★জল রঙ দিয়ে নদীর পাড়ের দৃশ্য অঙ্কন★

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230801_222532.jpg

আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদেরকে জল রং দিয়ে নদীর পাড়ের খুব সুন্দর একটি দৃশ্য আর্ট করে দেখাবো । জল রঙের এই আর্টগুলো যতই করি ততই ভালো লাগে । আর কালারটা দেখতে এতটা ভালো লাগে যা অন্য কোন রং দিয়ে এতটা ফুটিয়ে তোলা সম্ভব হয় না । আমি তো আগে জল রং ধরার সাহসই পেতাম না । এখন জল রং দিয়ে রং করতে করতে যেটাই পারি একটু আঁকার সাহস করতে পারি । একটু একটু করে প্রতিদিনই আমি নতুন করে কিছু না কিছু শিখছি আর আপনাদের সাথে শেয়ার করছি ।

arabesko.ru_13-1.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

arabesko.ru_13-1.png

কার্যপ্রণালী

arabesko.ru_13-1.png

20230801_222411.jpg

প্রথমে একটি আর্ট পেপার নিয়ে ম্যাসকিং টেপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি । তারপর একেবারে মাঝের অংশে সাদা দিয়ে দিয়েছি ।

20230801_222357.jpg

20230801_222343.jpg

এরপর সাদার উপরের দিকে ব্লু রং দিয়ে দিয়েছি এবং নিচের দিকে কিছু ব্লু ও সাদা মিলিয়ে রং করে দিয়েছি ।

20230801_222331.jpg

20230801_222305.jpg

এরপর মাঝের অংশে ব্লুর উপরের দিয়ে ব্লু কালারের রং দিয়ে আরো একটু রং করে দিয়েছি ।

20230801_222250.jpg

20230801_222237.jpg

এরপর সবুজ রং দিয়ে গাছ এঁকে নিয়েছি । তারপর গাছের উপর দিয়ে হলুদ রং দিয়ে দিয়েছি ।

20230801_222220.jpg

এরপর নিচের দুই সাইডে কোনা করে সবুজ রং দিয়ে দিয়েছি ।

20230801_222205.jpg

তারপর সবুজ রঙের মাঝখান দিয়ে বাদামি কালারের রং দিয়ে রাস্তা তৈরি করে নিয়েছি ।

20230801_222153.jpg

এরপর রাস্তার দুই পাশে কালো রং দিয়ে চারটা চারটা মোট আটটা কাঠির মতো তৈরি করে নিয়েছি ।

20230801_222120.jpg

এরপর প্রত্যেকটা কাঠির উপর দিয়ে কালো রং দিয়ে দাগিয়ে নিয়েছি ।

20230801_222107.jpg

এরপর লাল কালারের রং নিয়ে একটা সূর্য এঁকে নিয়েছি ।

20230801_222048.jpg

এরপর পানির ভেতরে লম্বা লম্বা করে দাগ দিয়ে দিয়ে সূর্যের আলো এঁকে নিয়েছে ।

20230801_222029.jpg

20230801_222004.jpg

এরপর একপাশে একটা গাছ এঁকে নিয়ে সবুজ রং দিয়ে গাছের পাতা তৈরি করে নিয়েছি ।

20230801_221939.jpg

এরপর সবুজ রঙের ওপর দিয়ে হলুদ রং দিয়ে রং করে দিয়েছি ।

20230801_221910.jpg

এরপর কালো রং দিয়ে চারটা পাখি এঁকে নিয়েছি । এরপর আমার আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আমি মাস্কিং টেপ খুলে নিয়েছি ও সুন্দর করে ছবি তুলে নিয়েছি ।

20230801_221846.jpg

20230801_221824.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 last year 

আপু জল রঙ দিয়ে নদীর পাড়ের দৃশ্যটি খুব চমৎকার হয়েছে। আপনি রঙতুলির ছোঁয়ায় নদীর পাড়ের দৃশ্যটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

রং তুলির ছোঁয়ায় নদীর পাড়ের দৃশ্যটি একটু চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 last year 

খুবই সুন্দর হয়েছে চমৎকার একটা রঙিন নদীর পাড় তৈরি করেছেন, আমরা সেখানে সূর্য দেখতে পাচ্ছি সূর্যের কিরণ নদীর পানিতে পড়েছে চমৎকার একটা পরিবেশ অসাধারণ ছিল।

 last year 

আমার দৃশ্যটি আপনার কাছে চমৎকার লেগেছে শুনে সত্যি খুশি হলাম । অনেক ধন্যবাদ আপনাকে ।

 last year 

জল রঙ দিয়ে নদীর পাড়ের দৃশ্য অঙ্কনটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি খুবই নিখুঁতভাবে জল রং দিয়ে নদীর পাড়ের দৃশ্য অঙ্কন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

নিখুঁত হয়েছে কিনা জানিনা তবে সুন্দরভাবে আঁকার চেষ্টা করেছি । আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ ।

 last year 

জল রং দিয়ে নদীকেন্দ্রিক দৃশ্যটি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। সন্ধ্যার আগ মুহূর্তে নদীর পাড়ে গেলে যেমন দৃশ্যটা লক্ষ্য করা যায় এই চিত্রে ঠিক তেমনটাই ফুটিয়ে তুলেছেন। একদিকে পাখিগুলো আপন ঠিকানায় ঘরে ফিরছে অন্যদিকে সূর্য অস্ত যাচ্ছে সবমিলিয়ে অসাধারণ লেগেছে আপু।

 last year 

সব মিলিয়ে আমার দৃশ্যটি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম । অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

 last year 

বাহ্ জল রং দিয়ে নদীর পাড়ের বেশ সুন্দর একটি দৃশ্য আর্ট করেছেন আপু।আর্ট টি দেখতে চমৎকার লাগছে।ধাপগুলো অনুসরন করে খুব সহজেই আঁকা যাবে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আমার ধাপগুলো অনুসরণ করে তাহলে আপনিও একদিন এঁকে ফেলুন আপু আমরাও দেখি ।

 last year 

জল রং দিয়ে ছবি অঙ্কন করলে বাস্তবিক দৃশ্য ফুটে ওঠে। তেমনটাই আপনি ফুটিয়ে তুলেছেন। আসলে দেখছি আপনি অনেক সুন্দর ছবি অঙ্কন করতে পারেন। আপনার দক্ষতা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য।

 last year 

জল রং দিয়ে অঙ্কন করলে রংটা খুব সুন্দর ভাবে ফুটে দেখতে ভালো লাগে ।

 last year 

অনেক সুন্দর করে নদীর পাড়ের দৃশ্য অংকন করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এরকম প্রাকৃতিক দৃশ্য গুলো আমার অনেক পছন্দ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

ঠিকই বলেছেন আপু রঙিন প্রাকৃতিক দৃশ্য দেখতে আসলেই অনেক ভালো লাগে ।

 last year 

বাহ্ আপু জল রং দিয়ে বেশ সুন্দর নদীর পাড়ের মনোরম দৃশ্য অংকন করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। এ ধরনের আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়, যা অবশ্যই আপনার ভেতরে রয়েছে। খুবই সুন্দর ভাবে এই পোস্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আসলেই ভাইয়া আর্ট করতে একটু সময় ও ধৈর্য দুটোই লাগে ।ইদানিং তো আমার একটু বেশিই করা হয় কারণ ছেলে সব সময় বায়না করে আর্ট করার জন্য তাই বসা হয় ।

 last year 

আপু আপনার এত সুন্দর দৃশ্য অঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম। জল রঙ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে নদীর পাড়ের দৃশ্য অঙ্কন করেছেন। আপনার এই অঙ্কন আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অঙ্কন শেয়ার করার জন্য।

 last year 

আমার অংকন টি আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে সত্যিই অনেক ভালো লাগলো আপু । অনেক ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47