আর্ট :- ক্যানভাসে ফুলের টেক্সচার পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ4 months ago

IMG-20240820-WA0031.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর ক্যানভাসে ফুলের টেক্সচার পেইন্টিং করলাম।

প্রথমবার আমি টেকচার পেইন্টিং করলাম। টেক্সচার পেইন্টিং মূলত হচ্ছে, হাত দিয়ে অনুভব করা যায় এমন। আসলে আমরা পেইন্টিং করলে তা শুধুমাত্র চোখে দৃশ্য গুলো দেখতে পাই। কিন্তু হাত দিলে তা পুরোটাই সমান থাকে। হাত দিয়ে অনুভব করা যায় না। কিন্তু টেক্সচার পেইন্টিং হাত দিয়ে অনুভব করা যায়। আমার অনেক দিন ইচ্ছে ছিল আমি টেক্সচার করব। কিন্তু হবে কিনা এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম, ভাবলাম একটা পেইন্টিং করা শুরু করি দেখা যাক কেমন হয়। সেই অনুসারে আমি এই পেইন্টিংটা করলাম। তবে আমার মনে হয়েছে খুব একটা খারাপ হয়নি। অনেক বেশি সময় দিয়ে আমি পেইন্টিংটা করেছি। আমার নিজের কাছেও দারুন লেগেছে। আশা করি, আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240820-WA0029.jpg

IMG-20240820-WA0028.jpg

আঁকার উপকরণ

• ক্যানভাস
• বেবি পাউডার
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস নিলাম। এরপর আমি এর উপরে মেজেন্ডা কালার দিয়ে পুরোটা রং করে নিলাম।

IMG-20240817-WA0070.jpg

ধাপ - ২ :

এরপর আমি বেবি পাউডারের সাথে হলুদ কালার মিশিয়ে মিশ্রণ করে নিলাম।

IMG-20240817-WA0071.jpg

ধাপ - ৩ :

এরপর এই মিশ্রণটাকে কয়েকটা বৃত্তের মতো করে দিয়ে দিলাম।

IMG-20240817-WA0078.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি আবারও বেবি পাউডারের সাথে সাদা কালার মিশিয়ে নিলাম। এরপর হলুদের চারপাশে সাদা কালারের পাপড়ি একটা একটা করে বসিয়ে নিলাম। এভাবে একটা ফুল তৈরি করে নিলাম।

IMG-20240817-WA0072.jpg

ধাপ - ৫ :

এরপরে অনেকগুলো ফুল একই রকম ভাবে তৈরি করে নিলাম।

IMG-20240817-WA0077.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি আবারো সবুজ কালারের রং মিশ্রণ করে নিলাম। এরপর ফুলের সাথে পাতা দেওয়া শুরু করি।

IMG-20240817-WA0073.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি সবগুলো ফুলের সাথে অনেকগুলো পাতা দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240817-WA0075.jpg

ধাপ - ৮ :

এরপরে মিশ্রণটাকে একটা প্যাকেটের মধ্যে নিয়ে এরপর সামান্য পরিমাণে ফুটা করে, চিকন দাগ দিয়ে কিছু ডিজাইন করে নিলাম।

IMG-20240817-WA0074.jpg

ধাপ - ৯ :

এভাবে আমি চিকন চিকন করে কিছু ডিজাইন করে নিলাম।

IMG-20240817-WA0076.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240820-WA0029.jpg

IMG-20240820-WA0028.jpg

IMG-20240820-WA0025.jpg

IMG-20240820-WA0027.jpg

IMG-20240820-WA0032.jpg

IMG-20240820-WA0012.jpg

IMG-20240820-WA0013.jpg

IMG-20240820-WA0026.jpg

IMG-20240820-WA0031.jpg

IMG-20240820-WA0014.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 4 months ago 

অনেক আগে থেকেই আপনার পেইন্টিং গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কালারফুল ভাবে ফুটিয়ে তুলেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে আপু। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

এরকম পেইন্টিং গুলো আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম।

 4 months ago 

বাহ খুব সুন্দর একটি ক্যানভাসে ফুলের টেক্সচার পেইন্টিং দেখলাম। এখানে নিচের কালারের সাথে ক্লে গুলো খুব সুন্দর মিলেছে। দেখতে চমৎকার লাগছে। একটি আমাদের কমিউনিটির অন্যতম একটি ‍উইনিক কাজ হয়েছে। ধন্যবাদ।

 4 months ago 

আসলেই কালারের সাথে অনেক সুন্দর মিলেছে।

 4 months ago 

ভিন্ন ধরনের পেইন্টিং গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আপনার করা পেইন্টিং টি দেখতে অসাধারণ হয়েছে। বলতে গেলে এক কথায় হৃদয় ছোঁয়ার মতো একটি পেইন্টিং করেছেন আপু। খুবই ভালো লাগলো পেইন্টিংটি দেখে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

হৃদয় ছোঁয়ার মতো পেইন্টিং ছিল শুনে ভালো লাগলো।

 4 months ago 

ফুলের টেক্সচার পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। আসলে আপনার দক্ষতা সত্যি অসাধারণ। এত সুন্দর ভাবে আপনি এই পেইন্টিং গুলো করে থাকেন। দেখেই যেন ভালো লাগে। আজকের পোস্টটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 4 months ago 

আমি চেষ্টা করেছি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর করে পেইন্টিংটা করার জন্য।

 4 months ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্যানভাসে ফুলের টেক্সচার পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি আপু। আসলে প্রতিনিয়ত আপনার হাতের কাজ দেখে আমি বেশ অবাক হয়ে যাই। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 months ago 

মুগ্ধ হওয়ার মত একটা পেইন্টিং করতে পেরে ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 4 months ago 

টেকচার পেইন্টিং সম্পর্কে সেভাবে কোন কিছুই জানা ছিল না। নতুন একটা পেইন্টিং সম্পর্কে জেনে বেশ ভালো লাগলো। আপনার পেইন্টিং এর দক্ষতা সত্যিই মুগ্ধ হওয়ার মত। গোলাপি ব্যাকগ্রাউন্ড এর উপরে ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। দারুন হয়েছে পুরো আর্ট টা। ভিন্ন ধরনের একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

গোলাপি ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে।

 4 months ago 

আমিও অনেকদিন থেকে ভাবছি টেক্সার আর্ট করব। কিন্তু সাহস করে করা হচ্ছে না। তবে আপনি প্রথমবার টেক্সার আর্ট করলেও বেশ সুন্দর করেছেন।আপনি এখানে পাউডার ব্যবহার করে আর্টটি করেছেন বলে কাজটি অনেক সহজ হয়েছে। বেশ সুন্দর লাগছে আর্টটি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 months ago 

হ্যাঁ প্রথমবার করলাম এই আর্ট। দেখতে অনেক ভালো লেগেছিল।

 4 months ago 

ফুলের টেক্সচার পেইন্টিং অসাধারণ হয়েছে। আপনার কাজগুলো খুবই সুন্দর হয় আপু। চমৎকার একটি কাজ করেছেন আপনি। আর ধাপে ধাপে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 4 months ago 

আমার কাজ সুন্দর হয় শুনে ভালো লাগলো। এই পেইন্টিংটা অসাধারণ হয়েছে শুনে ভালো লেগেছে।

 4 months ago 

আপু অসাধারণ হয়েছে,আমি দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। আপনার পেইন্টিং বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আজ একদম ভিন্ন ধরনের পেইন্টিং শিখতে পারলাম। ফুল পাতা দিয়ে খুব সুন্দর ভাবে ক্যানভাস সাজিয়েছেন। এত সুন্দর পেইন্টিং দেখে চোখ ফেরাতে পারছি না। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত চমৎকার একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

ফুল পাতা সুন্দর করেই বসিয়েছি, যেন দেখতে ভালো লাগে।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 97546.59
ETH 2745.14
SBD 0.62