আর্ট :- কাঠের চামচ এর উপরে পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast month

IMG-20240623-WA0060.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কাঠের চামচ এর উপরে পেইন্টিং করলাম।

আসলে যখন পেইন্টিং করতে বসি তখন নতুন কিছু করতে আমার বেশি ভালো লাগে। তার জন্য প্রথমে ভাবতেছিলাম আজকে ভিন্ন কিছুর উপরে পেইন্টিং করবো। এইজন্য ঘরে খুজতেছিলাম কোন জিনিস পাওয়া যায় কিনা। হঠাৎ করেই চোখের সামনে কাঠের চামচ গুলো পড়লো। তখন আমি ঠিক করে নিলাম তাহলে এগুলোর উপরেই পেইন্টিং করা যাক। তো আমি চামচ গুলো নিয়ে পেইন্টিং করতে বসে পড়ি। যদিও প্রথম চামচের মধ্যে পেইন্টিং করতে একটু অসুবিধা হচ্ছিল। কালার গুলো কেমন জানি বসছিল না। কিন্তু তারপরেও চেষ্টা করলাম পেইন্টিংটা শেষ করার। তবে পরের চামচটাতে বেশ ভালোই পেইন্টিং করতে পেরেছিলাম। এমনিতে দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240623-WA0051.jpg

আঁকার উপকরণ

• কাঠের চামচ
• অ্যাক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG-20240623-WA0063.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কাঠের চামচ নিলাম। এরপর মাঝখানের অংশ একটা ফুল আঁকা শুরু করি।

IMG-20240623-WA0064.jpg

ধাপ - ২ :

এরপরে এই ফুলের চারপাশে আবারো লাল এবং হলুদ রং দিয়ে ডিজাইন করে নিলাম ফুল টাকে।

IMG-20240623-WA0065.jpg

ধাপ - ৩ :

এরপর আমি আবারো কয়েকটা কালার দিয়ে বাহিরের অংশগুলোতে ডিজাইন করে রং করে নিলাম।

IMG-20240623-WA0071.jpg

ধাপ - ৪ :

এরপরের চামচের নিচের অংশটাতেও একটু ভিন্নভাবে কয়েকটা কালার দিয়ে ডিজাইন করে নিয়েছি।

IMG-20240623-WA0066.jpg

ধাপ - ৫ :

এরপর অন্য একটা চামচের মধ্যে আমি পুরোটাকে লাল রং করে নিলাম।

IMG-20240623-WA0070.jpg

ধাপ - ৬ :

এরপর আমি চামচের উপরের অংশে কয়েকটা কালার দিয়ে কয়েকটা কাপ এঁকে নিলাম।

IMG-20240623-WA0067.jpg

ধাপ - ৭ :

কাফের চারপাশে আমি কালো রং দিয়ে একটু হাইলাইটস করে এঁকে নিলাম। এরপর ভেতরের অংশে ডিজাইন করে নিলাম।

IMG-20240623-WA0069.jpg

ধাপ - ৮ :

এরপর আমি পুরো অংশের মধ্যে সাদা রঙের কতগুলো ফোঁটা দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240623-WA0068.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240623-WA0061.jpg

IMG-20240623-WA0060.jpg

IMG-20240623-WA0052.jpg

IMG-20240623-WA0046.jpg

IMG-20240623-WA0051.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last month 

আপু আজ আপনার কাঠের চামচ এর উপর পেইন্টিন দেখে আমি অবাক হয়ে গেলাম। আপু আপনার মাথায় তো দেখি অনেক বুদ্ধি আছে। আপনার পেইন্টিং আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। তবে আজ একটি ব্যতিক্রম পেইন্টিং এর অভিজ্ঞতা অর্জন করলাম। আসলে আমি এই প্লাটফর্মে এসে অনেক কিছু শিখতে পেলাম আপনাদের কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 last month 

আমার কাছ থেকে কিছু শিখতে পারতেছেন এটা শুনেই তো ভালো লাগলো।

 last month 

আর কিসের উপর আর্ট করতে বাকী আছে সেটাই ভাবছি। বাপরে কি প্রতিভারে। দেখেই মাথা ঘুরে। আপু এত প্রতিভা আপনি পান কই। একটু ধার দিয়েন তো। আপনি কিন্তু দারন সুন্দর করে আজকের আর্ট করেছেন। ধন্যবাদ আপু এমন সুন্দর আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আসলে আপনাদের উৎসাহ মূলক মন্তব্য থেকেই আমি এগুলো করতে পারি। এভাবে সব সময় পাশে থাকবেন।

 last month 

কাঠের চামচ এর উপরে পেইন্টিং অসাধারণ হয়েছে, দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর আইডিয়া নিয়ে আপনি এই পেইন্টিং করেছেন। আসলে আপনার আইডিয়া ও দক্ষতা অসাধারণ।

 last month 

কাঠের চামচের উপর করা পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন, এটা শুনে খুব ভালো লাগলো।

 last month 

কাঠের চামুচে পেইন্টিং অসাধারণ আইডিয়া। আপনি চমৎকার সুন্দর করে কাঠের চামুচে পেইন্টিং করেছেন ও তা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। প্রথমে রং করতে সমস্যা হলেও শেষ অবদি দারুণ করে পেইন্টিং সম্পূর্ণ করেছেন এবং পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last month 

হ্যাঁ প্রথমে সমস্যা হলেও পরবর্তীতে সম্পূর্ণ করতে পেরেছি।

 last month 

কাঠের চামচ এর উপরে পেইন্টিং অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে আপনার আইডিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ইউনিকেই আইডিয়া ছিল। এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

চামচের উপর পেইন্টিং করার আইডিয়া আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 last month 

কাঠের চামচের উপরে দারুন পেইন্টিং করেছেন একদম পুরোপুরি কালারফুল ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার পেইন্টিং করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

চেষ্টা করেছি চামচের উপর পেইন্টিং সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।

 last month 

পোষ্টার রং দিয়ে কাঠের চামচ কে পেইন্টিং করে এতো সুন্দর করে সাজানো যায়, তা আসলে আমার জানা ছিল না। আপনি একদম দক্ষতার সাথে কাঠের চামচ এর উপরে পেইন্টিং করেছেন। কাঠের চামচ গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আসলে আপু আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট।

 last month 

দক্ষতা কে কাজে লাগিয়ে কাঠের চামচে পেইন্টিং করলাম। আপনাদের কাছ থেকে এখন উৎসাহিতমূলক মন্তব্য পেয়ে ভালো লাগতেছে।

 last month 

আপু আপনার এই আইডিয়াটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আপনি কাঠের চামচের উপরে খুব সুন্দর পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং গুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এই পেইন্টিং গুলো অসাধারণ হয়েছে। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। কাঠের চামচ গুলোকে বিভিন্ন কালারের মাধ্যমে খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন, এটা শুনেই তো আনন্দিত হলাম আপু। সব সময় এভাবে উৎসাহিত করে যাবেন।

 last month 

তোমার এত সুন্দর একটা আইডিয়া দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম। তুমি অনেক সুন্দর করে কাঠের চামচের উপর পেইন্টিং করেছ। তোমার করা এই পেইন্টিং অনেক বেশি সুন্দর হয়েছে। প্রতিনিয়ত তুমি দারুন দারুন আইডিয়া নিয়ে এই কাজগুলো করে থাকো। তোমার এই দক্ষতা মূলক কাজগুলো দেখলে সত্যি মুগ্ধ না হয়ে পারি না। আজকের এই চামচের উপর করা পেইন্টিং আমাকে সত্যি অনেক বেশি মুগ্ধ করেছে। এত সুন্দর আইডিয়া নিয়ে পেইন্টিং করেছ এগুলোর প্রশংসা তো করাই লাগে।

 last month 

তুমি আমার আইডিয়া দেখে মুগ্ধ হয়েছ শুনে ভালো লাগলো। আর চামচের উপর করা পেইন্টিং দেখে এত সুন্দর প্রশংসামূলক মন্তব্য করেছো এজন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23