অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি কচ্ছপের অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ11 days ago

IMG20241119131219.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে কচ্ছপের অরিগ্যামি তৈরি করলাম।

আসলে রঙিন কাগজ দিয়ে অরিগ্যমি তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। তবে এগুলো তৈরি করা একটু বেশি ঝামেলা। কারণ অনেক বেশি ভাঁজ করতে হয়। একটু যদি ভাঁজ এলোমেলো হয় তাহলে এগুলো আর ঠিক করা যায় না। এই কচ্ছপের মধ্যে অনেক বেশি ভাঁজ করতে হয়েছে। তবে যখন পুরোটা তৈরি করেছি দেখে ভীষণ ভালো লেগেছে। সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন কাজগুলো করার জন্য। আজকের অরিগামিটি তৈরি করেও আমার ভীষণ ভালো। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG20241119131215.jpg

প্রয়োজনীয় উপকরণ

• সাদা কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা কাগজ সমান ভাবে কেটে গেল। এরপর আমি এই কাগজটাকে কোনা করে ভাঁজ করে নিলাম।

IMG_20241119_195501.jpg

ধাপ - ২ :

এরপরে আমি দুই দিক থেকে ভাঁজ করে নিলাম।

IMG_20241119_195513.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি উপরের অংশ থেকে একটা অংশ নিচের দিকে ভাঁজ করে আবারো উপরের দিকে উঠিয়ে নিলাম।

IMG_20241119_195535.jpg

ধাপ - ৪ :

এরপরে দুই কোনা গুলো দুই দিক থেকে আবারো উপরের দিকে ভাঁজ করে নিলাম।

IMG_20241119_195557.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি একটু একটু করে সামনের দিকে একটা অংশ ভাগ করে আবারো অপর পাশের ভাঁজ করে নিলাম।

IMG_20241119_195615.jpg

ধাপ - ৬ :

এরপরে একরকম ভাবে আমি দুই দিক দুইটা এবং অপরের দিকে দুইটা বের করে নিলাম।

IMG_20241119_195636.jpg

ধাপ - ৭ :

এরপর আমি উপরের মাথার অংশটাকে একটু ভাঁজ করে সামনে রেখে দিয়ে দিলাম। এরপরে মাথার অংশে চোখ এঁকে দিলাম।

IMG_20241119_195709.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG20241119131205.jpg

IMG20241119131209.jpg

IMG20241119131230.jpg

IMG20241119131215.jpg

IMG20241119131219.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 11 days ago 

বাহ্! কচ্ছপ দুটি দারুণ হয়েছে আপু। এই ধরনের ডাই পোস্ট দেখতে খুব ভালো লাগে। তবে এটা কিন্তু অরিগ্যামি পোস্ট না। কারণ অরিগ্যামি শুধুমাত্র কাগজ ভাঁজ করে তৈরি করতে হয় এবং কাঁচি ও আঠা একেবারেই ব্যবহার করা যাবে না। এটা দাদা বেশ কয়েকবার আমাদেরকে বলেছিলেন। যাইহোক ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

জানানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। পরবর্তীতে অবশ্যই খেয়াল রাখবো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 11 days ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার কচ্ছপ তৈরি করেছেন। আপনার এত সুন্দর কচ্ছপ তৈরি করতে দেখে ভালো লাগলো। অসাধারণ হয়েছে কিন্তু। কচ্ছপ তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।

 11 days ago 

এটা অসাধারণ হয়েছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকেও।

 11 days ago 

আরে ওয়াহ! কী কিউট দুটো কচ্ছপ বানিয়েছেন। চোখ মুখ আঁকার ফলে আরই কিউট লাগছে৷ এ কথা ঠিক বলেছেন আপু অরিগ্যামি যে কোন জিনিস বানাতে অনেক বেশি ভাঁজ করতে হয়। আপনি অনেক রকম কিছু বানাতে পারেন৷ আমি এখনও শিক্ষার্থী। মেয়েকে বলি একটু একটু শিখিয়ে দেয়৷ প্রথম প্রথম ভাবতাম পারব না৷ এখন বেশ মজা লাগে৷ আপনাদের দেখে উৎসাহিত হই৷

 11 days ago 

কচ্ছপ গুলো দেখতে কিউট লাগছে শুনে ভালো লাগলো।

 11 days ago 

রঙিন কাগজের অরিগ্যামি তৈরি করতে কাগজের ভাঁজ গুলো সঠিক ভাবে ব্যবহার করতে হয় নাহলে অরিগ্যামি টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যাইহোক আপনি দারুণ ভাবে কচ্ছপের অরিগ্যামি তৈরি করছেন আপু।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 11 days ago 

চেষ্টা করেছি সুন্দর করে তৈরি করার জন্য। ঠিক বলেছেন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই তো সাবধানে তৈরি করেছি।

 11 days ago 

আসলে আপু প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কাজের মাঝে আলাদা শান্তি অন্তর্নিহিত থাকে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে কচ্ছপের অরিগামী তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 11 days ago 

আমি প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করার জন্য।

 11 days ago 

অসাধারণ আপু অসাধারণ আপনি অনেক সময় নিয়ে যত্নের সাথে রঙিন কাগজ দিয়ে কচ্ছপের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে খুবই ভালো লাগে। তাছাড়া যেহেতু এটা অরিগামি পোস্ট সেহেতু একটু কাগজের ভাঁজ বেশি করতে হয়। সবশেষে নিজেকে ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে তৈরি কচ্ছপের অরিগ্যামি দুটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 11 days ago 

আমার তৈরি করা অরিগ্যামি দেখে প্রশংসা মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 11 days ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর অরিগ্যামী তৈরি করেছেন। আসলে আপনি যে বিভিন্ন কাজে দক্ষ তা আপনার পোস্টগুলো দেখেই বোঝা যায়। এত সুন্দর একটি অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 11 days ago 

দোয়া করবেন যেন এভাবেই বিভিন্ন জিনিস তৈরি করতে পারি, আর আপনাদের পাশে থাকতে পারি।

 11 days ago 

এই ধরনের সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের এই অরিগ্যামি আমার তো দারুন পছন্দ হয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে। ভাঁজে ভাঁজে দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করার পর, উপস্থাপনার মাধ্যমে শেয়ার করা কিন্তু কষ্টকর। আপনি এত সুন্দর করে তৈরি করেছেন এটা দেখে ভালো লেগেছে। আশা করছি এরকম সুন্দর হাতের কাজ সব সময় শেয়ার করবেন।

 11 days ago 

ভাঁজ গুলো বলা মুশকিল। তবুও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম।

 11 days ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি কচ্ছপের অরিগ্যামি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি কাগজ দিয়ে অসাধারণ একটি ডাই পোস্ট তৈরি করেছেন।

 11 days ago 

রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করলে সুন্দর হয়। এই অরিগ্যামি তৈরি করতে পেরে ভালো লাগছে।

 11 days ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। ছোট্টবেলা বর্ষাকালে কচ্ছপ দেখতে পেতাম বিভিন্ন পুকুরে। বর্তমান বাংলাদেশের সেটা বিলুপ্তির পথে। আপনি দেখছি কচ্ছপের দারুন অরিগামি তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে।

 11 days ago 

আপনার কাছে এটা দারুন লাগছে শুনেই তো উৎসাহিত হলাম। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 96366.04
ETH 3708.41
USDT 1.00
SBD 3.86