★একটি লাটিমের থ্রী ডি আর্ট★

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20221117_224318038.jpg


আজ আমি আপনাদের সামনে আবার একটি থ্রী ডি আর্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি বিভিন্ন ধরনের থ্রিডি আর্ট করার জন্য। থ্রিডি আর্ট গুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে এজন্য আমি চেষ্টা করেই যাচ্ছি আস্তে আস্তে আর্টটিকে অনেক বেশী সুন্দর করে তোলার। আজ আমি একটি লাটিমের থ্রিডি আর্ট করেছি। থ্রীডি আর্ট গুলো প্রথমে তেমন একটা ভালো বোঝা যায় না পুরো আর্টটি করার পরে খুব সুন্দর করে ছবিগুলো তুলে আর্টটিকে ফুটিয়ে তোলা হয় তখনই বোঝা যায় যে এটি আসলেই একটি থ্রী ডি আর্ট। আবার অনেক সময় এত সুন্দর ভাবে ফুটে উঠে যেন দেখলে বোঝা যায় না যে এটি আসল না নকল। আজকে আমার লাটিমের আর্টটি অনেক ভালই হয়েছিল তবে ছবিটা তেমন ভালো করে উঠাতে পারেনি, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। এখন আরটি আপনাদের সামনে তুলে ধরবো।

প্রয়োজনীয় উপকরণ

সাদা কাগজ
কালো কলম
কাঁচি
পেন্সিল
ইরেজার
স্কেল

কার্যপ্রণালী

20220804_111526.jpg20220804_111557.jpg

20220804_111804.jpg


প্রথমে একটি এ ফোর সাইজের কাগজ নিয়ে কাগজের কোনার সাইড থেকে বড় করে একটি বৃত্ত এঁকে নিয়েছি। তারপর সেই বৃত্তের উপরে ছোট আরও একটি বৃত্ত এঁকে নিয়েছি। তারপর বড় বৃত্তের নিচের দিকে কোনা করে দুটো দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি।

20220804_111934.jpg20220804_112329.jpg

20220804_112741.jpg


এরপর বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত বরাবর ছোট করে দুটো দাগ দিয়ে দিয়েছি এবং দাগগুলো মিলিয়ে দিয়েছি। তারপর নিচের কোনার দাগের ভেতরে গোল গোল করে দাগ দিয়ে দিয়েছি এবং কালো কলম দিয়ে পেন্সিলের দাগের উপরে দাগ দিয়ে নিয়েছি। তারপর বড় বৃত্তের মাঝে এক সাইডে ছোট করে আরো দুটো দাগ দিয়েছি।

20220804_112846.jpg20220804_113426.jpg

20220804_113842.jpg


এরপর বড় বৃত্তের মাঝে পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে ভরে দিয়েছি এবং ছোট ছোট দুটি জায়গায় খালি রেখেছি। তারপর নিচের সাইডে পেন্সিল দিয়ে ছোট একটি এঁকে নিয়েছি। তারপর সেটিকে পেন্সিল দিয়ে দাগিয়ে ভরে দিতে হবে।

20220804_114603.jpg20220804_114810.jpg

20220804_115203.jpg


এরপর কালো কলম দিয়ে খালি জায়গাগুলো ভরে দিয়েছি এবং নিচের জায়গাটুকু পেন্সিল দিয়ে দাগিয়ে ভরে দিয়েছি। তারপর পেন্সিল দিয়ে এক সাইডে দাগ দিয়ে নিয়েছি এবং সেই দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে দিয়েছি। তারপর পেন্সিল দিয়ে ছোট ছোট করে কাগজটা ভরে দাগ দিয়ে নিয়েছি।

20220804_115512.jpg20220804_115847.jpg

20220804_120200.jpg


আমার লাটিমের থ্রী ডি আঁকা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তোলার চেষ্টা করছি। অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তোলার পরে কয়েকটি ছবি সুন্দরভাবে ফুটে উঠেছে, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

659E2F62-99CC-4668-99D7-AA65CA733F5A.jpeg break .png

Sort:  
 last year 

আপু আপনার লাটিমের আর্টটি কিন্তু বেশ ফুটে উঠেছে । দেখে প্রথমে মনে হচ্ছিল যেন একটি লাটিম কাগজের উপরে বসিয়ে রেখেছেন। চমৎকার একটি আর্ট করেছেন । প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন ।ধাপগুলো দেখে মনে হচ্ছে খুব সময় নিয়ে যত্ন সহকারে আর্ট টি করেছেন । ভালো ছিল আপনার আর্ট টি ধন্যবাদ ।

 last year 

লাটিমের থ্রিডি চিত্রাংকন আমার খুবই ভালো লেগেছে। খ্রিডি চিত্রাঙ্গন গুলো দেখতে খুবই সুন্দর লাগে।আপনার চিত্র অংকন উপস্থাপন দেখে খুবি ভালো লাগলো।

 last year 

সত্যি অসাধারণ হয়েছে আপু মনি, থ্রিডি আর্ট গুলো দেখতে যেমন সুন্দর, আর্ট করতে ঠিক ততটাই কঠিন, অনেক মেহনত করতে হয়, তবে আপনার আর্ট যথেষ্ট সুন্দর হয়েছে আপু মনি, শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

আপনার লাটিমের থ্রিডি আর্ট দেখে মনে হচ্ছে সত্যিকারের একটি লাটিম। সত্যি থ্রিডি আর্ট এর মাধ্যমে বোঝা যায় না যে এটি আসল নাকি নকল। থ্রিডি আর্ট আমার কাছে খুবই ভালো লাগে ‌। আপনি খুবই সুন্দর ভাবে এবং দক্ষতা সহকারে এই থ্রিডি আর্ট অঙ্কন করেছেন। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে যা দেখে আমি মুগ্ধ।

 last year 

আপনার মত থ্রিডি আর্ট গুলা আমার নিজের কাছেও ভালো লাগে। আসলেই পারফেক্ট ভাবে থ্রিডি আর্ট গুলা করলে, বোঝাই যায় না যে আসল না নকল। আপনার আজকের লাটিমের থ্রিডি আর্ট ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছে যেন একদম সত্যিকারের একটি লাটিম। এর আগেও অনেক সুন্দর সুন্দর থ্রিডি আর্ট পেয়েছিলাম আপনার কাছ থেকে। আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আর্ট দেখতে পাবো।

 last year 

জানেন তো আপু , এই আর্ট টা দেখার সাথেই আমি কম্পাস খুঁজতে গিয়েছি পড়ার টেবিলে। এত কিছু আছে কিন্তু কম্পাস টাই নেই। কেমন লাগে তাহলে! ছবিটা খুব সুন্দর হয়েছে। আপনি তো শেষে বেশ ভালো ছবি তুলেছেন আপু, আর্ট টা ফুটে উঠেছে একদম। আমি ছবিটা আকলেও শেষে এসে ছবি তুলতে পারব না ঠিক করে, মন তো এটাই বলছে। দেখা যাক কোন একদিন চেষ্টা করতে বসবো হয়তো। অনেক ভালো থাকবেন আপু।

 last year 
আপনি ত আপু থ্রিডি মাস্টার হয়ে যাচ্ছেন। আপনার থ্রিডি আর্ট এত সুন্দর হয় এই প্ল্যাটফর্মে অনেকেই আপনার থ্রিডি আর্ট ফলো করে আর্ট করে পোস্ট করে। আজো আপনি খুব সুন্দর একটি লাটিমের থ্রিডি আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। মনে হচ্ছে লাটিম ঘুরছে। ধন্যবাদ আপু।
 last year 

অসাধারণ একটা 3D আর্ট করেছেন। এগুলো আপনি সব সময় বানান বলে সহজ মনে হচ্ছে। কিন্তু অ্যাঙ্গেল মেপে ঠিক ঠাক ভাবে না করলে কোন দিনই আমরা আপনার মত করে আঁকতে পারব না।আইডিয়া টা শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60918.56
ETH 2919.11
USDT 1.00
SBD 3.56