রাখে আল্লাহ মারে কে --অল্পের জন্য বেঁচে ফেরা

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



image.png

Link


আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা । দু-তিন দিন আগে আমি কিশোরগঞ্জ গিয়েছিলাম নিকলী হাওরে ঘোরার জন্য । অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল ছেলের পরীক্ষার কারণে যেতে পারছিলাম না । আগে থেকে ঠিক করে রেখেছিলাম ছেলের পরীক্ষা শেষ হলেই আমরা সেখানে ঘুরতে যাব । আমরা এখানে দুই ফ্যামিলি এবং আরো কিছু আত্মীয়-স্বজন নিয়ে গিয়েছিলাম । সেখানে গিয়ে আমরা দুরাত ছিলাম এবং একটা দিন আমরা খুব মজা করে ঘুরে বেরিয়েছি ।


আমরা যাওয়ার সময় ট্রেনে করে গিয়েছিলাম । আর ঢাকা থেকে আমরা ফিরতি টিকিট কাটার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কোনভাবে টিকিটের ব্যবস্থা করতে পারিনি । ওখানে গিয়েও আমরা টিকিটের জন্য ট্রাই করেছি কিন্তু সুবিধা মত কোন সিট আমরা পাইনি যার কারণে আমরা মাইক্রো ভাড়া করে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম । দূরের পথ আমার কখনোই মাইক্রোবাসে করে আসতে ভালো লাগে না খুব ভয় লাগে ।তারপরে আবার আমার একটু সমস্যা আছে গাড়িতে উঠলেই প্রচুর পরিমাণে বমি হয় । আর মাইক্রোবাসে উঠলে বেশি বমি হয় । যার কারণে মাইক্রোবাসে আসাটা আমার কাছে মোটেও ভালো লাগেনি । কিন্তু কি করব ওই এলাকার বাসের অবস্থা খুবই খারাপ লোকাল বাসে আসতে খুবই কষ্ট হয় ।এজন্য আমরা মাইক্রোবাস ভাড়া করেছিলাম ।


আমাদের আসার চিন্তাভাবনা ছিল ভোর ছয়টায় কারণ ছয়টার দিকে রওনা দিলে রাস্তায় জ্যাম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে । আমরা মনে করেছিলাম সকালে রওনা দিলে নয়টা দশটার দিকে আমরা ঢাকায় এসে পৌঁছে যাব । কিন্তু আমাদের বের হতে হতে সাড়ে ছয়টা বেজে গিয়েছিল । পাঁচটা থেকে উঠে আমরা রেডি হয়ে বসে ছিলাম কিন্তু গাড়িওয়ালা আসতে দেরি করেছিল , যার কারণে সাড়ে ছটায় আমরা রওনা দিয়েছিলাম ।


সকালের খোলামেলা আবহাওয়া টা আমরা ভালই এনজয় করেছিলাম । সকাল হওয়ার কারণে রাস্তা ফাঁকা ছিল কোন গাড়ি ছিল না বললেই চলে । আর অত সকালে কখনো ঘুম থেকে ওঠা হয় না যার কারণে সকালের আবহাওয়া খুব সুন্দরভাবে এনজয় করছিলাম । এদিকে আমার বমি হওয়ার কারণে বমির ওষুধ খেয়ে থাকি যার কারণে গাড়িতে ওঠার সাথে সাথেই আমার প্রচুর পরিমাণে ঘুম পায় , আমি তাকিয়ে থাকতে পারি না । আমি যথারীতি ঘুমিয়ে ছিলাম এবং ছেলে তার বাবার কোলে আর অন্যান্য সবাই গল্প করতে করতে আসছিল । আমি ঘুমিয়ে থাকলে কি হবে সবার কথাই কানে বাজছিল । এর ভিতর হঠাৎ করে দেখলাম যে গাড়িটা কেমন যেন এদিক ওদিক এলোমেলোভাবে দুলছে । আমি তো ঘুম থেকে হঠাৎ করে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি এবং অন্যান্যরা যারা সবাই ছিল তারা দোয়া পড়া শুরু করেছে ।আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মনে হচ্ছিল আমরা বুঝি এখনই মারা যাচ্ছি । গাড়িটা উপর থেকে নিচে পড়ে যাচ্ছে । ড্রাইভার এর পাকা দক্ষতার কারণে সে যাত্রায় আমরা বেঁচে গিয়েছিলাম এবং রাস্তায় গাড়ি না থাকার কারণে আমাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি । যে ঘটনা ঘটেছিল তাতে অন্য দিক থেকে যদি গাড়ি আসতো তাহলে হয়তোবা আমাদের আর খুঁজেই পাওয়া যেত না । এরকম হলে নরমালি গাড়ি ব্যালেন্স হারিয়ে উল্টাতে উল্টাতে পরে যায় । আল্লাহ না বাঁচলে হয়তো আমাদেরও তাই হতো ।


ঘটনাটি হয়েছিল এরকম , আমাদের গাড়ি ঠিক ভাবেই চলছিল কিন্তু ভেতর দিক থেকে ছোট্ট একটা রাস্তা দিয়ে একটা গাড়ি এদিক-ওদিক না দেখেই হুট করে বড় রাস্তায় উঠে পড়েছে । তাকে সাইড দিতে গিয়েই আমাদের এই দুর্ঘটনা ঘটতে গিয়েছিল । সেই গাড়িটা তো এরকম দেখে কোন ভাবে দৌড়ে পালিয়েছে । কিন্তু আমরা তো মৃত্যুর হাত থেকে বেঁচে এলাম । মৃত্যু যে আমাদের কত কাছে থাকে সেটা সেদিন টের পেলাম । আল্লাহ একেবারে নিজ হাতে আমাদেরকে সেদিন রেখে গিয়েছে তা না হলে আল্লাহ জানে আজ আমরা কোথায় থাকতাম । আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এ যাত্রায় বেঁচে গিয়েছি । সত্যি মানুষের জীবনের এক সেকেন্ডেরও কোন ভরসা নেই । যে কোন সময় যেকোন দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমাদের সবারই উচিত আল্লাহকে স্মরণ করা প্রতিটা মুহূর্তে ।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 last year 

কি বলেন? কালকে যে কথা হলো তখন তো এই ঘটনা বললেন না। আমি তো জানিই না এত কাহিনী হয়ে গেছে। এজন্যই মন খারাপ ছিল আপনার কালকে। অবশ্যই নফল নামাজ পড়ে নিয়েন। আল্লাহ অবশ্যই আপনাদেরকে হাতে ধরে বাঁচিয়েছেন। তা না হলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। হামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন জেনে ভালো লাগলো।

 last year 

একদম ঠিক বলেছেন আপু এ ধরনের বিপদে আল্লাহ না বাঁচালে কোনভাবে বাচার সম্ভাবনা থাকে না ।

 last year 

যাক আল্লাহর অশেষ রহমতে আপনাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। দক্ষ ড্রাইভার এবং রাস্তায় কোন গাড়ি ছিল না যার কারণে হয়তো কিছু হয়নি।তাছাড়া অনেক বড় কিছু হতে পারতো।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিকই বলেছেন ড্রাইভার এর দক্ষতার কারণে আর রাস্তায় গাড়ি-ঘোড়া ছিল না বলে বেঁচে গেছি । সবচেয়ে বড় কথা আল্লাহই হাতে ধরে বাঁচিয়ে দিয়েছে ।

 last year 

আপনারা যে সুস্থ‍্য আছেন আপনাদের গাড়ি দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দেখে অনেক ভালো লাগল। মানুষের জীবন টা এমনই অনিশ্চয়তাই ভরপুর। আর মাইক্রেবাস এর পরিবেশ টা ঠিক আমারও স‍্যুট করে না। উঠলে আমারও বেশ অস্বস্তি হয়। সবমিলিয়ে ভয়াবহ একটা ঘটনার সাক্ষী ছিলেন আপনারা।।

Posted using SteemPro Mobile

 last year 

আমারও ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে সেদিন আসতে হয়েছিল ।

 last year 

আল্লাহর রহমতে আপনারা বেঁচে গিয়েছেন জেনে বেশ ভালো লাগলো ।আসলে দূরের যাত্রায় এই মাইক্রোবাস ,প্রাইভেটকারে যাত্রা আমার কাছে একদম পছন্দ না ।এগুলো প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়েছে শোনা যায় ।তারপরেও আপনাদের বাধ্য হয়ে মাইক্রোবাস ভাড়া করতে হয়েছিল এবং রাস্তায় দুর্ঘটনার পতিত হবার অবস্থা হয়েছিল যেনে সত্যিই ভীষণ খারাপ লাগলো ।আল্লাহর অশেষ রহমতে আপনারা এই যাত্রায় বেঁচে গিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া নামাজ পড়ে নিয়েন। ধন্যবাদ।

 last year 

আমারও একদমই ভালো লাগে না দুরের যাত্রা এই ধরনের এ ধরনের ছোট ছোট গাড়িতে আসতে । কিন্তু কিছু কিছু সময় বাধ্য হয়ে চড়তেই হয় ।

 last year 

বাছা মরা আল্লার হাতে। যদি কপালে মৃত্যু থাকে তাহলে কেউ ঠেকাতে পারবেনা। আসলে আপু বর্তমানে রাস্তায় কিছু বেপরোয়া গাড়ি চালায় এদের জন্য অনেক সময় দুর্ঘটনা হয়। আজকে আপনাদের সাথে যে দুর্ঘটনা ঘটেছিল আল্লাহ আপনাদেরকে সাহায্য করেছে ডাইভার এর মধ্য দিয়ে। ডাইভার অতি দক্ষতার সাথে গাড়িটা সেভ পজিশনে নিয়ে এসেছে বলে আপনারা বেঁচে গিয়েছেন।

Posted using SteemPro Mobile

 last year 

এদের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই তো মানুষের দুর্ঘটনা ঘটে থাকে ।

 last year 

আমিও খুব ভয় পাই বড় রাস্তায় হোন্ডা ও মাইক্রোবাস বা কার নিয়ে চলাচল করতে। তবে আল্লাহর অশেষ রহমত আপনারা সুস্থ্য আছেন । বড় বিপদ থেকে রক্ষা পেলেন। মৃত্যু কত কাছে, তবুও আমরা নিজেদের নিয়ে কত অহংকার করি। ভালো থাকবেন সবসময়।

 last year 

আসলে আপু বড় ধরনের বিপদ থেকে বেঁচে গিয়েছি । আল্লাহ বাঁচিয়ে দিয়ে গিয়েছে ।

 last year 

সত্যি অনেক বড় বাচা বেচেঁ গেছেন আপু। আমার কেন যেন কার বা মাইক্রো এগুলো নিয়ে ঘোরাফেরা করতে বেশ ভয় লাগে। যদিও কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়েই এমন যাতায়াত করতে হয়। তবে দিন শেষে এই কথাটা একদম ঠিক যে, সৃষ্টিকর্তা যদি সহায় থাকেন তাহলে সব বিপদ থেকেই রক্ষা পাওয়া যায়। সাবধানে থাকবেন আপু।

 last year 

মাইক্রোবাসে যেতে আমারও ভালো লাগে না । তবে সেদিন বাধ্য হয়ে উঠতে হয়েছিল । আল্লাহ না বাচালে কোথায় যে চলে যেতাম কে জানে ।

 last year 

মাইক্রোবাসে উঠলে অনেকেরই বমি হয় আপু। তবে মাইক্রোবাসে চলাফেরা করাটা অনেকটাই দুশ্চিন্তা জনক। যাইহোক আপনাদের মাইক্রো ড্রাইভার বেশ দক্ষতার সঙ্গে গাড়ি চালিয়েছিল বলে আপনারা এখনো সুস্থ আছেন। তাছাড়াও মরা বাঁচা সবকিছুই আল্লাহর হাতে।

 last year 

আমার তো গাড়িতে উঠার কথা শুনলেই বমি হয় আসলেই খুব অস্বস্তিকের একটি ব্যাপার ।

 last year 

অনেক বড় দূর্ঘটনার হাত থেকে বাঁচলেন আপু। মহান আল্লাহ তায়ালার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করেন।নফল নামাজ পড়েন আপু। আল্লাহর অশেষ রহমতে আপনাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি এটা জেনে খুব ভালো লাগলো।

 last year 

একদম তাই আপু আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া এ যাত্রায় বেঁচে গিয়েছি ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65556.02
ETH 2660.30
USDT 1.00
SBD 2.91