★ফুলের সুন্দর কিছু ফটোগ্রাফি★

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজ আমায় আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে ।আজকে আমি আপনাদের সাথে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব । অনেকদিন ধরেই ভাবছি যে একটা ফটোগ্রাফি পোস্ট দেবো তবে কি ফটোগ্রাফি দেবো সেটাই খুজে পাচ্ছিলাম না ।আর ছবিও তেমন একটা তোলা হয় না । ফটোগ্রাফি পোস্ট দিতে আমার কাছে খুব ভালো লাগে । আর সবাই যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে দেখতে খুব ভালো লাগে ।ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য আমাদের চোখে পড়ে । এমন অনেক প্রাকৃতিক দৃশ্য আছে যেটা দেখতে খুব ভালো লাগে । আবার অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে যেগুলো সম্পর্কে আমরা একেবারেই অজানা সে নতুন নতুন ফুল গুলো সম্পর্কে জানতে পারি । অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে যেগুলো আগে কখনো দেখা হয়নি ,সেরকম ফটো দেখার সুযোগ হয় । আমিও সেরকম কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকে হাজির হলাম । ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে ।এজন্য যেখানে ফুল দেখতে পাওয়া যায় না কেন ছবি তুলে রাখা হয় । আজকে ফোন ঘাটতে ঘাটতে দেখলাম যে অনেকগুলো ফুলের ছবি রয়ে গেছে যেগুলো এখন পর্যন্ত পোস্ট করা হয়নি সেই ফুলগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম ।

20230828_215325.jpg

20230828_215307.jpg


উপরে যে ফুলটি দেখতে পাচ্ছেন সেগুলো হলো রেইন লিলি ফুল । এই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে । এগুলো লম্বা লম্বা পেঁয়াজের মত গাছে ফুটে থাকে । আমি কয়েকদিন আগে ফরিদপুর থেকে একটি গাছ নিয়ে এসেছিলাম । একটি গাছ লাগিয়েছিলাম সেখান থেকে পুরো টব ভর্তি গাছ হয়েছে কিন্তু একটাও ফুল ফোটে না । ফরিদপুর যখন এই গাছটি ছিল তখন এই ফুলটি ফুটেছিল । দেখতে খুবই সুন্দর ছিল ফুলগুলো । একসাথে অনেকগুলো ফুটে দেখতে খুব ভালো লাগে তবে দুঃখের বিষয় আমার বাগানে আনার পরে একটাও ফুল ফোটে নেই ।

20230828_215628.jpg


এখানে একসাথে কয়েক রকমের ফুল রয়েছে । কসমস ফুল রয়েছে ডায়ান্থাস রয়েছে আরও কি ফুল রয়েছে সেগুলোর নাম আমার জানা নেই । তবে একসাথে অনেকগুলো ফুলের ছবি এখানে দেওয়া আছে ।

20230828_215614.jpg


আর এটা কাটা মুকুট গাছের ফুল । এই কাঠামুকুট ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে । একসাথে অনেকগুলো ফুল ফোটে এবং এই কাটা মুকুট গাছে সবসময় ফুল ফুটতেই থাকে দেখতে খুব ভালো লাগে । আমার বাগানেও দু তিনটে কাটা মুকুট গাছ রয়েছে অল্প অল্প করে হলেও সব সময় ফুল ফোটে ।

20230828_215558.jpg


পিটানিয়া ফুলের ছবি দেখতে পাচ্ছেন এই ফুলগুলো তো আপনারা সবাই চেনেন । এই ফুলগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে । বিশেষ করে শীতের সময় এই ফুল গুলো ফুটতে দেখা যায় । আমি এর আগে অনেকগুলা পিটানিয়া গাছ কিনেছিলাম ,গাছ ভর্তি ফুল ছিল যখন কিনেছিলাম কিন্তু বাসায় আনার পরে আর ফুল গাছগুলোতে ফুল ফুটে নিয়ে ।আস্তে আস্তে গাছ গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল ।

20230828_215541.jpg

20230828_215530.jpg

20230828_215511.jpg


এখন ওপরে কিছু ডায়ান্থাস ফুল রয়েছে ও কিছু কসমস ফুল রয়েছে । কসমস ফুল গুলো বিভিন্ন কালারের হয়ে থাকে এই ফুলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে । আমি যখন নার্সারিতে গিয়েছিলাম তখন একসাথে বিভিন্ন ধরনের কসমস ফুল দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম । এত কালার যে কসমস ফুল হয় সেটা কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না । ডায়ান্থাস ফুল গুলো বিভিন্ন কালারের হয়ে থাকে দেখতে খুব সুন্দর লাগে ।

20230828_215426.jpg

20230828_215414.jpg


আর এগুলো অলকানন্দা ফুল । অলকানন্দা ফুল গুলো দেখতে খুব ভালো লাগে একেবারে টকটকে হলুদ কালারের হয়ে থাকে । এগুলো ফরিদপুরের নার্সারিতে যখন গিয়েছিলাম তখন এই ফুলের ছবিটা তুলেছিলাম দেখতে অসম্ভব সুন্দর ছিল ।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 last year 

আপু ঠিকই বলেছেন, আমাদের চোখের সামনে এমন কিছু সুন্দর ফুল আছে যে ফুলগুলোর নামও হয়তো আমরা জানিনা আবার সেই ফুল সম্পর্কেও তেমন কোন ধারনা থাকেনা। তাই ফুলের ফটোগ্রাফির মাধ্যমে আমরা অনেক সময় ভিন্ন ভিন্ন ধরনের নতুন নতুন ফুল গুলো সম্পর্কে জানতে পারি। আজ আপনার ফটোগ্রাফিতে থাকা ছবিগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে। প্রতিটা ফটোগ্রাফি খুব দক্ষতার সাথে ক্যাপচার করেছেন এবং আমদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

একদম তাই এখানে এসে তো নতুন নতুন ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে এমন অনেক ফুল আমরা দেখেছি, যা আমাদের জানাই ছিল না এখান থেকেই নতুন দেখেছি ।

 last year 

বাহ আপনার করা ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। ভালো লাগে না এরকম মানুষ পৃথিবীতে অনেক কমই পাওয়া যাবে। আপনি চমৎকারভাবে ফুলগুলোর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year (edited)

একদম ঠিক বলেছেন ফুল আমরা কমবেশি সবাই খুব পছন্দ করি ,আর ফুলের ছবি দেখতে আসলেই ভালো লাগে ।

 last year 

আপু আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে বিশেষ করে রেইন লিলি ফুল সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

লিলি ফুলগুলো সামনাসামনি দেখতে অনেক সুন্দর । আমার কাছে খুব ভালো লাগে এই ফুলগুলো ।

 last year 

ফুল আমার খুবই প্রিয়। তাই ফুল দেখলেই ভালো লাগে। ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। আর আপনার ফুলের ফটোগ্রাফি দেখলে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন অসাধারণ ছিল।

 last year 

ফুল শুধু আপনার কাছে প্রিয় না ফুল আমাদের সবার কাছেই কমবেশি প্রিয় । আমার ছবিগুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

ফুল সৌন্দর্যের প্রতীক।প্রকৃতি আমাদের মাঝে এত সুন্দর কিছু উপহার দিয়েছেন যা দেখে চোখ ফেরানো যায় না। দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন যা দেখে মনটাই ভালো হয়ে গেল। যে ফুলগুলোর নাম জানা ছিল না সেটাও জানা হয়ে গেল।ধন্যবাদ আপু সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিকই বলেছেন আমাদের আশেপাশের প্রকৃতি যদি খুব মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আসলেই চোখ ফেরানো যায় না সবকিছুই ভালো লাগে । আর ফুল হচ্ছে তার সবচেয়ে বড় নেয়ামত ।

 last year 

খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি প্রকাশ করেছেন আপনি। এই ফুলগুলোর মধ্যে কিছু কিছু ফুল আমি দেখেছি৷ আবার কিছু ফুল আমি কখনোই দেখিনি৷ আপনার কাছ থেকে কিছু ফুল আমার প্রথম দেখা। আপনি যে মুকুট গাছের ফুলটি প্রকাশ করেছেন সেটি আমি কখনো দেখিনি। আর এই ফুলগুলো এতটাই সুন্দর যে আমি দেখে অনেকটা মুগ্ধ হয়ে গিয়েছি৷

 last year 

এরকম ফুলের ফটোগ্রাফি শেয়ার করলে আসলেই সবগুলো ফুল আমাদের জানা থাকে না । কিছু কিছু ফুল আমরা নতুন দেখে থাকি ভালই লাগে ।

 last year 

প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি বড় নেয়ামত হলো এই ফুল।ফুলের সৌন্দর্য মানুষকে বিমোহিত করে। আপনি আজকে খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলা আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফুলগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 last year 

আসলে আপনি ফটোগ্রাফি পোস্ট করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে ।আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার ছিল। ফুল গুলো দেখতে এতটা সুন্দর লাগছিল যে মুগ্ধ হয়ে দেখছিলাম । তবে লিলি ফুল গাছে কেন ফুল আসছে না বুঝতে পারলাম না । ধৈর্য ধরুন নিশ্চয়ই চলে আসবে । ধন্যবাদ।

 last year 

মনে হয় এই গাছে রোদ না পেলে ফুল ফুটে না , এজন্য ফুলগুলো মনে হয় ফুটছে না । তবে গাছ অনেক বড় হয় আমি মাঝে মাঝে কেটে দেই ।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে কিছু অসাধারণ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে কসমস ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

কসমস ফুল গুলো আমার কাছে অনেক ভালো লাগে । আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42