ডাই : শপিং ব্যাগ এবং তুলা দিয়ে তৈরি ইংরেজি অক্ষর।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর শপিং ব্যাগ এবং তুলা দিয়ে ইংরেজি অক্ষর
তৈরি করলাম।

নাশিয়া কিছুদিন ধরে একটু একটু পড়তে শিখছে। বিশেষ করে ইংরেজি অক্ষরগুলো পড়তে শিখেছে। এইজন্য কোথাও যদি ইংরেজি অক্ষরগুলো থাকে তাহলে সেখান থেকেই পড়তে শুরু করে। আমার ইলেকট্রিক সেলাই মেশিনের উপরে নাম লেখা আছে, সেখানে গিয়ে অক্ষরগুলো একটা একটা করে পড়ে। এমনকি কোন বক্সের মধ্যে কিংবা অন্য কোথাও যদি অক্ষর লেখা থাকে সেখান থেকেও পড়তে শুরু করে। এই জন্য আমি করলাম যদি আমি এইভাবে অক্ষরগুলো নাশিয়াকে তৈরি করে দি, তাহলে খেলতেও পারবে পড়তেও পারবে। সত্যি যখন এই অক্ষরগুলো তৈরি করে দিয়েছিলাম, তখন বলে দিও খেলা শুরু করে এমনকি সাথে সাথে পড়ে। আর এই বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1686628655690.jpg

প্রয়োজনীয় উপকরণ

• কাপড়ের শপিং ব্যাগ
• কাঁচি
• তুলা
• পেন্সিল
• স্কেল

IMG_20230517_175132.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি শপিং ব্যাগ নিলাম। এরপর এরপর আমি একটা স্কেল দিয়ে দাগ দিয়ে একটা অক্ষর লিখে নিলাম। অক্ষরটা একটু মোটা করে লিখলাম।

IMG_20230517_175424.jpg

IMG_20230517_175427.jpg

ধাপ - ২ :

এরপরে লেখাপড়া করে সমানভাবে একটু একটু করে অক্ষরটাকে কেটে নিলাম।

IMG_20230517_175630.jpg

ধাপ - ৩ :

এরপর আমি সুই সুতা দিয়ে একপাশ থেকে সেলাই করা শুরু করি।

IMG_20230517_175821.jpg

ধাপ - ৪ :

এভাবে আমি নিচে সামান্য একটু অংশ রেখে বাকি পাসগুলো সেলাই করে নিলাম।

IMG_20230517_180938.jpg

ধাপ - ৫ :

এরপর আমি একটু তুলা নিলাম এই অক্ষরের ভেতরে দেওয়ার জন্য।

IMG_20230517_180954.jpg

ধাপ - ৬ :

তারপর আমি একটু একটু করে তুলা নিয়ে অক্ষরের ভেতরে দেওয়া শুরু করি।

IMG_20230517_181017.jpg

ধাপ - ৭ :

এভাবে আমি পুরোটার মধ্যে তুলে দিয়ে দিলাম।এরপর নিচের যে খালি অংশটা রয়েছে ওই অংশটা সুঁই সুতা দিয়ে সেলাই করে নিলাম।

IMG_20230517_181536.jpg

IMG_20230517_181605.jpg

ধাপ - ৮ :

এইভাবে আমি 'এ' অক্ষরটা তৈরি করে নিলাম।

IMG_20230613_093812.jpg

শেষ ধাপ :

এরপর আমি এক এক করে আরো কয়েকটা অক্ষর তৈরি করে নিলাম। এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1686628655715.jpg

1686628655690.jpg

1686628655666.jpg

1686628655642.jpg

1686628655740.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

এটা জেনে খুবই ভালো লাগলো যে নাসিয়া একটু একটু করে পড়া শিখে গেছে, এবং যেখানেই অক্ষর গুলো দেখে সেখানে গিয়েই পড়া শুরু করে এটা সত্যিই জেনে নিজের কাছে কোন রকম ভালো লাগা কাজ করছে। শিশুরা হয়তোবা এমনই হয় তারা যখন নতুন কিছু শেখে তখন কোথাও সে জিনিসটা যদি দেখে সেখান থেকে পড়া শুরু করে। শপিং ব্যাগ এবং তুলা দিয়ে খুবই চমৎকার ভাবে আপনি ইংরেজি অক্ষর তৈরি করেছেন দেখে আমি মুগ্ধ। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

সত্যি কথা বলতে আমারও অনেক ভালো লাগে। নাসিয়া যেখানে অক্ষর গুলো দেখে সেখানে পড়তে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বাচ্চারা নতুন কোন কিছু শিখলে বারবার সেটি করতে থাকে। আপনার মেয়ে অক্ষর চিনেছে জেনে ভালো লাগলো। খুব ভালো একটি আইডিয়া বের করে দিয়েছেন অক্ষরের সঙ্গে পরিচিত হওয়ার। খেলাও হবে আবার অক্ষর ও চেনা হয়ে যাবে। শপিং ব্যাগ এবং তুলো দিয়ে খুব সুন্দর তৈরি করেছেন অক্ষর গুলো। দেখতে ভালো লাগছে। ধন্যবাদ আপু।

 last year 

আপনার কাছে এই আইডিয়া টি ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। আসলে এই আইডিয়া টা আমারও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

তোমার আইডিয়া কিন্তু সত্যি খুবই ভালো ছিল। তুমি ঠিকই বলেছো, নাশিয়া যে কোন জায়গায় অক্ষর গুলো দেখলে একটা একটা করে পড়তে থাকে। আর এই অক্ষরগুলো তৈরি করে তাকে দেওয়ার পরে অনেক খুশি হয়েছিল এবং কি খেলার সময় অনেক বার করে পড়েছিল। অনেক সময় এই কাজটা সম্পূর্ণ করেছো তুমি, এটা দেখেই বুঝতে পারছি। সম্পূর্ণটা খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে তৈরি করেছো, দেখে খুবই ভালো লাগলো।

 last year 

আপনি ঠিকই বলেছেন এই কাজটা করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছিল। ধন্যবাদ অনেক সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 last year 

বাচ্চারা যখন নতুন অক্ষর চিনতে শুরু করে তখন সব জায়গাতেই লেখা দেখলে পড়তে থাকে।আপনার মেয়ে লেখা চিনতে পারছে জেনে অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর একটি কাজ করলেন। এতে করে মেয়ের খেলার ছলে পড়াও হবে।শপিং ব্যাগ আর তুলা দিয়ে দারুন সুন্দর অক্ষর আজ শেয়ার করলেন খুব ভালো লাগলো আপু। এ ধরনের কাজ সৃজনশীলতা প্রকাশ করে।

 last year 

আপনি ঠিক কথা বলেছেন নাশিয়া যেখানে অক্ষর গুলো দেখে সেখানে অক্ষরগুলো পড়তে থাকে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনি দেখছি অপ্রয়োজনীয় কোন কিছুই মনে করেন না হাতের কাছে যেটা পান সেটা দিয়েই কাজে লাগানোর চেষ্টা করেন। যেমনটা আপনি শপিং ব্যাগের তুলা দিয়ে খুব সুন্দর করে অক্ষর তৈরি করেছেন দারুন লাগছে দেখতে।

 last year 

হ্যাঁ ভাইয়া আসলে আমরা অনেক জিনিস অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিয়ে থাকি। কিন্তু সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

শপিং ব্যাগ ও তুলা দিয়ে অনেক সুন্দর করে ইংরেজি অক্ষর তৈরি করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

আপু আপনি একদম ঠিকই বলেছেন এই অক্ষর গুলো তৈরি করতে অনেক ধৈর্যের প্রয়োজন, এবং অনেক সময় লেগেছে শপিং ব্যাগ দিয়ে এ অক্ষর গুলো তৈরি করতে। ধন্যবাদ আপনাকে প্রশংসা মূলক মন্তব্যের জন্য।

 last year 

বেশ ভালোই হলো তাহলে আপনি শপিং ব্যাগ দিয়ে ইংরেজি অক্ষরগুলো তৈরি করলেন দেখতে অনেক সুন্দর হয়েছে। তাহলে বাচ্চা এক দিকে পড়তে পারবে অন্যদিকে খেলার সামগ্রী হলো। অনেক ইউনিক একটি জিনিস তৈরি করে নিলেন।

 last year 

হ্যাঁ আমিও এই কথা চিন্তা করে অক্ষরগুলো তৈরি করলাম যে একদিকে নাশিয়া অক্ষরগুলো শিখতে পারবে এবং অন্যদিকে খেলাও করতে পারবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

জেনে ভালো লাগলো নাশিয়া একটু একটু ইংরেজী অক্ষর চিনতে শিখেছে। তাইতো সে যেখানেই অক্ষর গুলো দেখে সেটি পড়তে চায়। তবে আপনার আইডিয়াটা কিন্তু অনেক দারুন ছিল কারণ বাচ্চাদের সব সময় খেলার ছলে পড়াতে হয়। শপিং ব্যাগ দিয়ে সুন্দর কিছু অক্ষর তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আমার আইডিয়া টা আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার আইডি আমার কাছে বেশ ভালো লেগেছে। শপিং ব্যাগ এবং তুলা দিয়ে খুব সুন্দর ইংরেজি অক্ষরগুলো তৈরি করেছেন। আপনার ইউনিক আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে এভাবে তৈরি করে দিলে বাচ্চারা খেলার ছলে খুব তাড়াতাড়ি শিখতে পারবে। তৈরি করা ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমিও নাশিয়া পড়ার জন্য এবং খেলা করার কথা ভেবে এই অক্ষরগুলো তৈরি করলাম । ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62249.58
ETH 2435.15
USDT 1.00
SBD 2.67