ডাই : কার্ডবোর্ড দিয়ে তরমুজ আকৃতির কলমদানি তৈরি।

in আমার বাংলা ব্লগ4 months ago

IMG_20240615_105906.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কার্ডবোর্ড দিয়ে তরমুজ আকৃতির কলমদানি তৈরি‌ করলাম।

একটু ইউনিক কাজগুলো করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই জন্য অনেক চিন্তা ভাবনা করে তরমুজ আকৃতির কলমদানি তৈরি করার আইডিয়া বের করলাম। তারপরে আসলে আমি ভেবেছি এটা হয়তোবা কার্ডবোর্ড দিয়ে তৈরি করতে পারবো। তাই জন্য এই অনুসারে তৈরি করতে বসে পড়ি। এভাবে আমি নিজে নিজেই কার্ডবোর্ড গুলো কেটে ডিজাইন করে নিলাম। তবে কার্ডবোর্ডের উপরে রং করে তরমুজের অর্ধেক অংশের মতো ডিজাইন করে নিলাম। এটা তৈরি করার পর দেখতে কিন্তু দারুন লাগছিল। তারপর আমি আমার প্রয়োজনীয় রং করার ব্রাশ এবং জিনিসপত্রগুলো রেখে দিলাম। এরপর আমি আমার টেবিলের উপরে রেখে দিয়েছি। এটা কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস। চাইলে আপনারা এরকম ভাবে তৈরি করে ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের আমার আজকে তৈরি করা কলমদানিটি ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

• কার্ডবোর্ড
• রং
• রংয়ের ব্রাশ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG20240614160124.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিলাম। এরপর এটাকে কারে একটু বাঁকা করে কেটে নিলাম। এটা অনেকটা তরমুজের অর্ধেক অংশের মতো। এখন আমি দুইটা কেটে নিলাম একই রকম ভাবে।

IMG_20240615_104815.jpg

ধাপ - ২ :

এরপর আমি ছোট ছোট করে আরো তিন টুকরো কার্ডবোর্ড কেটে নিলাম।

IMG20240614160919.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটা বোর্ডের উপরে তিন টুকরো কার্ডবোর্ড গুলো একটা একটা করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240615-WA0031.jpg

ধাপ - ৪ :

এরপর এর উপরের অংশে আরও একটা তরমুজের টুকরার মত কার্ডবোর্ড লাগিয়ে নিলাম। এরপর নিচের অংশেও একটা বোর্ড লাগিয়ে নিলাম।

IMG-20240615-WA0035.jpg

ধাপ - ৫ :

এরপরে সবুজ রং দিয়ে নিচের অংশটা রং করা শুরু করি। এখানে সবুজ এবং লেমন কালার দিয়ে দুইটা লেয়ার রং করে নিলাম।

IMG-20240615-WA0032.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি মাঝখানের অংশে লাল রং দিয়ে রং করে নিলাম।

IMG-20240615-WA0034.jpg

ধাপ - ৭ :

এরপর ভেতরের অংশে কালো রঙের ফোঁটা দিয়ে দিলাম। একই রকম ভাবে আমি পরবর্তী অংশেও এরকম তরমুজের টুকরার মত রং করে নিলাম।

IMG-20240615-WA0033.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240615-WA0003.jpg

IMG-20240615-WA0002.jpg

IMG-20240615-WA0006.jpg

IMG-20240615-WA0005.jpg

IMG-20240615-WA0004.jpg

IMG-20240615-WA0001.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 4 months ago 

তোমার এত সুন্দর একটা আইডিয়া দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম। অনেক সুন্দর আইডিয়া থেকে তুমি কার্ডবোর্ড দিয়ে তরমুজ আকৃতির একটা কলমদানি তৈরি করেছো। তোমার এই সুন্দর কলমদানিটা অনেক বেশি ভালো লাগতেছে দেখতে। এটার মধ্যে তুমি কলমগুলো খুব ভালোভাবেই রাখতে পারবে। নিতেও খুব ভালো সুবিধা হবে। এরকম কলম দানি গুলো তৈরি করে টেবিলের উপর রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে। তোমার কাজের প্রশংসা যতই করি না কেন ততোই কম হয়ে যাবে।

 4 months ago 

তরমুজ আকৃতির এই কলমদানি তৈরি করার পরে আমার নিজেরও অনেক বেশি পছন্দ হয়েছিল। আপনাদের মাঝে এটা শেয়ার করতে পেরে অনেক ভালো লাগতেছে।

 4 months ago 

কার্ডবোর্ড দিয়ে তরমুজ আকৃতির কলমদানি তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন, এই ডাই পোস্টটি আমার কাছে অসাধারণ লেগেছে।

 4 months ago 

আমার তৈরি করা এই কলমদানি দেখে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 4 months ago 

মাঝেমধ্যে আপনি বেশ ইউনিক কোন জিনিস তৈরি করে থাকেন। আজকেও তেমন কার্ডবোর্ড দিয়ে কলমদানি তৈরি করেছেন। তবে তরমুজের আকৃতি করেছেন বলে দেখতে বেশ ভালো লাগছে। তৈরি করা ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 months ago 

তরমুজ আকৃতির এই কলমদানিটা দেখতে ভালো লাগতেছে শুনে খুশি হলাম।

 4 months ago 

কার্ডবোর্ড দিয়ে তরমুজ আকৃতির কলমদানি তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে আপনার দক্ষতা কোন তুলনা হয় না। আপনি যেটা তৈরি করেন সেটাই অনেক ভালো লাগে।

 4 months ago 

এই কলমদানিটা দক্ষতাকে কাজে লাগিয়ে তৈরি করার চেষ্টা করেছি।

 4 months ago 

প্রথম দেখাতে আমি মনে করেছিলাম এটা সত্যিকারে তরমুজ। পরে খেয়াল করে দেখলাম এটা কার্ড বোর্ডের তৈরি তরমুজ। আপনি কার্ড বোর্ড দিয়ে অনেক সুন্দর কলমদানি তৈরি করেছেন। এই ধরনের জিনিস গুলা ঘরে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপু অনেক সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আসলে এরকম কলমদানি ঘরে রাখলে অনেক সুন্দর লাগে।

 4 months ago 

জ্বি ঠিক কথা বলেছেন আপু।

 4 months ago 

কার্ডবোর্ড দিয়ে তরমুজ আকৃতির খুব সুন্দর কলমদানি বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 months ago 

কলমদানি সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করলাম সুন্দর একটা আইডিয়া থেকে।

 4 months ago 

আপনি সব সময় ইউনিক জিনিস পত্র গুলো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেন। আজকে আপনি একদম ইউনিক পদ্ধতি অবলম্বন করে কার্ডবোর্ড দিয়ে তরমুজ আকৃতির কলমদানি তৈরি করেছেন। আপনার তৈরি করা কলমদানি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কলমদানি টি তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।

 4 months ago 

সব সময় ইউনিক কিছু তৈরি করার চেষ্টা করি। তেমনি ইউনিক ভাবে কলমদানি তৈরি করার চেষ্টা করেছি।

 4 months ago 

ইউনিক কাজগুলো করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। আপনার আজকের তরমুজ শেপের কলমদানি খুব সুন্দর হয়েছে। উপরে তরমুজের মতো আকার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। টেবিলের সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 months ago 

এটা ঠিক আপু, এই কাজগুলো করতে যেমন ভালো লাগে দেখতেও ভালো লাগে। আমার এই ডাই আপনার পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো।

 4 months ago 

তরমুজ আকৃতির কলমদানি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। আপনার ডাই প্রজেক্ট মানে হচ্ছে ভিন্ন রকম আয়োজন। চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এধরনের কাজ গুলো বরাবরই দেখতে ভালো লাগে। আমিও সময় পেলে তৈরি করার চেষ্টা করি। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 4 months ago 

কলমদানিটা দেখতে আকর্ষণীয় লাগতেছে শুনে ভালো লাগলো। অবশ্যই তৈরি করার চেষ্টা করবেন সময় পেলে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67779.88
ETH 2396.01
USDT 1.00
SBD 2.32