★রং তুলি দিয়ে একটি শরৎ কালের পেইন্টিং★

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230127_213216.jpg

আজ আমি আপনাদের সামনে আবার একটি আর্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। জল রং দিয়ে আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি তেমন একটা আর্ট করতে পারি না তারপরও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি একটু একটু করে করার জন্য। সবাই এই কমিউনিটিতে অনেক সুন্দর আর্ট করে তাদের মধ্যে আমার আর্ট কিছুই না তারপরও তাদেরটা দেখে দেখে কিছুটা হলেও সাহস জোগাড় করতে পেরেছি। আগেতো রংতুলি ধরার সাহসই করতাম না আর রং তুলি দিয়ে ছবি আঁকাতো দূরের কথা। জীবনে ফার্স্ট এই কমিউনিটিতে আসার পর রং তুলি দিয়ে ছবি আঁকা শুরু করেছি যাই করছি সেটাই আমার কাছে অনেক ভালো লাগে, জানিনা আপনাদের কাছে কেমন লাগে। আজকে আমি শরৎকালের খুব সুন্দর একটি পেইন্টিং করেছি সেটি আপনাদেরকে দেখাবো।

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

কার্যপ্রণালী

20230127_213010.jpg20230127_212957.jpg
20230127_212943.jpg20230127_212924.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে মাস্কিন টেপ দিয়ে বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। তারপর উপর দিক থেকে ব্লু কালারের রং দিয়ে রং করা শুরু করছি। তারপর মাঝে আরো হলুদ ও ব্লু মিলিয়ে আরো কিছু রঙ দিয়ে দিয়েছি।

20230127_212907.jpg20230127_212850.jpg
20230127_212837.jpg20230127_212823.jpg

এরপর আস্তে আস্তে ব্লু খয়েরি ও আরো অন্য রং গুলো দিয়ে দিয়েছি। তারপর এক সাইডে সবুজ রং দিয়ে গাছ আঁকতে শুরু করেছি।

20230127_212810.jpg20230127_212754.jpg
20230127_212739.jpg20230127_205912.jpg

এরপর অন্য সাইডে আরও একটি গাছ এঁকে নিয়ে হলুদ ও কমলা কালারের রং দিয়ে গাছের ফুল এঁকে নিয়েছি। তারপর পাশে আরো ফুল এঁকে নিয়েছি ও অন্য পাশে যে গাছটা এঁকেছিলাম তার ছোট ছোট ডাল এঁকে নিয়েছি।

20230127_205840.jpg20230127_205801.jpg

নিচ দিয়ে কালারফুল করার জন্য আরো কিছু রং করে নিয়েছি যাতে মনে হয় যে গাছের ফুলগুলো নিচে পড়ে আছে।আমার আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি মাস্কিং টেপটা খুলে নিয়েছি। এরপর সুন্দরভাবে কিছু ছবি তুলে নিয়েছি।

20230127_205745.jpg

20230127_213147.jpg

20230127_205715.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

রং তুলি দিয়ে অপরূপ সৌন্দর্যময় শরৎকালের দৃশ্য ফুটিয়ে তুলেছেন। সত্যিই আপনার এই পেইন্টিং দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার পেইন্টিংটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে সত্যিই অনেক খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শরতের দারুণ একটি দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন পেইন্টিং এর মাধ্যমে। আমি যখন বাংলা ব্লগে প্রথম নতুন ইউজার হিসেবে অংশগ্রহণ করেছিলাম তখন থেকে আপনার অসাধারণ কিছু প্রিন্টিং আর আর্ট লক্ষ্য করে আসছি। রীতিমতো আজকেও দারুণ একটি পেইন্টিং আমাদের মাঝে তুলে ধরেছেন। আমি মনে করি আপনি বাংলা ব্লগের অন্যান্য ইউজারদের জন্য আর্ট করার অনুপ্রেরণা।

 2 years ago 

আপনি নতুন ইউজার থেকে আমার পেইন্টিং গুলো দেখে আসছেন আর আপনার কাছে ভালো লাগে জেনে সত্যিই অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি রং তুলি দিয়ে খুবই সুন্দর একটি শরতের দৃশ্য এঁকেছেন। আপনার পেইন্টিংটি দেখে আমি মুগ্ধ হলাম। এ ধরনের রং তুলি দিয়ে পেন্টিং করতে অনেক সময় এবং ধৈর্য লাগে। কিন্তু অবশেষে যখন তৈরি করা সম্পূর্ণ হয় তখন দেখতে অনেক ভালো লাগে।আপনি খুবই সুন্দর ধাপে ধাপে পেন্টিং দিয়ে তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন এ ধরনের পেইন্টিং করতে অনেক বেশি সময় ও ধৈর্য লাগে, আর তার থেকে বড় সবকিছু আয়োজন করে বসতে হয় দেখে আরো করা হয় না। ধন্যবাদ ভাই আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

শরৎকালের পেইন্টিংটি খুবই অসাধারণ হয়েছে। আপনারা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই কমিউনিটিতে আসার পর তুলি দিয়ে ছবি আর্ট করা শুরু করেছেন জেনে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আমার আর্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে সত্যি খুশি হলাম আপু । অনেক ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

রং তুলি ব্যবহার করে খুব চমৎকার একটি দৃশ্যের পেইন্টিং করেছেন। আসলে এটি তাকিয়ে থাকার মত একটি দৃশ্য ছিল। অনেক অনেক ধন্যবাদ ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সর্বদায়।

 2 years ago 

আমার আর্টটি আপনার কাছে এত ভালো লেগেছে যে আপনার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছে শুনে সত্যিই অনেক খুশি হলাম ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

আসলেই আপু অনেক চমৎকার আর্ট করেছিলেন ধন্যবাদ ফিডব্যাক দেয়ার জন্য।

 2 years ago 

রং তুলি দিয়ে খুব চমৎকার করে শরৎকালের পেন্টিং করেছেন। এ ধরনের পেইন্টিং করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তবে সত্যি বলেছেন আমরা সবাই এই প্লাটফর্মে কাজ করতে এসে আর্ট এবং পেইন্টিং গুলো করতেছি এবং দেখতেছি। তবে আজকে আপনার পেইন্টিংটা অসাধারণ। অনেক সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

এ প্লাটফর্মে এসে আমি অনেক কিছু শিখেছি এবং শিখছি ।ধন্যবাদ আপু আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রংতুলি দিয়ে খুব সুন্দর করে শরৎকালের দৃশ্য ফুটিয়ে তুলেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

আমার দৃশ্য ও ধাপগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58572.58
ETH 2551.35
USDT 1.00
SBD 2.47