ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

প্রজাপতির ফটোগ্রাফি

IMG-20241031-WA0003.jpg

device : Redme note 9

লোকেশন

নয়নতারা ফুল আমার অনেক বেশি পছন্দের। শুধু নয়ন তারা ফুল নয় অন্য প্রত্যেকটা ফুল আমার অনেক পছন্দের। আর ফুলের উপর যদি প্রজাপতি বসে থাকে, তখন ওই দৃশ্যটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই কোনো ফুলের উপর প্রজাপতি বসে থাকতে দেখি, তখনই আমি ফটোগ্রাফি করে নেওয়ার জন্য চেষ্টা করি। কারণ এই দৃশ্যটার ফটোগ্রাফি করলে তখন দেখতে আরো বেশি ভালো লাগে। কয়েকদিন আগে আমি ছাদের উপর গিয়েছিলাম। তখন দেখি নয়ন তারা ফুলের উপর বৃষ্টির ফোঁটা পড়ে আছে। আর অনেক সুন্দর দেখতে একটা প্রজাপতি বসে মধু খাচ্ছে। তখন আমি এই ফটোগ্রাফি টা করেছিলাম।

সমুদ্রের মাঝে নৌকার ফটোগ্রাফি

20240629_133617.jpg

device : Redme note 9

লোকেশন

সমুদ্রের বুকে যখন নৌকা চলে তখন দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে। আমি বেশ কয়েকদিন আগে আমার হাজবেন্ডের সাথে গিয়েছিলাম মুছাপুর সমুদ্র সৈকত দেখতে। এই জায়গাটা আমার এত বেশি পছন্দের যে, কয়েকদিন পরপর যাওয়া হয় এই জায়গাটাতে। আমরা যখন ঘুরাঘুরি করছিলাম তখন সমুদ্রের বুকে এই একটা নৌকা দেখছিলাম, যেটা মাছ ধরার নৌকা ছিল। এই নৌকা গুলোর মাধ্যমে মানুষ সমুদ্রের মাঝখান থেকে মাছ ধরে থাকে। সমুদ্রের বুকে যখন নৌকাটা চলছিল, তখন আমি ভাবলাম এই দৃশ্যের একটা ফটোগ্রাফি করা যাক। আর সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি

IMG-20241031-WA0007.jpg

device : Redme note 9

লোকেশন

বিভিন্ন রকম ফুল আমার কাছে অনেক ভালো লাগে। আর ঠিক তেমনিভাবে ফুল দেখতেও আমার অনেক ভালো লাগে। ঢেঁড়স ফুলের সৌন্দর্য দেখলেই আমার কাছে অনেক ভালো লাগে। গ্রাম অঞ্চলে কিন্তু এই গাছগুলো অনেক বেশি দেখা যায়। গ্রামের দিকে মানুষ ঢেঁড়স গাছ রোপন করে থাকে। আমার শাশুড়ি ও কয়েকটা গাছ রোপন করেছিল। ঢেঁড়স ধরার আগে যখন গাছের মধ্যে ফুল ফুটেছিল, তখন আমার কাছে ফুল গুলো দেখতে অনেক ভালো লেগেছিল। তাই আমি ফটোগ্রাফি করেছিলাম। আমি আশা করছি এই ফুলের ফটোগ্রাফি টা আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখতে।

শাপলা ফুলের ফটোগ্রাফি

20241009_082246.jpg

device : Redme note 9

লোকেশন

শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল। আর এই ফুলটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। গোলাপি কালারের এই শাপলা ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। শাপলা ফুলগুলো কেনার জন্য তোলা হয়েছিল। আর কয়েকদিন আগে আমার হাজব্যান্ড সহ আমরা একটা জায়গায় গিয়েছিলাম। ওখান থেকে আসার সময় দেখলাম একজন লোক এই শাপলাগুলো বিক্রি করছে। শাপলার ডাটা ভাজি করলে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই জন্য আমরা ওখান থেকে একমুঠা কিনে নিয়ে এসেছিলাম। লোকটা যখন বিক্রি করছিল তখন আমি এই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

IMG-20241031-WA0012.jpg

device : Redme note 9

লোকেশন

বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এরকম দৃশ্য দেখলে আমি তো ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করি। এরকম সৌন্দর্যের মাঝে ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ঘুরাঘুরি করলে আমার মন মাইন্ড সবকিছু অনেক ভালো হয়ে যায়। এটা একটা ছোট নদী। যেটা ফেনী নদী নামে পরিচিত। কয়েকদিন আগে ফেনী নদীতে যাওয়ার পর আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম। ফেনী নদী আমার অনেক ভালো লাগে। আর মাঝেমধ্যে এই জায়গাটাতে আমার যাওয়া হয়। এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করার সময় আমি ফটোগ্রাফিটা করে নিয়েছিলাম। আশা করছি আপনাদের ও পছন্দ হবে।

হলুদ রঙ্গন ফুলের ফটোগ্রাফি

IMG-20241031-WA0009.jpg

device : Redme note 9

লোকেশন

আমার খুবই পছন্দের ফুলের মধ্যে রঙ্গন ফুলও রয়েছে। এই ফুলটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বিভিন্ন রকম ফুলের পাশাপাশি আমি এই রঙ্গন ফুল ও অনেক বেশি পছন্দ করি। আমার কাছে সব কালারের রঙ্গন ফুল অনেক ভালো লাগে দেখতে। এই রঙ্গন ফুলের কালার হলুদ। হলুদ কালারের এই রঙ্গন ফুল টা দেখতেও খুব ভালো লাগছিল। বেশ কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। তাদের বাড়িতে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল গাছ ছিল। আর তখন আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছিল। আর ওখানে আমি হলুদ কালারের রঙ্গন ফুল দেখেছিলাম। সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছেও।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 months ago 

Screenshot_2024-11-25-17-43-33-17_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-11-25-17-41-47-35_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-11-25-17-40-00-31_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 3 months ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক চমৎকার হয়েছে আপু। বেশ দক্ষতার সাথে প্রতিটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। শাপলা ফুলের ফটোগ্রাফি এবং হলুদ রঙ্গন ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। প্রথম ফটোগ্রাফি টা অসাধারণ ছিল। মনমুগ্ধকর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আমার কাছে ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগে। মনোমুগ্ধকর ফটোগ্রাফি শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছে।

 3 months ago 

ঠিক বলেছেন আপু সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে। দেখতে ভালো লাগে। আপনার আজকের ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। নয়নতারা ফুলের উপর প্রজাপতি বসে থাকার দৃশ্যটি আমার কাছেও বেশ ভালো লাগলো। তাছাড়া ঢেড়শ ফুল যে এত সুন্দর হয় আজকেই প্রথম দেখলাম। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি ও অসম্ভব ভালো লাগছে দেখতে।

 3 months ago 

নয়ন তারার উপর বসে থাকা প্রজাপতির ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম। ঢেঁড়স ফুল সত্যি খুব সুন্দর হয়।

 3 months ago 

আপু দারুন সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আজও। আপনি সব সময় আমোদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকেন। আপনার তৈরি করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে দারুন লাগে। আজকের প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু।

 3 months ago 

আমি সবসময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সবার মাঝে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি।

 3 months ago 

আজকে আপনি ভিন্ন ভিন্ন কয়েকটি ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর ছিল। ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। আপনার করা ফটোগ্রাফি ভালোই উপভোগ করলাম। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 3 months ago 

আমার নিজের কাছেও ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লাগে।

 3 months ago 

আপু মারাত্মক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ভাষায় প্রকাশ করা যাবে না ছবিগুলো এতটা আকর্ষণীয় হয়েছে। আমি তো ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ।

 3 months ago 

আমার সবগুলো ফটোগ্রাফি আকর্ষণীয় হয়েছে জেনে ভালো লাগলো।

 3 months ago 

ফুলের ফটোগ্রাফি সব সময় আমাকে মুগ্ধ করে। আপনি আজকে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে খুব ভালো লাগলো আপু। প্রথম ফটোগ্রাফিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

প্রথম ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 3 months ago 

আজ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ও ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি দেখতে অনেক দুর্দান্ত হয়েছে। কোনটা রেখে কোনটার প্রশংসা করব ঠিক বুঝে উঠতে পারছি না। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা আছে বলতেই হবে।ফটোগ্রাফির সাথে সুন্দর করে বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আমার সবগুলো ফটোগ্রাফি দেখে এত সুন্দর এবং প্রশংসা মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে নয় তারা ফুলের ফটোগ্রাফি। খুব সুন্দর ভাবে গুছিয়ে ফটোগ্রাফি গুলোর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 months ago 

আমি সব সময় সুন্দর সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনা তুলে ধরার চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 97054.98
ETH 2729.75
SBD 0.62