চট্টগ্রাম বাইজিদ বোস্তামির মাজার শরীফ ঘুরতে যাওয়ার মুহূর্ত || ১০% বেনিফিশিয়ারি @beautycreativity.

in Beauty of Creativity2 years ago

✋ হ্যালো বন্ধুরা, ✋

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর ঘুরতে যাওয়ার মুহূর্ত এবং কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আমি মনে করি ঘুরতে যেতে সবারই ভালো লাগে। এই জায়গাটা হচ্ছে চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজার শরীফ। প্রায় বহু বছর আগে একবার এখানে গিয়েছিলাম। কিছুদিন আগে আবারো চট্টগ্রামে গেলাম ঘুরতে।

IMG_20220813_113721.jpg

device : Redme note 9

লোকেশন

এটা মূলত হচ্ছে একটা মাজার শরীফ। অনেকেই নিজের কোনো মানত নিয়ে এখানে যায়। এই মাজার শরীফের অনেক বড় একটা কাহিনী রয়েছে। এখানে অনেক বড় একটা পুকুর রয়েছে। আর এই পুকুরের মধ্যে অনেক বছরের কিছু কচ্ছপ রয়েছে। যেগুলো হচ্ছে মূলত পবিত্র। সবাই এদেরকে খাবার খাওয়ায়। আমি প্রায় ১০ বছর আগে একবার এই জায়গায় গিয়েছিলাম। কিন্তু তখন এই কচ্ছপগুলো আরো কিছুটা ছোট ছিল। এখন দেখতে প্রায় অনেক বয়স হয়ে গিয়েছে।

আমরা সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে এদেরকে দেখেছি। এমনকি এরা যখন সামনের দিকে আসে আমরা সবাই এদেরকে হাত দিয়ে স্পর্শ করি। বেশ ভালো একটা অনুভূতি হয়। প্রায় অনেকক্ষণ সময় কাটাই ওইখানে। এরপর পুকুরপাড় থেকে উপরের দিকে গেলাম। এখানে নিচে জুতা রাখার একটা জায়গা ছিল। যেখানে একজোড়া জুতা রাখলে ৫ টাকা করে দেওয়া লাগে। আমরা সবাই মিলে সেখানে জুতা রেখে উপরের দিকে গেলাম। উপরের দিকে আমরা মাজার শরীফে গিয়ে জিয়ারত করলাম।

সেখানে আবার কয়টা গাছ ছিল যেখানে মানা করে লাল সুতো বাধা হয়। আমিও একটা লাল সুতো বেঁধেছিলাম গাছে। এইসব অনুভূতিগুলো বেশ ভালো লাগে। এই জায়গায় আমি প্রায় অনেকটা সময় কাটিয়েছি। এরপরে আমার নিচের দিকে এসে কিছুক্ষণ বসে সময় কাটিয়েছিলাম। আসার সময় আমরা আবারও কিছুক্ষণ সময় পুকুর পাড়ে কাটিয়েছি। সেখান থেকে আবার কিছু ফটোগ্রাফি করেছিল। আশা করি আজকের মুহূর্তটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবারও আসবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20220813_113452.jpg

IMG_20220813_113439.jpg

IMG_20220813_110928.jpg

IMG_20220813_110907.jpg

IMG_20220813_105710.jpg

IMG_20220813_105534.jpg

IMG_20220813_105659.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

ধন্যবাদ সবাইকে

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

IMG-20220603-WA0000.jpg

IMG-20220731-WA0000.jpg

Sort:  
 2 years ago 

আপনারা সেখানে অনেক মজা করেছেন। কচ্ছপগুলো নিজ হাতে ধরেছেন। আমি একবার ওই মাজারে গিয়েছিলাম। অনেক ভালো লাগলো আমার কাছে কচ্ছপগুলো। ধন্যবাদ শেয়ার করার জন্য আমাদের সাথে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 64359.49
ETH 2619.41
USDT 1.00
SBD 2.83