চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশের খুবই পরিচিত একটি খাবার।আর সেটি হলো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করার রেসিপি। অনেকেই শাক খেতে তেমন একটা পছন্দ করে না। আমার কাছেই শাক তেমন একটা ভালো লাগে না। তাই ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি। সাথে পুষ্টি ও হলো আর খেতেও মজা লাগল। এই রান্নাটা কম বেশী সবাই করতে পারে। একেক জনের রান্নার ধরণ একেক রকম। আজকে আমি আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করা যাক।

Polish_20210716_161335215.jpg

উপকরণপরিমান
পুঁইশাক৫০০ গ্রাম
চিংড়ি মাছ২০০গ্রাম
পেঁয়াজ১/২কাপ
মরিচ৪পিছ
আদা বাটা১/২চা চামচ
রসুন বাটা১/২ চা চামচ
লবণস্বাদ মতো
তেলপরিমাণ মত
মরিচের গুঁড়া১/২চা চামচ
হলুদের গুঁড়া১/২চা চামচ
ধোনিয়ার গুঁড়া১/২ চা চামচ

Polish_20210716_151930049.jpg

প্রস্তুত প্রণালী:

IMG20210715124840.jpg

প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তাতে একটু লবন ও হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি।

IMG20210715125648.jpg

তারপর চুলাই একটা করাই নিয়ে ভালো করে গরম করে তাতে প্রয়োজনমত তেল দিয়েছি।

IMG20210715125734.jpg

তেল ভালোমতো গরম হয়ে আসলে তাতে হলুদ ও লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি।

IMG20210715125911.jpg

চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে।

IMG20210715125942.jpg

চিংড়ি মাছগুলো ভালোমত ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়েছি।

IMG20210715130005.jpg

মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের ভিতরে কাটা পেঁয়াজ ও মরিচ দিয়ে দিয়েছি।

IMG20210715130230.jpg

মরিচ ও পেঁয়াজগুলো একটু ভেজে নরম করে নিতে হবে।

IMG20210715130259.jpg

পেঁয়াজ ও মরিচ ভালো করে নরম হয়ে আসলে তাতে সব মসলা গুলো দিয়ে দিতে হবে।

IMG20210715130347.jpg

মশলাগুলো একটু ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়।

IMG20210715130404.jpg

মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার ভিতর চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে।

IMG20210715130508.jpg

চিংড়ি মাছগুলো এমনভাবে ভুনতে হবে যাতে তেল উপরে উঠে আসে। তেল উপরে উঠে আসলে বুঝতে হবে মাছগুলো ভুনা হয়ে গেছে।

IMG20210715130546.jpg

মাছ ভুনা হয়ে গেলে তার ভিতরে শাকগুলো দিয়ে দিতে হবে।

IMG20210715131050.jpg

শাক এভাবে ভালো করে নেড়েচেড়ে নরম করে নিতে হবে। ভালো করে মশলার সাথে মিশানো হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

IMG20210715131323.jpg

তারপর ঢাকনা খুলে আরো একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে আবার ঢেকে দিয়ে আরো ২মিনিট জাল করতে হবে যাতে ডাটাগুলো ভালোমত সিদ্ধ হয়ে যায়।

IMG20210715132631.jpg

আমার চিংড়ি শাক রান্না হয়ে গেছে। এটা এখন খাওয়ার জন্য একদম তৈরি। এখন বাটিতে ঢেলে পরিবেশনের পালা।

IMG_20210716_161120.jpg

শাকগুলো আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন গরম গরম ভাতের সাথে শুধু খাওয়ার পালা।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc-
@rme

@amarbanglablog

ধন্যবাদ
@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।

Sort:  
 3 years ago 

আপনার রান্নার রেসিপি গুলো লেখার স্টাইল আমার স্ত্রীর মতো । তাঁরও নাম ত দিয়ে শুরু । আপনারা পরস্পর পরস্পরকে ফলো করুন । দুই জন্যে এক সাথে আলোচনা করে নিত্য নতুন রেসিপি তৈরী করার চেষ্টা করুন । আমার ওয়াইফ এর ID @tanuja

আমি তনুজাকেও বলছি আপনাকে ফলো করতে :)

 3 years ago 

ধন্যবাদ দাদা আপনার সুন্দর পরার্মশ এর জন্য। আমি চেষ্টা করবো বৌদির সাহায্য নিতে।

 3 years ago 

হুম, বেশ পছন্দ করি আমি এই রেসিপিটি। বিশেষ করে যখন গ্রামের বাড়ী যাই ফেরার পথে অনেক শাক নিয়ে আসি। এদের মাঝে পুইশাকও থাকে। আর চিংড়ি দিয়ে লা জবাব। আমি আজ কালের মাঝে পুই চিংড়ি রেসিপি শেয়ার করবো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য এর জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63493.34
ETH 2578.53
USDT 1.00
SBD 2.79