★রঙীন কাগজের পাপেট তৈরী★

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230708_232759.jpg


আজ আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি পাপেট তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব । রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানাতে গেলে আসলে ভালই লাগে । আর অনেক বেশি কালারফুল করে বানালে সেটা দেখতে আরো বেশি ভালো লাগে । রঙিন কাগজের তৈরি জিনিস বানানোর কোন শেষ নেই । এটা আমার বাংলা ব্লগে এসেই জানতে পেরেছি । দাদার ভালো একটি উদ্যোগের কারণে আজকে আমরা এই নতুন নতুন জিনিস বানানো শিখছি এবং বানাতে পারছি । আগে তো রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানানোর সাহসই পেতাম না । দাদা নিজের হাতে একটা একটা করে জিনিস বানিয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছে এবং সেটা থেকে আমরা নতুন নতুন জিনিস বানাতে পারছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

বিভিন্ন রঙের কাগজ
কম্পাস
গ্লু
কাঁচি
কালো ও লাল কলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230708_232716.jpg20230708_232700.jpg
20230708_232648.jpg20230708_232634.jpg
20230708_232623.jpg20230708_232604.jpg

প্রথমে একটি হলুদ রঙের কাগজ নিয়ে কম্পাস দিয়ে একটি গোল করে এঁকে নিয়েছি । তারপর পেন্সিলের দাগের উপর দিয়ে কাঁচি দিয়ে কাগজটি কেটে নিয়েছি । তারপর মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি । এরপর আরো একটি লাল রঙের কাগজ দিয়ে কোনা করে কেটে নিয়েছি এবং এক সাইডে ছোট্ট করে একটু কেটে নিয়েছি । তারপর গোলাপী কালারের ছোট ছোট দুই টুকরো কাগজ নিয়েছি একটি গোল করে কেটেছি একটি ছোট্ট লম্বা করে কেটেছি ।

20230708_232551.jpg20230708_232538.jpg
20230708_232523.jpg20230708_232511.jpg

এরপর আরো একটা অরেঞ্জ কালারের রঙিন কাগজ নিয়ে লম্বা করে কেটে নিয়ে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে মাঝে একটু গ্লু লাগিয়ে নিয়ে হলুদ কাগজের ওপরে লম্বা করে বসিয়ে দিয়েছি । এরপর লাল রঙের কোনা কাগজটা উপরে লাগিয়ে দিয়েছি এবং তার নিচে গোলাপি কালারের কাগজ দুটো লাগিয়ে দিয়েছি । একটা দিয়ে পা বানিয়ে নিয়েছি ও একটা দিয়ে হাত বানিয়ে নিয়েছি ।

20230708_232457.jpg20230708_232434.jpg
20230708_232415.jpg20230708_232404.jpg
20230708_232352.jpg20230708_232337.jpg

খয়েরি রঙের আরো একটি কাগজ নিয়ে গোল করে কেটে নিয়েছি জুতা তৈরি করার জন্য । সেই কাগজটি নিয়ে গ্লু দিয়ে লাগিয়ে জুতা তৈরি করে নিয়েছি । তারপর কোনা করে আরেকটি কাগজ নিয়ে ঝিরিঝিরি করে কেটে লম্বা কাগজের পেছনে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি । তারপর আরো একটি কাগজ কেটে নিয়েছি ।

20230708_232324.jpg20230708_232311.jpg
20230708_232258.jpg20230708_232244.jpg
20230708_232231.jpg20230708_232217.jpg

এরপর আরও একটি ছোট্ট কাগজ নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি । তারপর গোল কাগজের সাইডে লাগিয়ে চুল তৈরি করে নিয়েছি । এরপর আরও একটি রঙিন কাগজ নিয়ে কোনা করে কেটে ওপরে টুপি তৈরি করে নিয়েছি । তারপর সেটা গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি গোল কাগজটার উপরে । এরপর লাল কাগজের মাথার উপরে একটু গ্লু লাগিয়ে নিয়েছি মাথাটা বসানোর জন্য । উপরের ছবিতে প্রত্যেকটা ভাঁজ ও কাটিং সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে ।

20230708_232202.jpg20230708_232144.jpg

তারপর মাথাটা গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি । তারপর কালো কলম ও লাল কলম দিয়ে চোখ ও ঠোঁট তৈরি করে নিয়েছি । ব্যাস এভাবেই তৈরি হয়ে গিয়েছে পেপার পাপেট ।

20230708_232124.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 last year 

কাগজের তৈরী পাপেট টি অসাধারন হয়েছে আপু, সেই সাথে উপস্থাপনাটি ও ভালো ছিলো। পাপেট টি কালারফুল করায় আরো বেশি সুন্দর লাগছে, ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ আপু ভালো লেগেছে আপনার শুনে খুশি হলাম ।

 last year 

রঙীন কাগজের পাপেট তৈরী অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া । সুন্দর মন্তব্য দেখে আমিও মুগ্ধ হলাম ।

 last year 

প্রথমে আমি ভাবতাম এগুলো তৈরি করা খুব সহজ। কিন্তু আপু এখন আমি বিশ্বাস করি যে না এগুলো খুব সহজে তৈরি করা যায় না। এগুলো তৈরি করতে অনেকটা পরিশ্রম করা লাগে। সাথে নিজের ধৈর্য তো থাকা লাগবেই। যাইহোক আপনি রঙিন কাগজের পাপেট তৈরি করেছেন দেখি অনেক ভালো লাগলো। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

এগুলো তৈরি করা কতটা সহজ সেটা আপনি নিজে যখন বানাতে বসবেন তখন বুঝবেন ।খুবই কঠিন একটি কাজ অনেক ধৈর্য নিয়ে বানাতে হয় তা না হলে এলোমেলো হয়ে যায় ।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে পারলে নিজের কাছে এক অন্যরকম ভালোলাগা কাজ করে, আর সেটা যদি আরও বেশি কালার কম্বিনেশনে আবদ্ধ করা হয় তাহলে সেটা আরো বেশি সুন্দর দেখায়। রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি পাপেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমি মুগ্ধ। আমার বাংলা ব্লগ কমিউনিকের সঙ্গে যুক্ত হতে পেরে অনেকেই অনেক সুন্দর কিছু শিখছে এবং ভবিষ্যতেও শিখবে বলে আশা রাখি। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিকই বলেছেন রঙিন কাগজের কোন কিছু তৈরি করতে হলে কালারফুল করলে সেটা আরো বেশি ভালো লাগে ।

 last year 

রঙিন কাগজ দিয়ে পাপেট তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। পাপেট তৈরি করার ক্ষেত্রে আপনি দারুন কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন।

 last year 

সুন্দর সুন্দর কাগজ ব্যবহার করার কারণে জিনিসটি দেখতে আরো বেশি ভালো লাগছে । আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 last year 

ঠিক বলছেন আপু রঙিন কাগজ দিয়ে কিছু বানানোর শেষ নেই। এই প্লাটফর্মে এসে আমরা সবাই জানতে পারলাম। আজকে আপনি খুব সুন্দর করে রঙীন কাগজের পাপেট তৈরী করেছেন। রঙিন কাগজের পাপেট তৈরি অসাধারণ হয়েছে। বিশেষ করে কালারের কারণে দেখতে বেশ ভালো লাগতেছে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙীন কাগজের পাপেট তৈরী আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আসলে আপু এ প্লাটফর্মে আসার পর আমরা নতুন নতুন অনেক কিছুই শিখতে পারছি । যা আগে আমাদের জানাই ছিল না ।

 last year 

আপনি খুব চমৎকারভাবে রঙীন কাগজের পাপেট তৈরী করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানালে আসলে দেখতে অনেক ভালোই লাগে। আমি নিজে কিছু বানাতে পারলে অনেক ভালো লাগে। বিশেষ করে আপনার রঙীন কাগজের পাপেট তৈরী কালার খুব চমৎকার লাগতেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজের পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ঠিকই বলেছেন নিজের হাতে যে কোন কিছু বানাতে আসলেই অনেক ভালো লাগে । সেটা যদি বেশি সুন্দর হয় তখন আরো ভালো লাগে ।

 last year 

আপু আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি পাপেট টি সত্যি চমৎকার হয়েছে । একদম ইউনিক একটি ডাই শেয়ার করেছেন আপনি । আসলেই আমার বাংলা ব্লগে এসে আমরা রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করার অনুপ্রেরণা পেয়েছি দাদার কাছ থেকে । এখন অনেক কিছু বানানোর সাহসও করি । আসলে ভালই লাগে জিনিসগুলো বানাতে । আপনার নতুন নতুন জিনিস গুলো দেখতেও বেশ ভালো লাগে । ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু রঙিন কাগজের পাপেট মনে হয় আজকে প্রথম দেখলাম। ডাই প্রোজেক্টটা দারুন হয়েছে। ছোট বাচ্ছারা খুব পছন্দ করবে। দেখতেও চমৎকার লাগছে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62339.62
ETH 2444.37
USDT 1.00
SBD 2.62