★কিছু জংলি ফুলের ফটোগ্রাফি★

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের আশেপাশে আনাচে-কানাচে বিভিন্ন ধরনের জংলি কিছু ফুলের ফটোগ্রাফি। ফুল তো ফুল জংলি হোক আর যাই হোক না কোন ফুল ভালই লাগে। ঈদের পরে আমরা বেশ কিছু জায়গায় ঘুরেছিলাম গ্রামের দিকে চলে গিয়েছিলাম এবং সেদিকে বিভিন্ন জায়গায় ঘোরার সময় আমরা এই ফুলগুলো দেখেছি। মাঠের ভিতরে মাঠের আনাচে-কানাচে ঝোপঝাড়ে এ ধরনের ফুল গুলো দেখতে পাওয়া যায়। এর ফুল গুলোর কেউ কোন যত্ন করে না এবং এগুলোর কোন যত্নও লাগে না পানিও লাগে না এগুলো এমনিতেই বেড়ে ওঠে। আর আমরা বাসায় যে ফুল গুলো লাগায় সেগুলো কত যত্নের পরও ঠিক মত বেড়ে ওঠে না। এই ফুল যত্ন ছাড়াই একেবারে বেড়ে উঠে এবং রাস্তাঘাটের আশেপাশের ঝোপঝাড়কে অনেক বেশি সৌন্দর্যমন্ডিত করে তোলে। আসলে ফুলের সৌন্দর্য বলে শেষ করা যায় না সে যেই ফুল হোক নাই কেন।

20230510_130131.jpg

IMG-20230428-WA0019.jpg

20230510_130116.jpg


উপর যে ফুলের গাছটি দেখতে পাচ্ছেন এটি অনেক বড় একটি গাছ এবং এই ফুলের নাম আমি জানিনা। এই ফুলগুলো এই প্রথম আমি দেখলাম একেবারে মেজেন্টা কালারের এই ফুলগুলো বড় একটা গাছে ঝাপটা হয়ে ফুটে আছে। দেখতে যে কি অসম্ভব সুন্দর লাগছে তা কাছ থেকে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না ।এর হয়তো নাম রয়েছে আমি জানিনা।এই ফুল গুলো অনেক বেশি আকর্ষণীয় ও সুন্দর ছিল যা পুরো মাঠটাকে সৌন্দর্যমন্ডিত করে তুলেছিল।

20230510_130058.jpg


এটাও এক ধরনের জংলি ফুল এগুলোর নামও যানিনা তবে এই ফুলগুলো আমরা বিভিন্ন সময় দেখে থাকি এরকম থোকায় থোকায় ফুটে থাকে। আর হালকা কালারের ফুলগুলো দেখতে সত্যিই অনেক বেশি সুন্দর।

20230510_130036.jpg


এই ফুলটা একেবারেই মেজেন্টা কালারের একটি ফুল। এটি অতটা বড় গাছের ফুল না তবে ছোট্ট একটি গাছ থেকে ফুল গুলো ছিল। আমার মামাতো ভাই ওরা হাতে করে ফুলগুলো নিয়ে হাটছিল দেখতে খুব ভালো লাগছিল এজন্য আমি একটি ছবি তুলে লিয়েছি।

20230510_130018.jpg


সাদা ধরনের ফুল গুলো জংলি ফুলের মধ্যে অন্যতম এক ধরনের ফুল। এই ফুলগুলো ঝোপঝাড়ে আনাচে-কানাচে খুব বেশি দেখা যায় বিশেষ করে গ্রাম অঞ্চলের আশেপাশে এই ফুলগুলো একেবারে ছোট ছোট গাছে খুব ঝাঁপটি হয়ে ফুটে থাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে ।এগুলোর হয়তো কোন নাম নেই তবে অনেক সুন্দর ফুল।

20230510_125932.jpg


এগুলো হলো আমাদের সবার পরিচিত কচুরিপানা ফুল । এই কচুরিপানা ফুল গুলো আমি কুমার নদীর মাঝখান থেকে তুলেছি। নদীর পাড়ে দাড়িয়ে ছবিগুলো তোলার কারণে ফুলগুলো ছোট ছোট দেখা যাচ্ছে। কাছে গিয়ে যদি তোলা হতো তাহলে ভালো লাগতো তবে কাছে যাওয়ার কোন উপায় ছিল না। এজন্য দূর থেকে সুন্দরভাবে ফুলটির ছবিগুলো তুলেছিলাম।

20230510_125921.jpg


এই ফুলগুলো মনে হয় কুমড়ো ফুল। এই কুমড়ো ফুলগুলো আমরা বড়া তৈরি করে খেয়ে থাকি। এগুলোর বড়া তৈরি করলে খেতে খুব ভালো লাগে। দেখলাম যে একটা গাছে ছোট ছোট কিছু কুমড়ো ফুল ধরে রয়েছে তাই আমি ছবিগুলো তুলে নিলাম।

20230510_125909.jpg

20230510_130048.jpg

20230510_130003.jpg


এই সবগুলো ছবিই এক ধরনের জংলি ফুলের। এই ফুলগুলোর কালার একেবারে অনেক সুন্দর টকটকে লাল হয়ে ফুটে রয়েছে। ছোট ছোট সবুজ সবুজ গাছে ধরে টকটকে লাল কালারের ফুল গুলো দেখতে ভালো লাগে।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি গুলো সম্বন্ধে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঝোপঝাড় বনে জঙ্গলে এই জংলী ফুলগুলো দেখতে আসলেই খুব চমৎকার লাগে। ঠিকই বলেছেন এগুলো যত্ন ছাড়াই এত সুন্দর ফুল দেয় ভালই লাগে। তাছাড়া কচুরিপানার ফুল দেখতে অসম্ভব সুন্দর লাগে। আমিও এবার গ্রামে গিয়ে দেখেছি। পুকুর ফুলে ফুলে ভরে থাকে। আপনার আজকের জংলী ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। অনেকদিন পর এই ফুলগুলো সব একসঙ্গে দেখলাম । ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই আপু কচুরিপানা ফুলে সারা পুকুর ভরে উঠে দেখতে সত্যি অসাধারণ লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু গ্রামের আনাচে কানাচে এতো এতো ফুল অযত্নে অবহেলায় বেড়ে ওঠে যা সত্যি ই খুব ভালো লাগে।আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ফুলগুলো বন্য হলেও অসাধারণ লাগছে। আমার কাছে খুব ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

একদম তাই আপু ফুলগুলো অযত্নে বেড়ে উঠলেও দেখতে সত্যিই অসম্ভব সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। প্রথমের দিকে আপনি যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটার নাম জারুল। অন্যান্য ফুল গুলা জংলি ফুল হলেও দেখতে অনেক সুন্দর লাগে।

 2 years ago 

এত সুন্দর একটি ফুলের নাম জারুল জিনিসটা কেমন হলো না । নাম যাই হোক না কেন ফুলটা কিন্তু অসম্ভব সুন্দর ।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। আপনার আজকের এই সৌন্দর্যময় ফটোগুলো দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে জেনে সত্যি ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন জংলি ফুলের ফটোগ্রাফি। আপনার ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে। আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কুমড়া ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে সব থেকে ভালো লেগেছে নাকি আপনার কাছে সব থেকে ভালো লেগেছে কি বোঝাতে চাইলেন বুঝলাম না।

 2 years ago 

আপনি ঈদের পরে বিভিন্ন জায়গাতে ঘুরতে গিয়ে খুব সুন্দর সুন্দর জংলি ফুলের ফটোগ্রাফি করেছেন। কিছু কিছু জংলি ফুল আসে দেখতে খুব ভালো লাগে। এই ফুলগুলো দেখলে মন কেড়ে নেই। ফুলগুলো অনেক সুন্দর করে ফটোগ্রাফি করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই ভাইয়া কিছু কিছু জংলি ফুলগুলো আসলেই দেখলে মন কেড়ে নেই সত্যি সুন্দর লাগে দেখতে।

 2 years ago 

আপনি তো অনেক সুন্দর করে জংলি ফুলের ফটোগ্রাফি করেছেন। ঈদের সময় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে এত সুন্দর জংলি ফুলের ফটোগ্রাফি করেছেন। ঠিক বলেছেন এসব জংলি ফুলের মধ্যে পানি দেওয়ার কোন দরকার হয় না। কিছু কিছু জংলি ফুল দেখলে মন ভরে যায়। সত্যি বলতে আপনি খুব সুন্দর করে জংলি ফুলের ফটোগ্রাফি করেছেন। এবং অনেক সুন্দর করে জংলি ফুলগুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আসলেই এসব গাছের কোন যত্নের প্রয়োজন হয় না কোন পানি দেওয়ার প্রয়োজন হয় না এমনিতেই কত সুন্দর করে বেড়ে ওঠে দেখতে ভালোই লাগে।

 2 years ago 

জংলি ফুলগুলো একটু মনোযোগ সহকারে দেখলে খুবই সুন্দর লাগে। আসলে জঙ্গি ফুলগুলোও প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। আপনি অনেক সুন্দর সুন্দর জংলি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রত্যেকটি জংলি ফুল দেখতে অসাধারণ সুন্দর লাগছে। বিশেষ করে আকন্দ গাছের ফুলটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার তোলা জংলি ফুল গুলো ভালোই ছিল। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 110927.66
ETH 3906.43
USDT 1.00
SBD 0.58