(এসো নিজে করি) আর্ট :- বড় ক্যানভাসে ফুলের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 months ago

1000156511.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি সমুদ্র এবং পাহাড়ের দৃশ্য পেইন্টিং করলাম।

আমি যখন পেইন্টিং করতে বসি বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের দৃশ্যগুলো আঁকতে পছন্দ করি। তবে আমি একটা ক্যানভাস আনিয়েছিলাম যেটা একটু লম্বা আকৃতির।এর সাইজ ১২*২৪ । আমার কাছে মনে হয়েছে, এই ক্যানভাস এর ভেতরে একটু অন্য রকমের পেইন্টিং করি। আমার কাছে মনে হয়েছে এই লম্বা ক্যানভাসে এরকম ফুলের পেইন্টিং করলেও দেখতে ভালো লাগে। এজন্য আমি এরকম ডিজাইনের পেইন্টিং করতে বসলাম। তবে একটা বিষয় আমার খুবই অদ্ভুত লেগেছে, আসলে আমি ভেবেছিলাম দৃশ্যগুলো আঁকতে একটু বেশি সময় লাগে। কিন্তু এই ছবিটাতে আমার তার থেকেও বেশি সময় লেগেছিল। কারণ আমি যখন কালো রঙের উপরে অন্য কালার গুলো দিচ্ছিলাম, প্রথমে একবার রং করার পরেও কিছুই দেখা যাচ্ছিল না। আমি এখানে মোট ছয়বার করে ছয়টা লেয়ার রং করেছি। তারপর পুরো পেইন্টিংটা হাইলাইটস হয়েছে। আর এমনিতেই বড় পেইন্টিং গুলো করতে অনেক বেশি সময় লাগে। কিন্তু শেষ পর্যন্ত পেইন্টিংটা দেখতে ভালো লাগছে এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। সামনাসামনি দেখতেও পেইন্টিংটা খুবই সুন্দর হয়েছে। ঘরের দেওয়ালে লাগালে সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে অ্যক্রোলিক কালার ব্যবহার করেছি। অ্যক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

20240729_103112.jpg

20240729_103045.jpg

আঁকার উপকরণ

• ক্যানভাস ১২*২৪
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস নিলাম। এরপর আমি ক্যানভাসের উপরে পেন্সিল দিয়ে একটা ফুলের ডিজাইন করে নিলাম।

IMG_20240806_101825.jpg

ধাপ - ২ :

এরপর আমি বেগুনি কালার দিয়ে একটু একটু করে রং করা শুরু করি।

IMG_20240806_101845.jpg

ধাপ - ৩ :

এরপর আমি ফুলের পাতাগুলোতে, বেগুনি কালারের উপরে মেজেন্ডা এবং সাদা কালার দিয়ে হাইলাইটস করেছি।

IMG_20240806_101905.jpg

ধাপ - ৪ :

এরপর আমি অন্য আরেকটা ফুলে মেজেন্ডা কালার দিয়ে রং করা শুরু করি।

IMG_20240806_101928.jpg

ধাপ - ৫ :

এরপর ওই ফুলের থেকে বাইরের অংকের ছোট ছোট পাতা দিয়ে দিলাম।

IMG_20240806_101949.jpg

ধাপ - ৬ :

এরপর আমি একপাশের ফুলের উপরে নিল এবং সাদা কালার দিয়ে কয়েকটা লেয়ারের কালার করে হাইলাইটস করে নিলাম।

IMG_20240806_102022.jpg

ধাপ - ৭ :

এরপর আমি একটু একটু করে অন্য আর একটা পাশে ও আরো একটা বড় ফুল এই পাশের কালার দিয়ে এঁকে নিলাম।

IMG_20240806_102059.jpg

ধাপ - ৮ :

এরপরে আমি ‌ ফুলগুলোর চারপাশে সাদা রং দিয়ে হাইলাইটস করে চিকন চিকন করে দাগ দিয়ে রং করে নিলাম।

IMG_20240806_102116.jpg

ধাপ - ৯ :

এরপর বিভিন্ন কালার দিয়ে ফুলের মাঝখানের অংশে ফোঁটা দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG_20240806_102132.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1000156511.jpg

20240729_103115.jpg

20240729_103112.jpg

20240729_103106.jpg

20240729_103048.jpg

1000156514.jpg

20240729_103045.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 months ago 

আপু বড় ক্যানভাসে ফুলের পেইন্টিংটি দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। রঙের মিশ্রণটি দারুন হয়েছে। আমি যে কবে পাবো এমন আর্ট করতে। মাঝে মাঝে ভীষণ আফসোস হয় আপনাদের সুন্দর সুন্দর পেইন্টিং দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

রঙের মিশ্রণটি সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো। কেন আপু আপনিও চেষ্টা করলে পারবেন পেইন্টিং করতে। এর জন্য অবশ্যই চেষ্টা আর পরিশ্রম থাকতে হবে।

 2 months ago 

আসলে আপু আপনার প্রাকৃতিক দৃশ্যের ছবিগুলো যখন দেখি তখন মুগ্ধ হয়ে থাকি। আজকের আর্ট থেকেও চোখ ফেরানো যাচ্ছে না। অনেক বড় সাইজের ক্যানভাস হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। নিশ্চয়ই ঘরে সাজিয়ে রেখেছেন এত সুন্দর একটি আর্ট। নিজের হাতের এরকম আর্টগুলো ঘরে সাজিয়ে রাখতেও ভালো লাগে। ভালো লাগলো আপনার আর্টটি দেখে।

 2 months ago 

এই পেইন্টিং টা এত সুন্দর হবে আমি নিজেও ভাবি নি।

 2 months ago 

এক্রিলিক কালার দিয়ে দারুন একটি ফুলের পেন্টিং শেয়ার করলেন আপু। খুব যত্ন করে ছবিটি এঁকেছেন। প্রথমে দেখে আমি গ্লাস পেন্টিং ভেবেছিলাম। খুব ঝকঝক করছে ছবিটি। আপনার ছবি আঁকার দক্ষতা বারবার প্রমাণিত হয়। এবারের পোস্টটি ও ভীষণ ভালো লাগলো।

 2 months ago 

আমার কাছে অনেক ভালো লাগে পেইন্টিং করতে। তাই তো করার চেষ্টা করি।

 2 months ago 

আপনার হাতে আর্ট করা প্রতিটি পেইন্টিং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে অসাধারণ একটি ফুলের পেইন্টিং আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা বড় ক্যানভাসে ফুলের পেইন্টিং টি দেখে বেশ ভালো লাগলো। আপনার আর্ট টি আসলেই অনেক বেশি প্রশংসনীয়।

 2 months ago 

আমার পেইন্টিংটা আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 months ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে বড় ক্যানভাসে ফুলের পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। সত্যি প্রতিনিয়ত আপনাদের কাজগুলো দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যাই। আসলে এই ধরনের পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দরভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য।

 2 months ago 

এগুলো করতে আসলেই অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। এমনকি অনেক অভিজ্ঞতার ও। তবুও আমি করার জন্য চেষ্টা করি।

 2 months ago 

বড় ক্যানভাসে ফুলের পেইন্টিং টি চমৎকার লাগছে।অনেক সময় লাগবেই এই পেইন্টিং করতে। ধাপে ধাপে পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে বড় ক্যানভাসে ফুলের পেইন্টিংটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 months ago 

ক্যানভাসটা অনেক বড় ছিল। আর এটা করতে আমার প্রচুর সময় লেগেছে।

 2 months ago 

বড় ক্যানভাসে ফুলের পেইন্টিং অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই পেইন্টিংটি করেছেন। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

অসাধারণ একটা পেইন্টিং করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ।

 2 months ago 

বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই ফুলের পেইন্টিং টি। আপনার পেইন্টিংটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। বড় ক্যানভাসের মধ্যে করায় দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর পেইন্টিংগুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের পেইন্টিং গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে পেইন্টিংটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।

 2 months ago 

আমার এই পেইন্টিংটা মনোমুগ্ধকর ছিল শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ তোমাকে প্রশংসা মূলক মন্তব্য করার জন্য।

 2 months ago 

খুবই সুন্দর ফুলের পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার দক্ষতা অসাধারণ। খুবই সুন্দর ভাবে দৃশ্যটা ফুটিয়ে তোলেছেন।

 2 months ago 

চেষ্টা করেছি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 97876.97
ETH 3483.25
USDT 1.00
SBD 3.26