রঙীন কাগজ দিয়ে নতুন বছরের শুভেচ্ছা

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240101_012443287.jpg


আজকে আমি আবার আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি প্রজেক্ট তৈরি করেছি সেটি শেয়ার করব । রঙিন কাগজের প্রজেক্ট তৈরি করে আমার কাছে খুব ভালো লেগেছে । কারন নতুন বছরে এটাই আমার প্রথম ডাই প্রজেক্ট । দেখতে দেখতে একটা বছর আমরা পার করে ফেললাম আবার নতুন বছরে পা দিলাম । আশা করছি এই বছরটা যেন সবার ভালো কাটে ,এই প্রত্যাশা করে আমরা নতুন বছরের দিন শুরু করলাম ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা কাগজ
রঙীন কাগজ
স্কেল
পেন্সিল
গ্লু
কালোকলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240101_011943.jpg20240101_011929.jpg
20240101_011917.jpg20240101_011900.jpg
20240101_011848.jpg20240101_011831.jpg

প্রথমে a4 সাইজের একটি সাদা কাগজ নিয়েছি তারপর কাগজটি মাঝখান থেকে একটি ভাঁজ দিয়েছি। এরপর দুই সাইড থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চি মাপ দিয়ে দাগ দিয়ে নিয়েছি । তারপর দাগ বরাবর ওপরের দিকে দাগ দিয়ে নিয়েছি । এরপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবং কাটা অংশটুকু ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি ।

20240101_011814.jpg20240101_011800.jpg
20240101_011736.jpg20240101_011724.jpg
20240101_011709.jpg20240101_011657.jpg

তারপর আবার পেন্সিল দিয়ে আরো দাগ দিয়ে দুটি চিহ্ন এঁকে নিয়েছি । তারপর চিহ্ন বরাবর আবার উপরের দিকে দুটো দাগ দিয়ে দিয়েছি । তারপর দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে দিয়ে উপরের দিকে ঢুকিয়ে দিয়েছি ।তারপর ভাঁজ দিয়ে কাগজটা উল্টেপাশে ঘুরিয়ে নিয়ে আবার একটু দাগ দিয়ে নিয়েছি ।

20240101_011643.jpg20240101_011626.jpg
20240101_011610.jpg20240101_011556.jpg
20240101_011544.jpg20240101_011529.jpg

এরপর আবার পেন্সিল দিয়ে মাপ দিয়ে ছোট বড় করে কয়েকটা দাগ দিয়ে নিয়েছি । তারপর দাগগুলো কাঁচি দিয়ে কেটে দিয়েছি । এভাবে করে দাগ দিয়ে ছোট কাটা অংশগুলো ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এবং বড় অংশগুলো বাইরের দিকে রয়েছে । উপরের ছবিতে যেভাবে করে ভাঁজ গুলো দেওয়া হয়েছে ঠিক সেরকম ভাবেই ভাঁজ গুলো দিয়েছি ।

20240101_011508.jpg20240101_011457.jpg
20240101_011444.jpg20240101_011428.jpg

তারপর প্রত্যেকটা ভাঁজের অংশ ভেতর দিকে দেওয়ার পরে দেখুন খোলার পরে কত সুন্দর তৈরি হয়েছে ।এরপর পেন্সিল দিয়ে হ্যাপি নিউ ইয়ার লিখে নিয়েছি ।তারপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে হ্যাপি নিউ ইয়ার লিখে নিয়েছি ।

20240101_011415.jpg20240101_011358.jpg
20240101_011344.jpg20240101_011326.jpg
20240101_011313.jpg20240101_011301.jpg

এরপর কয়েকটা হার্ট কেটে নিয়ে নীল কালারের । এরপর প্রত্যেকটা হার্ট কাগজের সাথে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি । এরপর একটি নীল রঙের কাগজ নিয়েছি এবং সেই কাগজটা ভাঁজ করে ওই আগে থেকে বানিয়ে রাখা সাদা কাগজের পেছনে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি । তারপর আরো কয়েক টুকরা নিল সাদা কাগজ নিয়েছি ।এরপর একটার সাথে একটা গ্লু দিয়ে লাগিয়ে দিব ।

20240101_011235.jpg20240101_011212.jpg
20240101_011158.jpg20240101_011146.jpg

এরপর একটা সাদা একটা নীল রং নিয়ে কাগজগুলো লাগিয়ে দিয়েছি । তারপর মাঝখান থেকে একটা ভাঁজ দিয়েছি ।

20240101_011131.jpg20240101_011113.jpg
20240101_011057.jpg20240101_011044.jpg
20240101_011033.jpg20240101_011021.jpg

এরপর প্রত্যেকটা কাগজ ভাঁজে ভাঁজে ভাঁজ দিয়ে পাখার মত বানিয়ে নিয়েছি । এভাবে করে দুটো বানিয়ে নিয়েছি । তারপর মাঝখানে গ্লু দিয়ে লাগিয়ে জোড়া দিয়ে দিয়েছি । এরপর এক সাইডে একটু গ্লু লাগিয়ে নিয়েছি ।

20240101_011007.jpg20240101_010949.jpg

এরপর আগে থেকে বানিয়ে রাখা হ্যাপি নিউ ইয়ার এর দুই পাশে পাখার অংশ দুটো লাগিয়ে দিয়েছি । তারপর আমার বানানোটি সম্পূর্ণ হয়ে গিয়েছে । এরপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20240101_010918.jpg

20240101_010856.jpg

20240101_010815.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 8 months ago 

নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই আপু। আর সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য এত সুন্দর একটা কার্ড তৈরি করেছেন যে, আমি তো দেখেই মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। নীল এবং সাদা কালার দিয়ে কোন কিছু তৈরি করলে এমনিতেই অনেক সুন্দর লাগে। আর আপনি কার্ড তৈরি করেছেন দেখে খুব সুন্দর লাগতেছে। সত্যি এরকম কাজগুলো প্রশংসার দাবি রাখে। তেমনি আপনার কাজটা দেখে আমি প্রশংসা না করে পারলাম না। এটা কিন্তু সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগবে। আবার নতুন বছর উপলক্ষে কাউকে দিলেও খুশি হবে।

 8 months ago 

নিল সাদা কালার দিয়ে কোন কিছু তৈরি করলে ভালই লাগে দেখতে । অনেক ধন্যবাদ আপু ।

 8 months ago 

আপু নতুন বছরের শুভেচ্ছা নিবেন। সত্যি বলতে আমি পুরোপুরি মুগ্ধ এতোটা ভালো লেগেছে। সত্যি আপু আপনার কাজের প্রশংসা করতেই হবে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমার কার্ডটি দেখে আপনি পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে সত্যিই অনেক ভালো লাগলো ।

 8 months ago 

নতুন বছরে খুবই চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমি মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকারভাবে আপনি এটা তৈরি করেছেন শুধুমাত্র আমি নয় এটা যে দেখবে সেই মুগ্ধ হবে। রঙিন কাগজ দিয়ে নতুন বছরের শুভেচ্ছা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন,ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমার ডাই প্রজেক্টটি দেখে আপনি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে আমিও মুগ্ধ হয়ে গিয়েছি । ধন্যবাদ ।

 8 months ago 

সত্যি আপু আপনার ডাই পোস্টের প্রশংসা করতে হয়।
অনেক সুন্দর ভাবে পেপার দিয়ে নতুন বছরের শুভেচ্ছা কার্ড প্রস্তুত করেছেন।
দেখতে অসাধারণ লাগছে।
আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল ।ভালো কাটুক আপনার প্রতিটা দিন।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমার তৈরি করা ডাই প্রজেক্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 8 months ago 

এটা খুবই সুন্দর হয়েছে বেশ কষ্ট করে তৈরি করেছেন সময় নিয়ে তৈরি করেছেন বোঝা যাচ্ছে, খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।

 8 months ago 

এটা বানাতে আসলেই অনেক কষ্ট হয়েছিল । কষ্ট করে বানিয়েছি দেখে আপনাদের কাছে ভালো লেগেছে এতটা ।ধন্যবাদ ভাই আপনাকে ।

 8 months ago 

নতুন বছরকে বেশ চমৎকারভাবে আপনি বরণ করে নিয়েছেন আপু। খুব চমৎকার একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন নতুন কে ঘিরে। বছরের শুরুতে এমন সুন্দর একটি পোস্ট দেখতে পেরে বেশ ভালো লাগলো। আশা করব আপনার প্রতিনিয়ত পথ চলা হবে আরো রঙিন।

 8 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার কার্ড আপনার কাছে অনেক সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ।

 8 months ago 

হ্যাপি নিউ ইয়ার আপু। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি অনেক বেশি। আপনার এত সুন্দর একটা আইডিয়া দেখে সত্যি আমি মুগ্ধ হলাম। অসম্ভব সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই কার্ড। বিশেষ করে নীল এবং সাদা কালারের কাগজ দিয়ে তৈরি করার কারনে বেশি সুন্দর লাগতেছে। happy new year 2024 লেখাটাও খুব সুন্দরভাবে লিখেছেন কার্ডের মধ্যে। সত্যি আপু জাস্ট অসাধারণ লাগছিল এটা। আপনার এই কাজের প্রশংসা না করে সত্যি পারলাম না।

 8 months ago 

আসলে এই কালার দুটো দেয়ার কারণে জিনিসটা অনেক ফুটেছিল দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে ।

 8 months ago 

আপনাকে নতুন বছরের শুভেচ্ছা আপু। আশাকরি নতুন বছর টা আপনার অনেক ভালো কাটবে। রঙিন কাগজ দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই ক্রাফট টা বেশ সুন্দর তৈরি করেছেন। এটার গঠন অনেক টা ঘরের মতো যদিও। বেশ চমৎকার লাগছে দেখতে। অনেক সুন্দর তৈরি করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমাদের সবারই যেন নতুন বছরটা অনেক ভালো কাটে ।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ।

 8 months ago 

আপনাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছরকে উপলক্ষ করে কাগজ দিয়ে খুবই সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন৷ খুব সুন্দর হয়েছে আপনার তৈরি এই বাড়ি৷ এখানে আপনি যেভাবে নতুন বছরের শুভেচ্ছাটি লিখেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এটি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন যা দেখে বোঝা যাচ্ছে।

 8 months ago 

নতুন বছর উপলক্ষে নতুন একটি ডাই প্রজেক্ট তৈরি করেছি সেটি আপনার কাছে ভালো লেগেছে যেনে অনেক খুশি হলাম ।আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ।

 8 months ago 

আপু আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে ও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখে বোঝা যাচ্ছে কার্ড টি তৈরি করতে অনেক সময় লেগেছে। সুন্দর একটি কার্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

আমার নতুন বছরের শুভেচ্ছা কার্ডটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ আপু আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59943.96
ETH 2421.71
USDT 1.00
SBD 2.43