ছোটবেলার মজার একটি ঘটনা

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



image.png

Link


আজকে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে । আজকে আমি আপনাদের সাথে আমার ছোটবেলায় ঘটে যাওয়া একটি মজার ঘটনা শেয়ার করব । ছোটবেলায় সবার সাথে কত ঘটনাই ঘটে থাকে এসব ঘটনা আসলে মধুর হয়ে থাকে মনে পড়লে খুব ভালো লাগে । ছোটবেলার দিনগুলো সত্যিই খুব ভালো ছিল এখন শুধু সেই দিনগুলো খুব মিস করা ছাড়া আর কোন উপায় নেই । আবার যদি সেই পুরনো দিনগুলো ফিরে পেতে পারতাম । আবার বাবা-মা ভাই-বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো । সেগুলো তো আর ইচ্ছা করলে আর ফিরে পাওয়া যায় না সেগুলো শুধু স্মৃতি হিসাবে রয়ে যায় ।


তখন আমরা অনেক ছোট আমি তখন ক্লাস থ্রি কিংবা ফোরে পড়ি । ওই সময়কার একদিনের ঘটনা । সেদিন খুব বৃষ্টি নামছিল একেবারে কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল ।তখন আমরা একটা বাসাতে ভাড়া থাকতাম এবং সেই বাসাটা ছিল ফাঁকা একটা মাঠের ভেতরে । সেই বাসার সামনে ছিল বিশাল বড় একটা মাঠ এবং আমাদের বাসার ভেতরে ছিল অনেক বড় একটি জায়গায় যেটা বাউন্ডারি দিয়ে ঘেরা ছিল ।


প্রচন্ড পরিমানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির ভিতর হঠাৎ করে কোথা থেকে যেন একটি হাঁস উড়ে এসে আমাদের বাউন্ডারির ভিতরে পড়ল । সেটা দেখে তো আমরা খুবই খুশি । উড়ন্ত হাঁস এর আগে কখনো দেখিনি এবং এবং সেই হাঁসটা দেখে এতটাই ভালো লেগেছিল যে আমরা বৃষ্টির ভিতর নেমে পড়েছিলাম সে হাঁসটা ধরার জন্য । হাঁসের পেছনে যতই আমরা দৌড়াতে থাকি হাঁসটা শুধু এখান থেকে ওখানে দৌড়াতে থাকে এবং মাঝে মাঝে উড়ে অন্য জায়গায় চলে যায় ।


হাঁসের পিছনে দৌড়াতে দৌড়াতে হাঁসটা একসময় সামনে একটা পুকুর ছিল সেই পুকুরে নেমে পড়ে । তখন পুকুরে ছিল প্রচুর পরিমাণে পানি আমি সাঁতার জানি না তারপরও হাঁস ধরার জন্য একটা কন্টেইনার নিয়ে পুকুরে নেমে পড়েছি । হাঁসের পেছনে হাঁস ধরার জন্য দৌড়াদৌড়ি করছি কিন্তু কিছুতেই হাঁস ধরতে পারছি না । এরপর বৃষ্টির ভিতর আমাদের ওভাবে দৌড়াদৌড়ি দেখে পাশের বাসা থেকে আরও দুই তিনটা ছেলে ওরাও নেমে পড়েছে হাঁস ধরার জন্য । ওরা আমাদের থেকে বড় এ জন্য ওরা হাঁসের পেছনে আরো দ্রুত গতিতে দৌড়াতে লাগলো । হাঁসও বাঁচার জন্যএখান থেকে ওখানে যাচ্ছে ।


এরকম দৌড়াতে দৌড়াতে ছেলেগুলো একটা সময় হাঁসটাকে ধরে ফেলে । আমরা আর ধরতে পারি না । কারণ আমরা ওদের থেকে অনেক ছোট ছিলাম কিছু বুঝতাম না । হাঁসটাকে ভালো লেগেছিল বিধায় হাঁসের পেছনে দৌড়িয়েছি কিন্তু ওরা যে ধরে ফেলবে সেটা আমরা বুঝতে পারিনি । এরপর ওরা হাঁসটাকে ধরে ওদের বাসায় নিয়ে আটকে রাখে । তারপর যখন বৃষ্টি থামে তখন দেখি যে আমাদের বাসা থেকে দুইটা বাসা পরে একজন মহিলা এসেছে হাঁসটাকে নিতে । কারণ ওনাদের নাকি এই হাঁস আরো রয়েছে । এই উড়ন্ত হাঁস তারা পালে । ওই হাঁসটা কোথা থেকে যেন হুট করে উড়ে আমাদের এখানে চলে এসেছিল ।পরে ওনারা এসে হাঁসটাকে নিয়ে যায় ।সেই দিনটার কথা মনে পড়লে আমার এখনো হাসি পায় ।ছোটবেলায় কত কান্ড আমরা করেছি কোথা থেকে একটা হাঁস দেখলাম আর হাঁসের পিছনে ছুটে চললাম সত্যিই সেদিন গুলো অনেক মধুর ছিল ।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

আসলে ছোটবেলার এমন কিছু স্মৃতি থাকে যেগুলো ভাবলে অনেক মজা লাগে আবার এমন কিছু স্মৃতি থাকে যেগুলো বেশ কষ্টদায়ক হয়ে থাকে। আপনার এই স্মৃতিটা পড়ে সত্যি বেশ মজা পেলাম। হাঁসটাকে তো আপনারা তাড়াতে তাড়াতে পুরা নাজেহাল বানিয়ে দিয়েছিলেন দেখছি। যাইহোক প্রথমে তো আমি ভেবেছিলাম এটা হয়তোবা কোন বন্য হাঁস হবে কিন্তু পরে যখন জানতে পারলাম যে এটা বন্য হাঁস ছিলো না জেনে সত্যি অবাক হলাম। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমরা উড়ন্ত হাঁস দেখে সত্যি অবাক হয়েছিলাম এজন্য ধরার চেষ্টা করেছিলাম । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 10 months ago 

আসলে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লে অনেক বেশি ভালো লাগে এটা সত্যি। আমাদের সবার জীবনে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আর কিছু স্মৃতি দুঃখের এবং অনেক স্মৃতি সুখের। হাঁসটার পেছনে অনেক ছোটা ছুটি করেছিলেন, কিন্তু হাঁসটা তো আপনারা ধরতেই পারলেন না। তবে যে মহিলাটার হাঁস চলে এসেছিল, উনি আবার ওই ছেলেগুলোর কাছ থেকে হাঁস নিয়ে গিয়েছিলেন তাহলে। যাই হোক পুরোটা পড়ে বেশ আনন্দ পেলাম।

 10 months ago 

ঠিক বলেছেন আপু ছোট বেলার অনেক মধু স্মৃতি আছে যেগুলো মনে পড়ে আসলেই খুব ভালো লাগে ।

 10 months ago 

আপনার লেখা এই ছোটবেলার স্মৃতিময়ী গল্পটা পড়ে, আমার নিজেরই ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গিয়েছে আপু। ছোটবেলায় আমরাও এরকম ভাবে মজা করতাম অনেক বেশি। আর আমরা পুকুরে গোসল করার সময় পুকুরে যদি হাঁস দেখতাম তাহলে সেগুলো ধরার চেষ্টা করতাম। আর আপনারাও বৃষ্টির সময় ওই উড়ন্ত হাঁসটাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিলেন।

 10 months ago 

ছোট বেলায় সবারই কম বেশি মজার মজার স্মৃতিগুলো রয়েছে সেগুলো এখন শুধু স্মৃতি মনে পড়লে সত্যি অনেক ভালো লাগে ।

 10 months ago 

ছোটবেলা অনেক স্মৃতি এরকম মনে পড়বে এখন শুধু হাসি আসে। আপনারা যখন ছোট ছিলেন ক্লাস থ্রি বা ক্লাস ফোর পড়তেন। ওই সময় আপনাদের বাসার সামনে একটি উড়ন্ত হাঁস আসলো। আপনারা সবাই হাঁসটির পিছনে পিছনে দৌড়াতেছেন। এক পর্যায়ে হাঁসটি যখন ওই ছেলেগুলো ধরে নিয়ে গেছে মনে হয় ওই সময় আপনাদের কাছে অনেক খারাপ লেগেছে। যাইহোক যাদের হাঁস তারা এসে হাঁস নিয়ে গেল এবং তাদেরকে হাঁস দিয়ে দিয়েছে এটি খুব ভালোই করেছে ছেলেগুলো। খুব সুন্দর করে ছোটকালের স্মৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

উড়ন্ত হাঁস ছিল বিধায় আমরা সবাই হাঁসটির পিছনে পড়েছিলাম নরমাল হাঁস হলে তার পেছনে পড়তে হতো না ভালোই লেগেছিল সেদিনটি ।

 10 months ago 

আপনার ছোটবেলার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ছোটবেলা আপনারাই যেই বাসায় থাকতেন। বৃষ্টির কারণে ওখানে একটি হাঁস আসলো। যদিও হাঁসটি উঠতে পারে। আপনারা ধরার চেষ্টা করেছেন যদিও ওই সময় আপনারা অনেক ছোট ছিলেন। আপনাদের থেকে বড় ছেলেগুলো হাঁসটি ধরে ফেলেছে। যদি আপনারা হাঁসটি ধরতে পারতেন মনে হয় ওটিকে লালন পালন করতেন। যাহোক যার হাঁস তাকে ওই ছেলেগুলো দিয়ে দিয়েছে ভালোই করেছেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে ছোটকালের স্মৃতিময় পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 10 months ago 

আমরা অনেক ধরার চেষ্টা করেছিলাম তবে শেষ পর্যন্ত ধরতে পারিনি অন্যরা ধরে ফেলেছিল ।

 10 months ago 

হাঁসটা যদি জানতো আপনি তার পেছনে দৌড়েছেন তাহলে হয়তো আপনার কাছে ধরা দিত হা হা হা। ছোটবেলায় এমন অনেক মজার কাহিনী ঘটে যা পরবর্তীতে মনে পড়লে খুবই হাসি পায় আপনার গল্পটা বেশ মজার ছিল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ধরা দিলে তো ভালই হতো একটি উড়ন্ত হাঁস পেতাম ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59999.40
ETH 2646.89
USDT 1.00
SBD 2.44