রঙীন কাগজ দিয়ে স্লিপার তৈরি,10,shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Picsart_22-05-08_00-40-19-715.jpg

আজ আমি আবার রঙিন কাগজ দিয়ে বানানো একটি ডাই নপোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। রঙিন কাগজের তৈরি পোস্টগুলো বিভিন্ন ধরনের বানানো যায় আর আমিও নিয়মিত চেষ্টা করে যাচ্ছি রংবেরঙের ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। রঙীন কাগজ দিয়ে খুব সুন্দর একটি স্লিপার তৈরি করেছি আর এ ধরনের খেলনা গুলো বাচ্চারা খুব পছন্দ করে ।আমার বাচ্চাতো এটি পেয়ে খুবই খুশি হয়েছিল।সাথে আরোও বিভিন্ন ধরনের জিনিস বানানোর বায়না ধরেছিল। সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব।



unnamed.png

প্রয়োজনীয় উপকরণ

রঙীন কাগজ
কাঁচি

unnamed.png

কার্যক্রম

unnamed.png

20220419_171900.jpg20220419_171918.jpg

প্রথমে ৩০/১২ সেন্টিমিটার সাইজের একটি রঙিন কাগজ নিয়ে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে দিয়েছি।

20220419_171937.jpg20220419_172023.jpg

তারপর কাগজটা মাঝখান থেকে আরও একটা ভাঁজ দিয়ে দুই পাশ থেকে একটু একটু করে ভেঙে দিয়েছি। উপরের ছবিতে প্রতিটা ভাঁজ দেখানো হয়েছে।

20220419_172053.jpg20220419_172140.jpg

তারপরে আবার উপরের ছবিতে যেভাবে দিয়েছি সেভাবে করে মাঝখান থেকে ভাঁজ দিয়ে দুই পাশ থেকে আবার ভাঁজ দিয়ে নিয়েছি।

20220419_172227.jpg20220419_172249.jpg

তারপর উপরে মাথার দিকে কাগজটা কোনা করে ভেঙে আবার কাগজটা উল্টিয়ে নিয়েছি।

20220419_172622.jpg20220419_172538.jpg

তারপর চিকন অংশটুকু মাঝখানে আরো একটা ভাঁজ দিয়ে কাগজটা উল্টিয়ে দিয়েছি প্রতিটা ভাঁজ ছবিতে দেখানো হয়েছে।

20220419_172647.jpg20220419_172754.jpg
20220419_173045.jpg20220419_173106.jpg

তারপর ছোট অংশটুকু ছোট ছোট করে কয়েকটা ভাঁজ দিয়ে সিঁড়ি তৈরি করে নিয়েছি। বড় অংশর ভাঁজটা খুলে দিয়েছি ।দেখুন একেবারের স্লিপার এর মতই তৈরি হয়ে গিয়েছে।

20220419_173058.jpg

এভাবেই আস্তে আস্তে তৈরি হয়ে গিয়েছে আমার রঙিন কাগজের তৈরি সুন্দর একটি স্লিপার। বাচ্চাদের খুবই পছন্দের একটি স্লিপার।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

)

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে দারুন একটি স্লিপার তৈরি করেছেন। বাচ্চাদের খেলার জন্য একদম পারফেক্ট একটি জিনিস। অনেক পার্কের মধ্যে এরকম স্লিপার গুলো দেখা যায়। যেখানে বাচ্চারা অনেক আনন্দের সাথে খেলা করে। আপনার আজকের আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লাগলো।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু বাচ্চারা এধরনের খেলনা খুবই পছন্দ করে আর কোন পার্কে গেলে আগে এগুলোতে ওঠার জন্য অস্থির হয়ে যায় ধন্যবাদ আপনাকে আপনার ভালো লেগেছে জেনে।

 2 years ago 

আপনার তৈরি করা রঙিন কাগজের স্লিপার দেখে যেন ছোটবেলার স্মৃতিতে হারিয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে কিভাবে স্লিপার তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে ধাপে ধাপে কাগজের ভাঁজ গুলো তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু 🥰

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া এই সব খেলনা গুলো দেখলে একেবারে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ধন্যবাদ আপনাকে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

খুব সুন্দর করে একটা স্লিপার বানিয়েছেন আপনি। আমার বাচ্চাদের পাঠাবো সেখানে খেলাধুলা করার জন্য। ধন্যবাদ আপু সুন্দর একটি স্লিপার আমাদের সাথে শেয়ার করার জন্য

 2 years ago 

ওকে ভাইয়া পাঠিয়ে দিন এসে একটু খেলে যাবে আমার বাচ্চাও খুব পছন্দ করেছিল ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

স্লিপার অনেক সুন্দর হয়েছে৷ আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার সৃজনশীলতা দেখে মুগ্ধ হলাম আপু। আশা করি সামনে আরো নতুন প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলো এ রকম আরো কিছু নিয়ে সামনে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব সব সময় পাশে থাকবেন এই কামনাই করি।

 2 years ago 

আমাদের কমিউনিটির মতো এতো প্রতিভাবান সদস্য স্টিমিট এর আর কোনো কমিউনিটিতে নেই। ডাই পোস্ট যেন আমাদের কমিউনিটির সৌন্দর্য আরও বৃদ্ধি করে।স্নীপার টা দারুণ বানিয়েছেন আপু। যদি আপনার ছেলে মেয়ে দেখে বলে আমি স্নিপ খেলব এর উপর তখন কী করবেন হা হা।

 2 years ago 

আমার ছেলে তো বলেই ফেলেছিল এটা স্লিপ করার জন্য সাথে আরো অনেক ধরনের কিছু বানানোর বায়নাও ধরেছিল ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর স্লিপার তৈরি করেছেন,আপনার তৈরি করা উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করলেন। সত্যিই অসাধারণ দক্ষতা দিয়ে আপনি তৈরি করেন, শুভকামনা রইল।

 2 years ago 

সব সময় একটু চেষ্টা করি উপস্থাপনাটা একটু সুন্দর ভাবে করার আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনার চমৎকার ভাবে একটি স্লিপার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তৈরীকৃত এইচডি পার্টি দেখতে এবং সত্তিকারের স্লিপার মতো দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এগুলো কাগজ দিয়ে তৈরি করা হলেও বানানোর পরে আসলে সত্যি কারের মতই দেখা যায়।

 2 years ago 

আমি যেদিন প্রথমবারের মতো স্লিপারে উঠেছিলাম সেদিনের কথা এখনো আমার স্পষ্ট মনে আছে। আমি এতটা ভয় পেয়েছিলাম যা বলার বাহিরে। এই ভয়ের কারণে নামার সময় খুব ব্যাথা পেয়েছিলাম🤭🤭।
যাইহোক আপনি খুব সুন্দর একটি স্লিপার তৈরী করেছেন আপু। দারুন হয়েছে এটি। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনিতো তাও একবার উঠেছিলেন ভয় পেয়েছিলেন কিন্তু আমিতো কখনো ওঠার সাহসই পেলাম না আমার অনেক ভয় লাগে ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙীন কাগজ দিয়ে স্লিপার তৈরি দারুন ছিল ।রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। যেটা মাঝে মাঝেই তৈরি করে থাকি। অনেকদিন হলো এভাবে কিছু তৈরি করা হয় না আপনার তৈরি দেখে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

রঙিন কাগজের বানানো যেকোনো জিনিস আমার কাছেও বানাতে ভালো লাগে দেখতেও ভালো লাগে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55747.11
ETH 2323.34
USDT 1.00
SBD 2.34