আর্ট :- ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG-20240504-WA0043.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করলাম।

আসলে পেইন্টিং করতে বসলেই আমার সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করতে সবথেকে বেশি ভালো লাগে। তাই জন্য এবারের পেইন্টিংটাও সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করলাম। তবে আজকের ছবিতে, পাহাড়, নদী, ঘরবাড়ি এবং গাছপালা দেওয়ার চেষ্টা করলাম। আবার এখানে নদীতে একটা নৌকাও দিয়ে দিলাম। এক পাশে একটা ফুলের বাগান দিয়ে দিলাম। এই সবকিছু মিলিয়ে আজকের দৃশ্যটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আসলে পেইন্টিং করার সময় অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর করতে হয়। তারপরেও পুরো পেইন্টিংটা শেষ করার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240504-WA0035.jpg

আঁকার উপকরণ

• ক্যানভাস
• অ্যাক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস নিলাম। এরপর আমি উপরের অংশে হলুদ এবং কমলা কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20240504-WA0036.jpg

ধাপ - ২ :

এরপরে মাঝখানের অংশটাও একটু হলুদ কালার দিয়ে রং করে নিলাম। এরপর মাঝখানের অংশে আকাশে এবং নীল কালার দিয়ে পাহাড় এঁকে নিলাম।

IMG-20240504-WA0042.jpg

ধাপ - ৩ :

এরপর নিচের অংশটার মধ্যে মাঝখানে হলুদ এবং দুই পাশে একটু নীল এবং আকাশী কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20240504-WA0038.jpg

ধাপ - ৪ :

এরপর আমি এক পাশে দুইটা ঘর এঁকে নিলাম। এখানে আমি কয়েকটা কালার দিয়ে ঘর গুলো এঁকেছি। এর উপরে কিছু সবুজ কালারের লম্বা ঘাস দিয়ে দিলাম।

IMG-20240504-WA0041.jpg

ধাপ - ৫ :

এরপর আমি নিচের অংশে এক পাশে একটা ফুলের বাগান এঁকে নিলাম। এখানে আমি কতগুলো রঙ্গন ফুলের মত এঁকে নিলাম।

IMG-20240504-WA0040.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি নদীর মধ্যে খুব সুন্দর একটা নৌকা এঁকে নিলাম। নৌকাটা ভিতরের অংশে একটু হাইলাইটস করে নিলাম।

IMG-20240504-WA0039.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240504-WA0035.jpg

IMG-20240504-WA0034.jpg

IMG-20240504-WA0043.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 months ago 

আপনি বরাবরের মতো এবারেও খুব অসাধারণ আর্ট উপহার দিলেন। বিশেষ করে ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করা দেখে মুগ্ধ হলাম আপু। পোস্টার কালার ব্যবহার করার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমার কাছে পাহাড়, নদী, ঘরবাড়ি এবং গাছপালা দৃশ্যগুলো খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

সূর্যাস্তের পেইন্টিং এমনিতেই ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

সূর্যাস্তের সময় প্রকৃতিতে খুব সুন্দর আভা পরে। তখন চারপাশে প্রকৃতি দেখতেও খুব ভালো লাগে। এজন্যই হয়তো সূর্যাস্তের আর্টগুলো আপনার কাছে বেশি করতে বেশি ভালো লাগে। আপনার আর্টগুলো তো সবসময় খুব চমৎকার হয়। আজকের আর্টটিও খুব ভালো হয়েছে। অনেক বেশি কালারফুল তার জন্য দেখতে এত সুন্দর লাগছে।

 2 months ago 

ঠিক বলেছেন সূর্যাস্তের সময়টা সত্যিই অনেক সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে ‌

 2 months ago 

ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। নদীতে নৌকার দৃশ্যটা যেন আরো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আর সূর্যটা যখন পাহাড়ের উপরে তখন তো আরো ভালো লাগা স্বাভাবিক। যাইহোক আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

নৌকার দৃশ্য আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিংটি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আপু। আপনার পেইন্টিং গুলো আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। আজকের পেইন্টিংটি অন্যদিনের তুলনায় আমার কাছে একটু বেশিই ভালো লাগছে। পেইন্টিংটির মধ্যে কালার কম্বিনেশন গুলো খুব দারুণভাবে সিলেক্ট করেছেন। সব মিলিয়ে আপনার আজকের পেইন্টিং আমাকে মুগ্ধ করেছে আপু। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পেইন্টিং পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

কালার কম্বিনেশনটা আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমি পূর্ব অবগত রয়েছি যে আপনি খুব দারুণ দারুণ ছবি অংকন করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজকেও ঠিক তেমনি অসাধারণ চিত্র অঙ্কন করে দেখানোর চেষ্টা। আপনার এই চিত্র অংকন করা বেশ প্রশংসনীয়। আমি তো দেখে অবাক হয়েছি এত সুন্দর আর্ট করতে পারেন। আশা করবো আবারো এমন সুন্দর আর্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন।

 2 months ago 

আপনারা এতো প্রশংসা শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আচ্ছা আপু বলেন তো আপনার এমন পেইন্টিং দেখে কেউ কি বলবে যে আপনি একজন সত্যিকারের পেইন্টার না। আমার কিন্তু আপনাকে একজন সত্যিকারের পেইন্টারই মনে হয়। যাই হোক কোন কিছু লেখার ভাষা নেই। এক কথায় অসাধারণ।

 2 months ago 

চেষ্টা করছি নিজেকে একজন পেইন্টার। হিসেবে গড়ে তোলার। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

প্রতিনিয়তই আপনার প্রস্তুত করা চিত্রগুলো আমার কাছে অনেক ভালো লাগে।
আজকে চিত্রটি অসাধারণ হয়েছে নদীর পাড়ের সুন্দর দৃশ্য ফুটে উঠেছে এর সাথে সূর্যাস্তের সুন্দর মুহূর্ত ফুটিয়ে তুলেছেন।
বিশেষ করে কালার কম্বিনেশনটা ও দারুন ভাবে ফুটেছে।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ।
শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 months ago 

নদীর পাড়ের দৃশ্যটা সত্যি খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপু আপনার পেইন্টিং গুলো যতই দেখি ততই ভালো লাগে। এত সুন্দর করে আপনি সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। পেইন্টিংটি অসাধারণ হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু।

 2 months ago 

আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু পেইন্টিং করতে গেলে অনেক কিছু চিন্তা-ভাবনা করে করতে হয়। আর অনেক ভেবেচিন্তে আপনি দুর্দান্ত একটি পেইন্টিং করেছেন। অসাধারণ একটি পেইন্টিং আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু।

 2 months ago 

আসলেই অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 57014.79
ETH 2478.23
USDT 1.00
SBD 2.29