জেনারেল রাইটিং:- “নেশা করুন কঠোর পরিশ্রম করার, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার।”

in আমার বাংলা ব্লগ4 months ago

20240201_125554_0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

আমরা নেশা করা বলতে হয়তো অন্য কিছুকে বুঝি। তবে নেশা কিন্তু অনেক কিছুর উপরেই হতে পারে। যেমন নেশা হতে পারে কঠোর পরিশ্রমে করার উপর। অনেকেই হয়তো ভাবে নেশা শুধু সিগারেট অথবা ড্রিংকস এগুলোকেই বোঝায়। তবে নেশা ভিন্ন ভিন্ন কিছুর দ্বারা হয়। যেটা আমাদের মধ্যেও থাকা দরকার। যেমন কঠোর পরিশ্রম করার বিষয়টা একটা মানুষের মধ্যে থাকা সব থেকে বেশি প্রয়োজন। আর সেই কঠোর পরিশ্রম করার নেশাটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের রোগ হিসেবে আমরা পাব সফলতা আর সফলতা। আর সেই সফলতা আমরা পাব কঠোর পরিশ্রমের মাধ্যমে।

মনে করেন, একটা মানুষ তার কঠোর পরিশ্রমকে একেবারে নেশাতে রূপান্তর করেছে। সে সবসময় কঠোর পরিশ্রম করে যেতে থাকে। কারণ এটা তার নেশা হয়ে দাঁড়িয়েছে। আর এটার ফলে দেখা যাবে যে, একটা সময় ওই মানুষটা তার রোগ হিসেবে পেয়েছে সফলতাকে। আর এটা তার জন্য সবথেকে বড় একটা পাওয়া। তাই সে সব সময় কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায়। এবং কি কঠোর পরিশ্রম করলেই মানুষ তার জীবনে ভালো কিছু করতে পারবে। প্রতিনিয়ত নেশার মতো করে সিগারেট খেলে যেমন একটা মানুষের রোগ হিসেবে হয় ক্যান্সার। তেমনি প্রতিনিয়ত কঠোর পরিশ্রমের নেশা করে গেলে, একটা মানুষের রোগ হিসেবে আসে সফলতা।

কঠোর পরিশ্রমটা এরকম ভাবে আমাদেরকে করতে হবে, যেন এই কঠোর পরিশ্রম আমাদের নেশা হয়ে দাঁড়ায়। আর এটা আমাদেরকে করতেই হবে এরকমটাই যেন আমাদের দ্বারা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, একটা মানুষ জুয়ার নেশা করলে অথবা সিগারেট খাওয়ার নেশা করলে, সেই মানুষটা সেই নেশা থেকে বেরিয়ে আসতে পারেনা। প্রতিনিয়ত সেটা না করলে তার নিজের কাছেই ভালো লাগে না। সে অন্যরকম অসস্তি বোধ করে। এরকমটা আমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমেও করতে হবে। কঠোর পরিশ্রমকে নেশা রূপান্তর এমনভাবে করতে হবে, যেন সেই পরিশ্রমটা না করলে আমরা পাগলের মত হয়ে যাব, এরকমটাই করতে হবে। আর এর ফলেই আমরা সফলতাকে অর্জন করে নিতে পারব।

একটা মানুষ যদি কঠোর পরিশ্রম না করে, তাহলে সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। যদি একটা মানুষ বসে থাকে যে, সে মনে করে তার সফলতা এমনিতেই হয়ে যাবে, তাহলে এই ধারণাটা একেবারেই ভুল বলে আমি সবসময় মনে করব। আর এটাই আমাদেরকে মনে করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া কখনোই সফলতার মুখ দেখাই যায় না। আর পরিশ্রম ছাড়া কখনো আমরা দূরে পৌঁছাতে পারবো না। সফলতার মুখে যেতে পারবো না। পরিশ্রমের ফলেই একমাত্র আমরা সফলতা অর্জন করতে পারব, তাও আবার ভালোভাবেই। আমাদেরকে কঠোর পরিশ্রমের প্রতি এমন নেশা করতে হবে, যেন আমাদের রোগ হয় সফলতা অর্থাৎ সাফল্য পাওয়ার।

একটা মানুষের সব সময় এই বিষয়টা মেনে নেওয়া উচিত, এবং কি এটাকে মেনে চলা সবথেকে বেশি ভালো। তবেই তো সেই মানুষটার রোগ হিসেবে পাবে সাফল্য। কঠোর পরিশ্রম নেশাতে রূপান্তর করলে সাফল্য আমাদের দরজায় এসে কড়া নাড়বে। আমি সব সময় সবাইকে এই কথাটাই বলে যাব যে, কঠোর পরিশ্রমকে নেশা হিসেবে গড়ে তুলুন। অনেক মানুষই রয়েছে মোবাইলের প্রতি আসক্ত। আর মোবাইল দেখাটাই তার নেশা হয়ে দাঁড়িয়েছে। তবে এগুলোকে বাদ দিতে হবে আমাদের। আমি সব সময় আপনাদের কেউ এই কথাটাই বলে যাব যে, আপনারা কঠোর পরিশ্রমকে নেশা হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। তাহলে সাফল্য আপনাদেরও আসবে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 4 months ago 

আসলে নেশা শব্দটি বর্তমান যুগে একটি বিষয়কে কেন্দ্র করে। কিন্তু নেশ া শব্দ দ্বারা অনেক কিছু বোঝানো যায় যেমনটা আপনি আজকে সুন্দরভাবে তুলে ধরলেন। কাজের ক্ষেত্রে হোক বা খারাপ দিক হোক নেশা মানুষকে ভালো দিক নিয়ে গেলে জীবনের সফলতা পাওয়া যায়। আবার নেশাদার দ্রব্য মাধ্যমে নিজেকে নষ্ট করে ফেললে জীবন ধ্বংস হয়ে যায়। অনেক ভালো লাগলো অনেক সুন্দর আলোচনা করেছেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

চেষ্টা করেছি এই টপিকটা নিয়ে সুন্দর করে লেখার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

পরিশ্রমেই সাফল্যের চাবিকাঠি।অলসরা সফল হতে পারেনা।আপনি ঠিক বলেছেন আপু,"কঠোর পরিশ্রমটা এরকম ভাবে আমাদেরকে করতে হবে, যেন এই কঠোর পরিশ্রম আমাদের নেশা হয়ে দাঁড়ায়"।পরিকল্পিত পরিশ্রম কখনো বৃথা যায়না।আপনার পোস্টটি ভালো লেগেছে।শিক্ষণীয় পোস্ট। নেশা করুন কঠোর পরিশ্রম করার, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার শিরোনামে মটিভেশনাল মূলক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 months ago 

আসলে আমিও সবসময় এটা মনে করি পরিশ্রম কখনো বৃথা যায় না।

 4 months ago 

আপনার কথাগুলোর সাথে একমত পোষণ করছি। নেশা বলতে আমরা খারাপ কিছু বুঝি, তবে ভালো কাজের নেশা একবার তৈরি হলে ভালো কিছু হতে বাধ্য। আর এই ভালো কাজের নেশায় যারা পরেছেন তারা আজ সফলতার উচ্চ শিখরে পৌঁছে গেছে। আমাদের সবার উচিত কঠোর পরিশ্রম এবং ভালো কাজের অভ্যাস গড়ে তোলা।

Posted using SteemPro Mobile

 4 months ago 

হ্যাঁ সবাই নেশাকে খারাপ বলে। তবে ভালো কাজের নেশা হলে অবশ্যই আমাদের জীবনে ভালো কিছু হবে।

 4 months ago 

কথায় বলে পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। আর পরিশ্রমই পারে আমাদের কে সফলতা এনে দিতে। পরিশ্রম করলে আমাদের দেহ মন সহ সব দিকেই সফলতা পাওয়া যায়। তাই আপু আমি আপনার মত মনে করি পরিশ্রম কে নেশা হিসাবে গ্রহণ করা। আর পরিশ্রমের মাধ্যমেই সফলতার চেষ্টা করা। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

সবারই উচিত পরিশ্রমকে নেশা হিসেবে গ্রহণ করার। তাহলেই তো সফলতার মুখ দেখতে পাবো আমরা।

 4 months ago 

খুবই সুন্দর একটি টপিক্স নিয়ে আপনি আমাদের মাঝে পোস্ট করলেন। ভিতরের কথাগুলো পড়ে মুগ্ধ হয়ে গেছি।আসলে সত্যি বলেছেন আপু। পরিশ্রম হচ্ছে প্রতিটা মানুষের জীবনে সৌভাগ্য বয়ে আনে। আর আমরা সবাই যদি ভালো কিছু করার জন্য নিজের মনের ভিতর একটি নেশা তৈরি করি। তাহলে প্রত্যেকটি মানুষ নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে। তার পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে নেশা মনের মধ্যে জাগ্রত করতাম। তাহলে সবাই সাফল্যের সৌভাগ্য পৌঁছাতে পারতাম। তাই আমিও মনে করি মনের মধ্যে এমন একটি নেশা তৈরি করুন এবং কঠোর পরিশ্রম করে কোন কিছুর সাফল্য পাওয়ার আশায়। ধন্যবাদ আপু আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার পোস্টের ভিতরের লেখা গুলো পড়ে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনেই ভালো লাগলো। ঠিক বলেছেন পরিশ্রম মানুষের জীবনে সৌভাগ্য বয়ে আনে।

 4 months ago 

প্রত্যেকটা মানুষেরই উচিত কঠোর পরিশ্রমকে নেশাতে রূপান্তর করা। কারণ প্রত্যেকটা মানুষ যদি নেশা হিসেবে কঠোর পরিশ্রমকে বেছে নেয়, তাহলে অবশ্যই তারা সফলতা পাবে এবং হিসেবে। কঠোর পরিশ্রম মানুষকে সফলতার মুখে নিয়ে যায়। তোমার লেখাগুলো সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একেবারে বাস্তবতাকে তুলে ধরেছ প্রত্যেকটা লাইনের মধ্যে। সবাই যদি এরকম ভাবে কঠোর পরিশ্রম করে, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পাবে।

 4 months ago 

হ্যাঁ আমিও এটাই মনে করি সব মানুষের উচিত কঠোর পরিশ্রমকে নেশাতে পরিণত করা।

 4 months ago 

জীবনের চরম কিছু কথা বলেছেন আপু। নেশা থাকতে হবে কঠোর পরিশ্রম করার। সেটা যে সেক্টরেরই হোক না। তবেই জীবনে সাফল্য এসে কড়া নাড়বে 🌼

 4 months ago 

আসলে কঠোর পরিশ্রমের নেশা থাকতে হবে। যেটা যে সেক্টরেরই হোক না কেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 4 months ago 

আপনি আজকে খুব সুন্দর একটি টপিক তুলে ধরেছেন। আসলেই নেশা বলতে শুধু আমারা বাজে কোনো কিছুকে বুঝি। আমাদের জীবনে সফলতা আনার জন্য বাজে নেশাকে কঠোর পরিশ্রমের নেশায় পরিনত করতে পারলে। তহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। ধন্যবাদ এতো সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

সবাই নেশা বলতে খারাপ কিছুকেই বুঝে, তবে ভালো কাজেরও নেশা রয়েছে। কঠোর পরিশ্রম নেশাতে পরিণত একবার করতে পারলে মানুষ অবশ্যই সফলতা অর্জন করতে পারবে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65439.84
ETH 3570.73
USDT 1.00
SBD 2.47