সুন্দর কাটে বিশেষ করে ঢাকা শহর টা দেখতে অসম্ভব ভালো লাগে । চারিদিকে একেবারে আলোকিত হয়ে মনে হয় জোনাকিরা মিটিমিটি করে জ্বলছে । সত্যিই ভালো ছিল এবারের নিউ ইয়ারের রাতটা ।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 6 months ago 

তাহলে তো আপনাদের বাসার ছাদে পুরোটাই উৎসবমুখর পরিবেশ ছিল তাছাড়া শেষের ছবি দেখেই বোঝা যাচ্ছে ছাদের উপরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ফোটানো দেখছে। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আপু।

Posted using SteemPro Mobile

 6 months ago 

প্রতিবছরের এই দিনটা আমাদের ছাদে অনেক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় আমরা খুব এনজয় করি ।

 6 months ago 

আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আর খুব চমৎকারভাবে এই বছর উদযাপন করেছেন। অবাক হলাম শুনে যে ২২ তলার উপরে গিয়ে বাজি ফুটানো দেখার জন্য যাবেন। ওরে বাবারে রাত্রেবেলা এত তালার উপরে কিভাবে সাহস করলো আপনার
🤭।যাই হোক ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছি অনেক লোক ছাদের উপরে জমা হয়ে আছে। আর চারিদিকে আলো গুলো দেখতে ভালই লাগছে। তবে আপনাদের বাসার পাশে যে ভাইয়াটার বার্থডে থাকতো, তখন হয়তো একটু ভিন্ন রকম আনন্দ হতো। যদিও এবার সেটি মিস করেছেন। সর্বাপরি বাকি দুজনের এড হওয়াতে ভালই উপভোগ করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

২২ তলার ছাদে উঠে বাজি ফোটানোর মজাই আলাদা । বিশেষ করে চারদিকে যখন ঢাকা শহর জ্বলজ্বল করে জ্বলে তখন দেখতে সত্যিই অপূর্ব লেগে । আমরা খুব এনজয় করেছিলাম ।

 6 months ago 

বোঝাই যাচ্ছে সবাই মিলে নিউ ইয়ারে অনেক সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন বাসার ছাদে। আপনার এই পোস্ট পড়ে নিজের মধ্যে উত্তেজনা কাজ করছে কতটা আনন্দকর মুহূর্ত অতিবাহিত করেছিলেন সেই সময়টাতে। যদিও ২২ তলার উপরের ছোট্ট ঘরে জায়গা হয়নি তারপরেও বোঝাই যাচ্ছে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছিলেন, আর সাথে গিটারের গান আহ্। ধন্যবাদ আপনার কাটানো সুন্দর মুহূর্ত টা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ছোট ঘর ছিল না ২২ তলার উপরে ছোট্ট একটি ছাদ আছে সেটার উপরে ওঠার চেষ্টা করেছিলাম । পরে অবশ্য উঠেছিলাম তখন রাত একটা বেজে গিয়েছিল ।

 6 months ago 

সবাই মিলে বাসার ছাদে নিউ ইয়ার সেলিব্রেশন করেছেন আপনারা।এটা আসলেই আনন্দের একটি ব্যাপার।ছোট্ট ঘরটিতে জায়গা হয়নি তারপরেও ভালো সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 6 months ago 

নিউ ইয়ার সেলিব্রেশনটা আসলেই অনেক ভাল হয়েছে । ছোট ঘর না আপু সেটাও ছাদ ছিল তবে সেটা ছাদের বাড়তি আরো একটি অংশ । সেখানে উঠে পুরো ঢাকা শহর টা দেখতে খুব ভালো লাগে । আমরা উঠেছিলাম রাত একটা দিকে ।

 6 months ago 

হ্যাঁ আপু এবারের নিউ ইয়ারের রাতটা সত্যিই চমৎকার লেগেছিল আমার কাছে। যদিও এভাবে কখনো দেখার সুযোগ হয়নি। এবার আপনাদের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছি ।বেশ ভালো লেগেছিল ।অনেক ধন্যবাদ আপনাকে সেই মুহূর্তকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য।

 6 months ago 

আসলেই সেদিনটা অনেক মজা হয়েছিল এবং রাতের বেলা চারিদিকটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44